Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স (ফরাসি: Coupe d'Afrique des Nations 2021; যা সাধারণত এএফসিওএন ২০২১, সিএএন ২০২১ অথবা পৃষ্ঠপোষকজনিত কারণে টোটালএনার্জিস ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স[6] নামে পরিচিত) আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশন্সের ৩৩তম আসরের চূড়ান্ত পর্ব ছিল,[7] যেখানে আফ্রিকার ফুটবল সংস্থা ক্যাফের অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করেছে। এই আসরটি ২০২২ সালের ৯ই জানুয়ারি হতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্যামেরুনের ৬টি মাঠে অনুষ্ঠিত হয়েছে।[1][8]
কুপ দাফ্রিকে দে নেশন্স ২০২১ | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | ক্যামেরুন |
তারিখ | ৯ জানুয়ারি – ৬ ফেব্রুয়ারি ২০২২[1] |
দল | ২৪ |
মাঠ | ৬ (৫টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | সেনেগাল (১ম শিরোপা) |
রানার-আপ | মিশর |
তৃতীয় স্থান | ক্যামেরুন |
চতুর্থ স্থান | বুর্কিনা ফাসো |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৫২ |
গোল সংখ্যা | ১০০ (ম্যাচ প্রতি ১.৯২টি) |
শীর্ষ গোলদাতা | ভিনসেন্ট আবু বকর (৮টি গোল) |
সেরা খেলোয়াড় | সাদিও মানে[2] |
সেরা যুব খেলোয়াড় | ইসা কাবোরে[3] |
সেরা গোলরক্ষক | এদুয়ার মঁদি[4] |
ফেয়ার প্লে পুরস্কার | সেনেগাল[5] |
এই প্রতিযোগিতাটি মূলত ২০২১ সালের জুন হতে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের ১৫ই জানুয়ারি তারিখে ক্যাফ জানিয়েছিল যে, প্রতিকূল জলবায়ুর কারণে এই প্রতিযোগিতাটি এক বছর পিছিয়ে ২০২১ সালের ৯ই জানুয়ারি হতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।[9] অতঃপর ২০২০ সালের ৩০শে জুন তারিখে ক্যাফ জানিয়েছিল যে, আফ্রিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতাটি আরো এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে। তবে, ২০২২ সালে অনুষ্ঠিত হলেও এই আসরটি এখনও "২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স" নামেই অনুষ্ঠিত হয়েছে।[10]
আলজেরিয়া আফ্রিকা কাপ অব নেশন্সের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে ফাইনালে সেনেগালকে ১–০ গোলে ব্যবধারে পরাজিত করার মাধ্যমে দ্বিতীয় বারের মতো শিরোপা জয়লাভ করেছে।[11]
২০১৪ সালের ২৪শে জানুয়ারি তারিখে ক্যাফ নির্বাহী কমিটির সভার পর ঘোষণা করা হয়েছিল যে ২০২১ এই আসরের জন্য আনুষ্ঠানিকভাবে ৬টি দেশ আবেদন করেছে, যার মধ্যে ৩টি দেশের আবেদন বাতিল করা হয়েছে:[12]
দেশ | নির্বাচন প্রক্রিয়ায় অবস্থান |
---|---|
আলজেরিয়া | আবেদন গৃহীত |
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | আবেদন বাতিল |
গ্যাবন | আবেদন বাতিল |
গিনি | আবেদন গৃহীত |
কোত দিভোয়ার | আবেদন গৃহীত |
জাম্বিয়া | আবেদন বাতিল |
এই তালিকাটি ২০১৩ সালের নভেম্বর মাসে ক্যাফ কর্তৃক ঘোষিত আফ্রিকা কাপ অব নেশন্সের ২০১৯ এবং ২০২১ আসরদ্বয়ের জন্য স্বাগতিক দেশের নিলামের তালিকা থেকে আলাদা ছিল, যার মূল তালিকায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন এবং জাম্বিয়াও ছিল।[13] ৩টি আনুষ্ঠানিক দেশই ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনের জন্য নিলাম করেছিল।
স্বাগতিক দেশের সিদ্ধান্তটি ২০১৪ সালের শুরুর দিকে স্থগিত করা হয়েছিল, যেখানে নিলামে অংশগ্রহণকারী প্রতিটি দেশকে পরিদর্শন প্রতিনিধি দল গ্রহণের জন্য পর্যাপ্ত সময় হয়েছিল।[12] ক্যাফ নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত ভোটের পর, ২০১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে ক্যাফ ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আসরের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে: যার মধ্যে ২০১৯ সালের আসর ক্যামেরুনকে, ২০২১ সালের আসর কোত দিভোয়ারকে এবং ২০২৩ সালের আসরের দায়িত্ব গিনিকে প্রদান করা হয়েছে।[14]
