আনোয়ার আল-আওলাকি ইয়েমেনি বংশোদ্ভূত- ধর্মপ্রচারক । যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তথ্যমতে, আরব উপদ্বীপে আল কায়েদা গোষ্ঠীর (একিউএপি) সক্রিয় নেতা ছিলেন আওলাকি। ইয়েমেনের আল কায়েদা শাখার সঙ্গে তার যোগসাজশ ছিলো।[4] ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকে আওলাকি ছিলেন আল কায়দার সবচাইতে সোচ্চার ও অন্যতম মুখ্য সদস্য।[5]

দ্রুত তথ্য আনোয়ার আল-আওলাকিأنور العولقي, জন্ম ...
আনোয়ার আল-আওলাকি
أنور العولقي
Thumb
ইয়েমেনে আনোয়ার আল-আওলাকি
জন্ম
আনোয়ার বিন নাসের বিন আব্দুল্লাহ আল-আওলাকি

(১৯৭১-০৪-২১)২১ এপ্রিল ১৯৭১(UPI gives April 22)
লাস ক্রুসেস, নিউমেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০১১(2011-09-30) (বয়স ৪০)
al-Jawf Governorate, Yemen[1]
মৃত্যুর কারণড্রোন হামলা
নাগরিকত্বইয়েমেন এবং মার্কিন (দ্বৈত)
মাতৃশিক্ষায়তনকলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় (B.S.)

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
(Ph.D., incomplete)
পেশাপ্রভাষক, পূর্বে ইমাম ছিলেন।
প্রতিষ্ঠানআল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা
পরিচিতির কারণAlleged senior al-Qaeda
recruiter and spokesman[2]
সন্তান5[3]
পিতা-মাতানাসের আল-আওলাকি (পিতা)
বন্ধ

জন্ম

আওলাকির জন্ম ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকো রাজ্যে। তার মা-বাবা ইয়েমেনী তাই তিনি ছিলেন ইয়েমেনি বংশোদ্ভূত। তিনি ইংরেজি ও আরবী ভাষায় পারদর্শী ছিলেন।[5][6]

প্রাথমিক জীবন

ইয়েমেনে স্কুলজীবন শেষ করে আওলাকি কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।[6] তিনি পশ্চিম উপকূলে সান দিয়েগোর এক মসজিদ যেখানে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলায় জড়িত ২ ব্যক্তি প্রায়ই যাতায়াত করতো সেই মসজিদসহ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে ইমামতি করেন এবং পরে ইয়েমেনে যাতায়াত শুরু করেন।[5]

জঙ্গি কার্যক্রম

২০০৬ সালে ইয়েমেনের এক ধনাঢ্য পরিবারের সন্তানকে অপহরণের অভিযোগে আওলাকিকে গ্রেপ্তার করা হয়। আল-কায়েদার তহবিল সংগ্রহের জন্যই তিনি ওই অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে কথিত আছে। ২০০৭ সালে কারাগার থেকে বের হওয়ার পর ইয়েমেনে পালিয়ে থেকে আল-কায়েদাকে সংগঠিত করছিলেন আওলাকি।[6] তিনি মার্কিন হয়েও, আমেরিকার জোর সমালোচক হয়ে ওঠেন এবং ইন্টারনেটে বিপুল সাড়া জাগিয়ে বহু অনুসারীর সৃষ্টি করেন যার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলাম মতাদর্শীরা তার প্রচার শুনতো। আমেরিকা ও ইয়েমেন, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তার কথিত ভূমিকার জন্য তার অনুসন্ধান চালায় । ইয়েমনী কর্তৃপক্ষ ২০১০ সালে ইয়েমেনে একজন ফরাসী তেল শিল্প কর্মীকে হত্যার ঘটনার জন্য তার বিরুদ্ধে ‘বিদেশীদের বিরুদ্ধে হানাহানিতে ইন্ধন যোগানোর’ অভিযোগ করে।[5]

মৃত্যু

পূর্ব ইয়েমেনের মারিব প্রদেশে খাশিফ শহর থেকে পাঁচ মাইল দূরে মার্কিন ড্রোন হামলায় কয়েকজন সঙ্গী এবং তিনজন শিশুসহ আওলাকি নিহত হয়।[7]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

আরও পড়ুন

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.