আবুল হাসান আলি ইবনুল হুসাইন ইবনে আলি মাসউদি (আরবি: أبو الحسن علي بن الحسين بن علي المسعودي অনুবাদ: আবু আল-হাসান ʿআলী ইবন আল-হুসেন ইবনে ʿআলী আল-মাসʿউদি) (জন্ম ৮৯৬ খ্রিষ্টাব্দ, বাগদাদ, মৃত্যু সেপ্টেম্বর ৯৫৬ খ্রিষ্টাব্দ, কায়রো, মিশর), ছিলেন একজন মুসলিম পরিব্রাজক,ইতিহাসবিদ, পদার্থবিজ্ঞানী এবং ভূগোলবিদ। তাকে অনেক সময় আরবের হেরোডোটাস হিসেবে উল্লেখ করা হয়।[1][2]

দ্রুত তথ্য মুসলিম পণ্ডিত আবুল হাসান আলী ইবনুল হুসাইন মাসউদি, উপাধি ...
মুসলিম পণ্ডিত
আবুল হাসান আলী ইবনুল হুসাইন মাসউদি
Thumb
মাসউদির ভাস্কর্য
উপাধিমাসউদি
জন্ম২৮২-২৮৩ হিজরি/ ৮৯৬ খৃষ্টাব্দ, বাগদাদ
মৃত্যুজুমা উল-সানি, ৩৪৫ হিজরি/ সেপ্টেম্বর ৯৫৬ খৃষ্টাব্দ, মিশর
যুগইসলামি স্বর্ণযুগ
মূল আগ্রহইতিহাস এবং ভূগোল
লক্ষণীয় কাজমুরুযুয যাবাব ওয়া মাআ'দিনুয যওহার (“স্বর্ণ উপত্যকা এবং রত্নগিরি ”) আত-তাম্বীহ ওয়াল-ইশরাফ ("সতর্কবাণী এবং পর্যালোচনা")
বন্ধ

ভূগোলশাস্ত্রে অবদান

আল-মাসুদী তার ঐতিহাসিক 'ভূগোল বিশ্বকোষ' -এ তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।  তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। পৃথিবীর আকার,আয়তন, গতি ও প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন। ভারত মহাসাগর, পারস্য সাগর, আরব সাগরের ঝড়ের অবস্থার কথা তিনি উল্লেখ করেন। ৯৫৫ খ্রিস্টাব্দে তিনি ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লিখেন।[3]

বিখ্যাত গ্রন্থ

১.মুরুজুজ জাহাব ওয়া মা'আদিনাল জাওয়াহির: এটি আল-মাসউদীর বিশ্ব বিখ্যাত ইতিহাস গ্রন্থ।৯৪৭ সাল পর্যন্ত বিশ্ব ইতিহাস তুলে ধরেন।

২.কিতাব আখবার উয জামান: ২য় বিখ্যাত গ্রন্থ ৩০ খন্ডে গ্রন্থটি হলেও নতুন এই গ্রন্থে সাথে "কিতাব আল আওসাত নামে একটি খন্ড সংযজিত হয়।

৩.কিতাবুত তামবিহ ও মিরাত উয জামান: মুসলিম অমুসলিম উভয় জাতির ইতিহাসসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বিবরণ দেন এই গ্রন্থ।[4]

মৃত্যু

আল-মাসুদী ৯৫৬ খ্রিস্টাব্দে মিশরে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.