এএফসি আয়াক্স
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমস্টারডাম্শ ফুটবল ক্লাব আয়াক্স (ওলন্দাজ উচ্চারণ: [ˈaːjɑks]; সাধারণত এএফসি আয়াক্স, আয়াক্স আমস্টারডাম অথবা শুধুমাত্র আয়াক্স নামে পরিচিত) হচ্ছে আমস্টারডাম ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লিগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯০০ সালের ১৮ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। পৌরাণিক গ্রিক বীর আয়াক্সের নামানুসারে এই ক্লাবের নামকরণ করা হয়। আয়াক্স তাদের সকল হোম ম্যাচ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫৪,৯৯০।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এরিক টেন হাখ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক এজিকেন। সার্বীয় মধ্যমাঠের খেলোয়াড় দুশান তাদিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | |||
পূর্ণ নাম | আমস্টারডাম্শ ফুটবল ক্লাব আয়াক্স | ||
---|---|---|---|
ডাকনাম | ডে গোডেনজোনেন (ঈশ্বরের পুত্র)[১][২] ডে জোডেন (ইহুদি) ই লান্সিয়েরি (বল্লমধারী অশ্বারোহী সৈনিক) লাকি আয়াক্স (ভাগ্যবান আয়াক্স) | ||
প্রতিষ্ঠিত | ১৮ মার্চ ১৯০০ | ||
মাঠ | ইয়োহান ক্রুইফ এরিনা | ||
ধারণক্ষমতা | ৫৪,৯৯০[৩] | ||
মালিক | এএফসি আয়াক্স এনভি (ইউরোনেক্সট: AJAX) | ||
সভাপতি | ফ্রাঙ্ক এজিকেন | ||
প্রধান কোচ | এরিক টেন হাখ | ||
লিগ | এরেডিভিজি | ||
২০১৯–২০ | ১ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
আয়াক্স নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের মধ্যে একটি, যারা প্রতিষ্ঠার পর থেকেই সাফল্য অর্জন করেতে শুরু করেছিল। ঘরোয়া ফুটবলে, আয়াক্স এপর্যন্ত ৬২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩৪টি এরেডিভিজি শিরোপা, ১৯টি কেএনভিবি কাপ শিরোপা এবং ৯টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আয়াক্স এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ১টি উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা, ১টি উয়েফা কাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি আন্তঃমহাদেশীয় কাপ শিরোপা রয়েছে।
ইতিহাস
আয়াক্স ক্লাবটি ১৯০০ সালের ১৮ মার্চ আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়। ১৯১১ সালে ক্লাবটি ওলন্দাজ ফুটবলের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ হয় এবং ১৯১৭ সালে নেদারল্যান্ডের জাতীয় কাপ কেএনভিবি বেকার জয় করে প্রথম বড় সফলতা লাভ করে। পরের মৌসুমে, আয়াক্স প্রথমবারের মত জাতীয় চ্যাম্পিয়ন হয়। ১৯১৮-১৯ মৌসুমে পুনরায় এই শিরোপা লাভ করে এবং নেদারল্যান্ডের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের একমাত্র দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[৪]
র্যাঙ্কিং
র্যাঙ্ক | দেশ | দল | পয়েন্ট |
---|---|---|---|
২৪ | ![]() |
এসিএফ ফিওরেন্তিনা | ৬৮.৬৬ |
২৫ | ![]() |
ডায়নামো কিয়েভ | ৬৭.৫২ |
২৬ | ![]() |
আয়াক্স | ৬৭.২১ |
২৭ | ![]() |
ভিয়ারিয়েল সি.এফ. | ৬৪.৯৪ |
২৮ | ![]() |
অলিম্পিয়াক্স ফুটবল ক্লাব | ৬৪.৫৮ |
২৫ মে, ২০১৭ পর্যন্ত।[৫]
তথ্যসূত্র
বহি:সংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.