এশিয়ান ক্রিকেট কাউন্সিল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ইংরেজি: Asian Cricket Council) ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ক্রিকেটের একটি সংগঠনবিশেষ। এশিয়ার ক্রীড়াঙ্গনে ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। একটি আঞ্চলিক প্রশাসনিক সংগঠনের সদস্যদের নিয়ে এটি গঠিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। বর্তমানে ৪৩টি সহযোগী সদস্য রয়েছে। জয় শাহ হচ্ছেন বর্তমান এসিসির সভাপতি।
সংক্ষেপে | এসিসি |
---|---|
গঠিত | ১৯ সেপ্টেম্বর ১৯৮৩ |
উদ্দেশ্য | ক্রিকেট প্রশাসন |
সদরদপ্তর | কলম্বো, শ্রীলঙ্কা |
সদস্যপদ | ৪৩টি সহযোগী সদস্য |
সভাপতি | জয় শাহ |
চেয়ারম্যান | অমিতাভ চৌধুরী |
প্রধান প্রতিষ্ঠান | আইসিসি |
ওয়েবসাইট | এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দাপ্তরিক ওয়েবসাইট |
এসিসি'র প্রথম সদর দপ্তর ছিল কুয়ালালামপুর, মালয়েশিয়া। মূলক কাউন্সিলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালের এশিয়ান ক্রিকেট কনফারেন্স নামে। ১৯৯৫ সালে এর নাম পরিবর্তন করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল হিসাবে। ২০০৩ সাল পর্যন্ত এর সদর দপ্তর আবর্তিত হতো এর সভাপতি ও সেক্রেটারীর আবাস দেশের ভিত্তিতে। সংস্থাটির বর্তমান সভাপতি হচ্ছেন নামজুমল হাসান পাপন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'রও সভাপতির দায়িত্ব পালন করছেন। সংস্থাটি খেলার মানোন্নয়ন সম্পর্কিত কিছু প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, যেমন সহকারী কোচ, আম্পায়ার, খেলাখালীন চিকিৎসা ও ঔষধ - কেবল মাত্র সদস্য দেশগুলোর মধ্যে এবং এর অর্থ যোগান আসে কাউন্সিলের আওতাভূক্ত সকল ক্রিকেট প্রতিযোগিতা- যেমন এশিয়া কাপ, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ, এসিসি ট্রফি এবং অন্যান্য প্রতিযোগিতার টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব বিক্রির মাধ্যমে।
বর্তমান এসিসির সদর দপ্তর হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কা, যা অফিসিয়ালি ২০ আগস্ট ২০১৬ এ খোলা হয়েছিল।[১]
কাউন্সিলটি গঠন করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর ১৯৮৩, নয়া দিল্লী, ভারতে। যেখানে মূল সদস্য ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এসিসির সহযোগীরা দুটি শ্রেণীতে বিভক্ত, আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্যপদ মর্যাদা অনুযায়ী পূর্ণ ও সহযোগী সদস্য। আইসিসির সদস্যভুক্ত নয় এমন দেশ (কম্বোডিয়া, চাইনিজ তাইপেই এবং তাজিকিস্তান ২০১৪ পর্যন্ত আইসিসির সদস্য নয়) গুলোও সহযোগী সদস্য মর্যাদা পাবে। [২] ফিজি, জাপান, এবং পাপুয়া নিউগিনি পূর্ব এসিসি'র সদস্য ছিল কিন্তু পরে ১৯৯৬ সালে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠিত হওয়ার পরে তারা উক্ত অঞ্চলে যোগদান করে।[৩]
বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশ
ক্রম | সদস্যদেশ | পরিচালক সংস্থা | আইসিসি সদস্য মর্যাদা (অনুমোদনের তারিখ) | আইসিসি সদস্য সন | এসিসি সদস্য সন |
---|---|---|---|---|---|
১ | ভারত | বিসিসিআই | পূর্ণ সদস্য (৩১ মে ১৯২৬) | ১৯২৬ | ১৯৮৩ |
২ | পাকিস্তান | পিসিবি | পূর্ণ সদস্য (২৮ জুলাই ১৯৫২) | ১৯৫২ | ১৯৮৩ |
৩ | শ্রীলঙ্কা | এসএলসি | পূর্ণ সদস্য (২১ জুলাই ১৯৮১) | ১৯২৬ | ১৯৮৩ |
৪ | বাংলাদেশ | বিসিবি | পূর্ণ সদস্য (২৬ জুন ২০০০) | ১৯৭৭ | ১৯৮৩ |
৫ | আফগানিস্তান | এসিবি | পূর্ণ সদস্য (২২ জুন ২০১৭) | ২০০১ | ২০০৩ |
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সহযোগী সদস্য দেশসমূহ
ক্রম | সদস্যদেশ | পরিচালক সংস্থা | আইসিসি সদস্য মর্যাদা | আইসিসি সদস্য সন | এসিসি সদস্য সন |
---|---|---|---|---|---|
১ | বাহরাইন | বাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ২০০১ | ২০০৩ |
২ | ভুটান | ভুটান ক্রিকেট কাউন্সিল বোর্ড | সহযোগী সদস্য | ২০০১ | ২০০১ |
