Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
.ইট (ইংরেজি: .it) ইতালির জন্য প্রদত্ত ইন্টারনেট কাউন্ট্রি কোড টপ-লেভেল ডোমেন (সিসিটিএলডি)।
প্রস্তাবিত হয়েছে | ১৯৮৭ |
---|---|
টিএলডি ধরন | কাউন্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | ইট-নিক |
প্রস্তাবের উত্থাপক | আইআইটি-সিএনআর |
উদ্দেশ্যে ব্যবহার | অস্থিতের সঙ্গে সম্পর্কযুক্ত |
বর্তমান ব্যবহার | ইতালি মধ্যে খুব জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | রেজিস্টার করার জন্য ইইউ এর অধিবাসী হতে হবে।ডোমেন নাম অন্তত তিন অক্ষরের হওয়া আবশ্যক।[তথ্যসূত্র প্রয়োজন] |
কাঠামো | দ্বিতীয় পর্যায়ে নিবন্ধন অনুমোদিত হয়; কিছু দ্বিতীয় স্তরের নিচে তৃতীয় স্তরের নাম আছে, কিন্তু এইসব অনেক ব্যবহৃত হয় না |
নথিপত্র | কীভাবে রেজিস্টার করে |
বিতর্ক নীতিমালা | Dispute procedure |
ওয়েবসাইট | www.nic.it/ |
দ্বিতীয় স্তরের ডোমেইন পর্যাপ্ত সংরক্ষিত আছে, উদাহরণস্বরূপ, ডোমেন নামগুলো Italy.it বা অন্যান্য নামগুলি যেগুলি ইতালি ভৌগোলিক এলাকা নির্দেশক।[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.