২০১৮ সালের ৩০শে নভেম্বর তারিখে, ক্যাফ ক্যামেরুনকে ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন থেকে বঞ্চিত করেছিল।[15] তবে ক্যাফের তৎকালীন সভাপতি আহমদ আহমদ বলেছেন যে ক্যামেরুন ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে সম্মত হয়েছে। ফলশ্রুতিতে, ২০২১ সালের মূল আয়োজক কোত দিভোয়ার ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করবে এবং ২০২৩ সালের মূল আয়োজক গিনি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করবে।[16][17]
কোত দিভোয়ারের আবিজানে আইভোরীয় প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সাথে বৈঠকের পর ২০১৯ সালের ৩০শে জানুয়ারি তারিখে ক্যাফের তৎকালীন প্রেসিডেন্ট সময়সূচী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।[18]
এই আসরটি মূলত ২০২১ সালের ৯ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাছাইপর্বের গ্রুপ পর্বের প্রাথমিক পর্ব এবং দুটি ম্যাচদিন ২০১৯ সালের ৯ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। বাছাইপর্বের গ্রুপ পর্বের তৃতীয় ও চতুর্থ ম্যাচদিন, যা প্রাথমিকভাবে যথাক্রমে ২০২০ সালের ২৩শে থেকে ৩১শে মার্চ এবং ১লা থেকে ৯ই জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল (যা পরবর্তীতে স্থগিত করা হয়) এবং আফ্রিকায় কোভিড-১৯ এর মহামারী প্রাদুর্ভাবের কারণে বাছাইপর্বের সকল ম্যাচ পুনরায় নির্ধারণ করা হয়েছিল।[19]
২০২০ সালের ১৯শে জুন তারিখে, ক্যাফ জানিয়েছিল যে মহাদেশীয় প্রতিযোগিতা কখন পুনরায় শুরু হবে সে সম্পর্কে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, খেলা আয়োজনের ক্ষেত্রে ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের পাশাপাশি ২০১৯–২০ ক্যাফ চ্যাম্পিয়নস লীগ এবং ২০১৯–২০ ক্যাফ কনফেডারেশন কাপের সেমি-ফাইনাল, পূর্বে স্থগিত ২০২০ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ এবং ২০২০ আফ্রিকা নারী কাপ অব নেশন্সের জন্য নতুন সময়সূচীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।[20]
তবে ২০২০ সালের ৩০শে জুন তারিখে ক্যাফ "স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে" ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্সের পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছিল।[21] পরবর্তীকালে, অন্যান্য মহাদেশীয় প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানগুলো পুনরায় নির্ধারণ বা বাতিল করা হয়েছিল, যার মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের জন্য নতুন তারিখও ছিল, যা তখন ২০২১ সালের মার্চ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।[22] ২০২১ সালের ৩১শে মার্চ তারিখে নিশ্চিত করা হয়েছিল যে, চূড়ান্ত আসরটি তার মূল নির্ধারিত শুরুর তারিখের ঠিক এক বছর পরে ২০২২ সালের ৯ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।[1]