৩ | কম্বোডিয়া | কম্বোডিয়া ক্রিকেট অ্যাসোসিয়শন | সহযোগী সদস্য | ২০২২ | ২০১২ |
৪ | চীন | চাইনিজ ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ২০০৪ | ২০০৪ |
৫ | হংকং | হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ১৯৬৯ | ১৯৮৩ |
৬ | ইরান | ইরান ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ২০০৩ | ২০০৩ |
৭ | কুয়েত | কুয়েত ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ২০০৩ | ২০০৫ |
৮ | মালয়েশিয়া | মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ১৯৬৭ | ১৯৮৩ |
৯ | মালদ্বীপ | ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ | সহযোগী সদস্য | ১৯৯৮ | ১৯৯৬ |
১০ | মিয়ানমার | মিয়ানমার ক্রিকেট ফেডারেশন | সহযোগী সদস্য | ২০০৬ | ২০০৫ |
১১ | নেপাল | ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল | সহযোগী সদস্য (ওডিআই মর্যাদা) | ১৯৯৬ | ১৯৯০ |
১২ | ওমান | ওমান ক্রিকেট বোর্ড | সহযোগী সদস্য (ওডিআই মর্যাদা) | ২০০০ | ২০০০ |
১৩ | কাতার | কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ১৯৯৯ | ২০০০ |
১৪ | সৌদি আরব | সৌদি আরব ক্রিকেট ফেডারেশন | সহযোগী সদস্য | ২০০৩ | ২০০৩ |
১৫ | সিঙ্গাপুর | সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ১৯৭৪ | ১৯৮৩ |
১৬ | তাজিকিস্তান | তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশন | সহযোগী সদস্য | ২০২১ | ২০১২ |
১৭ | থাইল্যান্ড | থাইল্যান্ড ক্রিকেট লিগ | সহযোগী সদস্য | ২০০৫ | ১৯৯৬ |
১৮ | সংযুক্ত আরব আমিরাত | আমিরাত ক্রিকেট বোর্ড | সহযোগী সদস্য (ওডিআই মর্যাদা) | ১৯৯০ | ১৯৮৪ |
বর্তমানে আইসিসির সদস্য নয় এমন এসিসি সদস্য দেশসমূহ
ক্রম | সদস্য দেশ | পরিচালক সংস্থা | আইসিসি সদস্য মর্যাদা | আইসিসি সদস্য সন | এসিসি সদস্য সন |
---|---|---|---|---|---|
১ | চীনা তাইপেই | চাইনিজ তাইপি ক্রিকেট অ্যাসোসিয়েশন | — | ২০১২ |
এসিসির সাবেক সদস্য দেশসমূহ যারা বর্তমানে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-এর সদস্য।
ক্রম | সদস্য দেশ | পরিচালক সংস্থা | আইসিসি সদস্য মর্যাদা | আইসিসি সদস্য সন | এসিসি সদস্য সন |
---|---|---|---|---|---|
১ | ফিজি | ক্রিকেট ফিজি | সহযোগী সদস্য | ১৯৬৫ | ১৯৯৬ |
২ | জাপান | জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন | সহযোগী সদস্য | ১৯৮৯ | ১৯৯৬ |
৩ | পাপুয়া নিউগিনি | ক্রিকেট পাপুয়া নিউগিনি | সহযোগী সদস্য | ১৯৭৩ | ১৯৯৬ |
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সদস্য দেশ
ক্রম | সদস্য দেশ | পরিচালক সংস্থা | আইসিসি সদস্য মর্যাদা | আইসিসি সদস্য সন | এসিসি সদস্য সন |
---|---|---|---|---|---|
১ | ব্রুনাই | ব্রুনাই দারুসসালাম ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন | — | ২০০২–২০১৫ | ১৯৯৬ |
এসিসি কার্যনির্বাহী বোর্ডের সদস্যগণ [৪]
কর্মকর্তার নাম | জাতীয়তা | সংস্থা | পদবী |
---|---|---|---|
জয় শাহ | ভারত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | সভাপতি |
কে এইচ ইমরান | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | সহ-সভাপতি |
সৌরভ গঙ্গোপাধ্যায় | ভারত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
নাজমুল হাসান পাপন | বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
এহসান মানি | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
কামাল পদ্মাসিরি | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | কার্যনির্বাহী সদস্য |
আজিজুল্লাহ ফাজলি | আফগানিস্তান | আফগানিস্তান ক্রিকেট বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
রবি সেহগাল | থাইল্যান্ড | থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন | কার্যনির্বাহী সদস্য |
পঙ্কজ খিমজি | ওমান | ওমান ক্রিকেট বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
মুহামদ আফলাহ | মালদ্বীপ | মালদ্বীপ ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | কার্যনির্বাহী সদস্য |
