জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি. তে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। ১৮২১ সালে একটি এক্টের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
প্রাক্তন নামসমূহ | কলম্বিয়ান কলেজ[১] Columbian University[২] |
---|---|
নীতিবাক্য | লাতিন: Deus Nobis Fiducia |
বাংলায় নীতিবাক্য | God is Our Trust[৩] |
ধরন | বেসরকারী |
স্থাপিত | ৯ ফেব্রুয়ারি ১৮২১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | CUWMA — NAICU — ORAU — SURA |
বৃত্তিদান | $১.৭৩ বিলিয়ন (২০১৭)[৪] |
সভাপতি | থোমাস লেব্লাংক |
প্রাধ্যক্ষ | ফরেস্ট মাল্টযম্যান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,৬৬৩ |
শিক্ষার্থী | ২৭,১৫৯ (২০১৬)[৫] |
স্নাতক | ১১,২৪৪ (২০১৬)[৫] |
স্নাতকোত্তর | ১৫,৪৮৬ (২০১৬)[৫] |
অন্যান্য শিক্ষার্থী | ৪২৯ (২০১৬)[৫] |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে (Foggy Bottom) Suburban (Mount Vernon and Virginia campuses) |
পোশাকের রঙ | বাদামি এবং নীল[৬] |
সংক্ষিপ্ত নাম | কলনিয়ালস |
ক্রীড়ার অধিভুক্তি | NCAA Division I – A-10 |
মাসকট | জর্জ [৭] |
ওয়েবসাইট | www |
প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এর নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টি ১৪ টি কলেজ এবং স্কুলের সমন্বয়ে গঠিত। সমগ্র কলম্বিয়ায় এটি সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৭১ টি বিভাগে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান করে। এখানে ১৩০ টি দেশেরও বেশি শিক্ষার্থী পড়াশুনা করে। স্নাতক পর্যায়ে প্রায় ১১০০০ শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ১৫৫০০ শিক্ষার্থী পড়াশুনা করে।[৮]
ইউ. এস. নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে ৬৩তম হয়। এছাড়া প্রিন্সটন রিভিউ, ইন্টার্নশিপের সুযোগের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়টিকে সবার প্রথমে স্থান দিয়েছে।[৯][১০] ২০১৫-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], এই বিশ্ববিদ্যালয়ের ১১০০ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ইউ. এস. ফরিন সার্ভিস ও নানা সামরিক বাহিনীতে চাকরি করছে।[১১]
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ৩ টি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে একটি হল ফগি বোটম ক্যাম্পাস, দ্যা মাউন্ট ভেরনন ক্যাম্পাস এবং ভার্জিনিয়া সাইন্স এন্ড টেকনোলজি ক্যাম্পাস। সবরকম প্রশাসনিক কার্যক্রম বিষয়াদি ফগি বোটম ক্যাম্পাসে পরিচালিত হয়। আর ছাত্রাবাসগুলো ফগি বোটম এবং মাউন্ট ভেরনন ক্যাম্পাসে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.