পণ্ডিত
হিন্দু শাস্ত্র, ধর্ম বা দর্শনের শিক্ষক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হিন্দু শাস্ত্র, ধর্ম বা দর্শনের শিক্ষক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পণ্ডিত (সংস্কৃত: पण्डित) হলেন বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা হিন্দুধর্মের জ্ঞানের ক্ষেত্র যেমন বৈদিক শাস্ত্র, ধর্ম বা হিন্দু দর্শনের শিক্ষক।[১] ঔপনিবেশিক যুগের সাহিত্যে, শব্দটি সাধারণত হিন্দু আইনে বিশেষ ব্রাহ্মণদের বোঝায়।[২] বর্তমানে, শব্দটি সঙ্গীতের মতো অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞদের জন্য ব্যবহৃত হয়।[৩][৪]
উস্তাদ হল সঙ্গীতের অর্থে মুসলিম পুরুষের সমতুল্য উপাধি।[৫] হিন্দু নারীর সমতুল্য উপাধি বিদুষী,[৬][৭] পণ্ডিতা, বা পন্ডিতেন;[৮] তবে, শব্দগুলো বর্তমানে ব্যাপকভাবে ব্যবহার করা হয় না।[৯]
সংস্কৃত ভাষায়, পণ্ডিত বলতে সাধারণত বিশেষ জ্ঞানের সাথে যেকোন "জ্ঞানী, শিক্ষিত বা বিদ্বান ব্যক্তি" বোঝায়।[১০] শব্দটি পণ্ড (पण्ड्) থেকে এসেছে যার অর্থ "সংগ্রহ করা, স্তূপ করা", এবং এই মূলটি জ্ঞানের অর্থে ব্যবহৃত হয়।[১১] শব্দটি বৈদিক ও উত্তর-বৈদিক গ্রন্থে পাওয়া যায়, কিন্তু কোনো সমাজতাত্ত্বিক প্রসঙ্গ ছাড়াই।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.