সুবহান আহমদ | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | কার্য সহকারী, সিও, পিসিবি |
আশলী ডি সিলভা | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | কার্য সহকারী, সিইও, এসএলসি |
নিজাম উদ্দিন চৌধুরী | বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড | কার্য সহকারী, সিইও, বিসিবি |
আসাদুল্লাহ খান | আফগানিস্তান | আফগানিস্তান ক্রিকেট বোর্ড | কার্য সহকারী, সিইও, এসিবি |
নাম | জাতীয়তা | বোর্ড | পদবী |
---|---|---|---|
সৌরভ গঙ্গোপাধ্যায় | ভারত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটি |
নাজমুল হাসান পাপন | বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড | সভাপতি |
কামাল পদ্মাসিরি | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | সদস্য |
এহসান মানি | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | সদস্য |
আজিজুল্লাহ ফাজলি | আফগানিস্তান | আফগানিস্তান ক্রিকেট বোর্ড | সদস্য |
থুসিথ পেরেরা | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | আহ্বায়ক, জেনারেল ম্যানেজার – ফাইনান্স ও অপারেশন |
নাম | জাতীয়তা | বোর্ড | পদবী |
---|---|---|---|
এহসান মানি | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | চেয়ারম্যান |
নাজমুল হাসান পাপন | বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড | সভাপতি |
সৌরভ গঙ্গোপাধ্যায় | ভারত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | চেয়ারম্যান, অর্থ ও বিপণন কমিটি |
কামাল পদ্মাসিরি | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | সদস্য |
আজিজুল্লাহ ফাজলি | আফগানিস্তান | আফগানিস্তান ক্রিকেট বোর্ড | সদস্য |
থুসিথ পেরেরা | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | আহ্বায়ক, জেনারেল ম্যানেজার – ফাইনান্স ও অপারেশন |
নাম | জাতীয়তা | সংস্থা | পদবী |
---|---|---|---|
কামাল পদ্মাসিরি | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | চেয়ারম্যান |
নাজমুল হাসান পাপন | বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড | সভাপতি |
মাহিন্দ্র বাল্লীপুরাম | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ক্রিকেট | সদস্য |
নাদীম নাদউই | সৌদি আরব | সৌদি আরব ক্রিকেট ফেডারেশন | সদস্য |
মানজুর আহমদ | কাতার | কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন | সদস্য |
সুলতান রানা | পাকিস্তান | পাকিস্তান ক্রিকেট বোর্ড | আহ্বায়ক – অনুষ্ঠান ও মানোন্নয়ন ম্যানেজার [৫] |
ক্র.নং | নাম | দেশ | সময়কাল |
---|---|---|---|
১ | এন. কে. পি. সালভে | ভারত | ১৯৮৩–৮৫ [৬] |
২ | জামিনি দিস্যানায়েক | শ্রীলঙ্কা | ১৯৮৫–৮৭ |
৩ | লে. জে. জি.এস ভাট | পাকিস্তান | ১৯৮৭ |
৪ | লে. জে. জাহিদ আলী আকবর খান | ১৯৮৮–৯৮ | |
৫ | আনিসুল ইসলাম মাহমুদ | বাংলাদেশ | ১৯৮৯–৯১ |
৬ | আব্দুল রহমান বুখাতির | সংযুক্ত আরব আমিরাত | ১৯৯১–৯৩ |
৭ | মাধবরাও সিনদিয়া | ভারত | ১৯৯৩ |
৮ | আইএস বিন্দ্রা | ১৯৯৩–৯৭ | |
৯ | উপালি ধর্মাদাসা | শ্রীলঙ্কা | ১৯৯৭–৯৮ |
১০ | থিলাঙ্গা সুমাথিপালা | ১৯৯৮–৯৯ | |
১১ | মুজিবুর রহমান | পাকিস্তান | ১৯৯৯ |
১২ | জাফর আলতাফ | ১৯৯৯-০০ | |
১৩ | লে. জে. তৌকির জিয়া | ২০০০–০২ | |
১৪ | আলী আসগর লবী | বাংলাদেশ | ২০০২–০৪ |
১৫ | জগমোহন ডালমিয়া | ভারত | ২০০৪–০৫ |
১৬ | শারদ পাওবার | ২০০৬-০৬ | |
১৭ | জয়ন্ত ধর্মদাসা | শ্রীলঙ্কা | ২০০৬–০৭ |
১৮ | অর্জুনা রানাতুঙ্গা | ২০০৮-০৮ | |
১৯ | ড. নাসিম আশরাফ | পাকিস্তান | ২০০৮-০৮ |
২০ | ইজাজ ভাট | ২০০৮–১০ | |
২১ | আ হ ম মোস্তফা কামাল | বাংলাদেশ | ২০১০–১২ |
২২ | এন. শ্রীনিবাসান | ভারত | ২০১২–১৪ |
২৩ | জয়ন্ত ধর্মাদাসা | শ্রীলঙ্কা | ২০১৪–২০১৫ |
২৪ | থিলাঙ্গানা সুমাথিপালা | ২০১৫–১৬ | |
২৫ | শেহরিয়ার খান | পাকিস্তান | ২০১৬– |
২৬ | ইহসান মানি | পাকিস্তান | ২০১৬–২০১৮ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.