এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে । এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

দ্রুত তথ্য ধরন, প্রতিষ্ঠাকাল ...
দ্য অ্যাসোসিয়েটেড প্রেস
ধরন অলাভজনক (cooperative)
প্রতিষ্ঠাকাল ১৮৪৬; ১৭৮ বছর আগে (1846)
নিউ ইয়র্ক সিটি
সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গটম কার্লি, সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
যে অঞ্চলসমূহে কাজ করেবিশ্বব্যাপী
শিল্পনিউজ মিডিয়া
যা উৎপাদন করেতার যোগাযোগ সার্ভিস
রাজস্ববৃদ্ধি ৬৫৪,১৮৬,০০০ মার্কিন ডলার (২০০৫)
মূল আয়বৃদ্ধি ১৭,৯৫৯,০০০ মার্কিন ডলার (২০০৫)
মোট আয়বৃদ্ধি ১৮,৫২৮,০০০ মার্কিন ডলার (২০০৫)
কর্মচারী ও কর্মকর্তা৩,৭০০
ওয়েবসাইটap.org
বন্ধ

২০০৫ এ ১৭০০ সংবাদপত্র ও ৫০০০ টেলিভিশন ও বেতার সংস্থা এপির সংগৃহিত তথ্য ব্যবহার করেছে। এপির ফটো লাইব্রেরিতে ১ কোটির ও বেশি ছবি আছে। বর্তমানে এপির ২৪২ টি ব্যুরোর মাধ্যমে ১২১টি দেশে সেবা দিচ্ছে।

ইতিহাস

Thumb
নিউইয়র্ক সিটির প্রাক্তন এপি ভবনের লোগো

অ্যাসোসিয়েটেড প্রেস ১৮৪৬ সালের মে মাসে [1] মেক্সিকান-আমেরিকান যুদ্ধের খবর প্রেরণের খরচ ভাগ করে নেওয়ার জন্য নিউইয়র্ক শহরের পাঁচটি দৈনিক সংবাদপত্র গঠিত হয়েছিল।[2] এই উদ্যোগের আয়োজন করেছিলেন মোজেস ইয়েল বিচ (1800–68), দি সান এর দ্বিতীয় প্রকাশক, এরপর নিউইয়র্ক হেরাল্ড, নিউইয়র্ক কুরিয়ার এন্ড এনকুইয়ার, দ্য জার্নাল অব কমার্স এবং নিউ ইয়র্ক ইভিনিং এক্সপ্রেস যোগ দিয়েছিল।[3]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.