২৯ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১০তম (অধিবর্ষে ২১১তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৫ দিন বাকি রয়েছে।
- ৮৬৯ - মুহম্মদ আল-মাহদী, মুসলমানদের দ্বাদশী শিয়া ইমাম। (মৃ. ৯৪১)
- ১৮৪১ - অঁরি ফেয়ল, ফরাসি খনি প্রকৌশলী ও খনির পরিচালক। (মৃ. ১৯২৫)
- ১৮৪৩ - ইয়োহানেস শ্মিট, জার্মান ভাষাবিজ্ঞানী। (মৃ. ১৯০১)
- ১৮৬৯ - বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার। (মৃ. ১৯৪৬)
- ১৮৮৩ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক। (মৃ.২৮/০৪/১৯৪৫)
- ১৮৮৮ - দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক । (মৃ.১২/০৫/১৯৪১)
- ১৮৯২ - উইলিয়াম পাওয়েল, মার্কিন অভিনেতা। (মৃ.১৯৮৪)
- ১৯০৪ - জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতীয় শিল্পপতি। (মৃ.২৯/১১/১৯৯৩)
- ১৯০৫ - দগ হামারহোল্ড, সুয়েডীয় কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক। (মৃ. ১৯৬১)
- ১৯৩৫ - সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশী অভিনেতা, ও আবৃত্তিকার।
- ১৯৫১ - রেজাউল বারী ডিনা, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৫৩ - অনুপ জালোটা ভজন ও গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক।
- ১৯৫৯ - সঞ্জয় দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- ২৩৮ - বালবিনাস, রোমান সম্রাট। (জ. ১৬৫)
- ২৩৮ - পুপিয়েনাস, রোমান সম্রাট। (জ. ১৭৮)
- ১০৯৯ - পোপ দ্বিতীয় আরবান।
- ১১০৮ - ফরাসী রাজা প্রথম ফিলিপ।
- ১৮৯০ - ভিনসেন্ট ভ্যান গখ, ওলন্দাজ চিত্রকর। (জ. ১৮৫৩)
- ১৮৯১ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। (জ.২৬/০৯/১৮২০)
- ১৯৬২ - রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ। (জ. ১৮৯০)
- ১৯৬৯ - আন্দলিব সাদানী, ফার্সি ও উর্দু ভাষার কবি, গল্পকার, গবেষক এবং সমালোচক। (জ. ১৯০৪)
- ১৯৮৩ - রেমন্ড ম্যাসি, কানাডীয়-মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (জ. ১৮৯৬)
- ১৯৮৩ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা। (জ. ১৯০০)
- ১৯৯৪ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১০)
- ১৯৯৬ - ভারতরত্ন অরুণা আসফ আলী ,ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী। (জ.১৬/০৭/১৯০৯)
- ১৯৯৬ - মার্সেল পল শোয়োতজেনবার্গার, ফরাসী গণিতবিদ।
- ১৯৯৮ - জেরোম রবিন্স, মার্কিন পরিচালক, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মঞ্চ প্রযোজক। (জ. ১৯১৮)
- ২০০৪ - প্রতিমা বন্দ্যোপাধ্যায় , বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী।(জ.২১/১২/১৯৩৪)
- ২০১৮ - রমাপদ চৌধুরী , বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার।(জ.২৮/১২/১৯২২)
উইকিমিডিয়া কমন্সে
২৯ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।