এই আসরে সর্বমোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। শুধুমাত্র স্বাগতিক দেশ (ক্যামেরুন) স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে, অন্য ২৩টি দল বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। এই আসরে, ২৪টি দলকে ৪টি দলের ৬টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপের দলগুলো একক রাউন্ড-রবিন পদ্ধতি একে অপরের মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং চারটি শীর্ষ তৃতীয় স্থানাধিকারী দল ১৬ দলের পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। ১৬ দলের পর্বে বিজয়ী দলগুলো কোয়ার্টার-ফাইনালে উন্নীত হয়েছে এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলগুলো সেমি-ফাইনালে উন্নীত হয়েছে। সেমি-ফাইনাল পরাজিত দলদ্বয় তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করেছে, অন্যদিকে সেমি-ফাইনালে বিজয়ী দলদ্বয় ফাইনালে অংশগ্রহণ করেছে।
দল | মাধ্যম | তারিখ | অংশগ্রহণ | সেরা সাফল্য | র্যাঙ্কিংয়ে অবস্থান (ডিসেম্বর ২০২১ অনুযায়ী) |
---|---|---|---|---|---|
ক্যামেরুন (স্বাগতিক) | গ্রুপ এফ চ্যাম্পিয়ন | ৮ জানুয়ারি ২০১৯ | ২০তম | চ্যাম্পিয়ন (১৯৮৪, ১৯৮৮, ২০০০, ২০০২, ২০১৭) | ৫০ |
সেনেগাল | গ্রুপ আই চ্যাম্পিয়ন | ১৫ নভেম্বর ২০২০ | ১৬তম | রানার-আপ (২০০২, ২০১৯) | ২০ |
আলজেরিয়া | গ্রুপ এইচ চ্যাম্পিয়ন | ১৬ নভেম্বর ২০২০ | ১৯তম | চ্যাম্পিয়ন (১৯৯০, ২০১৯) | ২৯ |
মালি | গ্রুপ এ চ্যাম্পিয়ন | ১৭ নভেম্বর ২০২০ | ১২তম | রানার-আপ (১৯৭২) | ৫৩ |
তিউনিসিয়া | গ্রুপ জে চ্যাম্পিয়ন | ১৭ নভেম্বর ২০২০ | ২০তম | চ্যাম্পিয়ন (২০০৪) | ৩০ |
বুর্কিনা ফাসো | গ্রুপ বি চ্যাম্পিয়ন | ২৪ মার্চ ২০২১ | ১২তম | রানার-আপ (২০১৩) | ৬০ |
গিনি | গ্রুপ এ রানার-আপ | ২৪ মার্চ ২০২১ | ১৩তম | রানার-আপ (১৯৭৬) | ৮১ |
কোমোরোস | গ্রুপ জি রানার-আপ | ২৫ মার্চ ২০২১ | ১ম | অভিষেক | ১৩২ |
গ্যাবন | গ্রুপ ডি রানার-আপ | ২৫ মার্চ ২০২১ | ৮ম | কোয়ার্টার-ফাইনাল (১৯৯৬, ২০১২) | ৮৯ |
গাম্বিয়া | গ্রুপ ডি চ্যাম্পিয়ন | ২৫ মার্চ ২০২১ | ১ম | অভিষেক | ১৫০ |
মিশর | গ্রুপ জি চ্যাম্পিয়ন | ২৫ মার্চ ২০২১ | ২৫তম | চ্যাম্পিয়ন (১৯৫৭, ১৯৫৯, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬, ২০০৮, ২০১০) | ৪৫ |
ঘানা | গ্রুপ সি চ্যাম্পিয়ন | ২৫ মার্চ ২০২১ | ২৩তম | চ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২) | ৫২ |
বিষুবীয় গিনি | গ্রুপ জে রানার-আপ | ২৫ মার্চ ২০২১ | ৩য় | চতুর্থ স্থান (২০১৫) | ১১৪ |
জিম্বাবুয়ে | গ্রুপ এইচ রানার-আপ | ২৫ মার্চ ২০২১ | ৫ম | গ্রুপ পর্ব (২০০৪, ২০০৬, ২০১৭, ২০১৯) | ১২১ |
কোত দিভোয়ার | গ্রুপ কে চ্যাম্পিয়ন | ২৬ মার্চ ২০২১ | ২৪তম | চ্যাম্পিয়ন (১৯৯২, ২০১৫) | ৫৬ |
মরক্কো | গ্রুপ ই চ্যাম্পিয়ন | ২৬ মার্চ ২০২১ | ১৮তম | চ্যাম্পিয়ন (১৯৭৬) | ২৮ |
নাইজেরিয়া | গ্রুপ এল চ্যাম্পিয়ন | ২৭ মার্চ ২০২১ | ১৯তম | চ্যাম্পিয়ন (১৯৮০, ১৯৯৪, ২০১৩) | ৩৬ |
সুদান | গ্রুপ সি রানার-আপ | ২৮ মার্চ ২০২১ | ৯ম | চ্যাম্পিয়ন (১৯৭০) | ১২৫ |
মালাউই | গ্রুপ বি রানার-আপ | ২৯ মার্চ ২০২১ | ৩য় | গ্রুপ পর্ব (১৯৮৪, ২০১০) | ১২৯ |
ইথিওপিয়া | গ্রুপ কে রানার-আপ | ৩০ মার্চ ২০২১ | ১১তম | চ্যাম্পিয়ন (১৯৬২) | ১৩৭ |
মৌরিতানিয়া | গ্রুপ ই রানার-আপ | ৩০ মার্চ ২০২১ | ২য় | গ্রুপ পর্ব (২০১৯) | ১০৩ |
গিনি-বিসাউ | গ্রুপ আই রানার-আপ | ৩০ মার্চ ২০২১ | ৩য় | গ্রুপ পর্ব (২০১৭, ২০১৯) | ১০৬ |
কাবু ভের্দি | গ্রুপ এফ রানার-আপ | ৩০ মার্চ ২০২১ | ৩য় | কোয়ার্টার-ফাইনাল (২০১৩) | ৭৩ |
সিয়েরা লিওন | গ্রুপ এল রানার-আপ | ১৫ জুন ২০২১ | ৩য় | গ্রুপ পর্ব (১৯৯৪, ১৯৯৬) | ১০৮ |
২০২১ সালে ক্যাফ এই আসরের জন্য সর্বমোট ২৫ জন রেফারি (কনকাকাফ হতে ২ জন), ৩৩ জন সহকারী রেফারি, ৮ জন ভিডিও সহকারী রেফারির (কনকাকাফ হতে ২ জন) নাম ঘোষণা করা হয়েছিল।[23]
দেশ | রেফারি | সহকারী রেফারি | ভিডিও সহকারী রেফারি |
---|---|---|---|
আলজেরিয়া | মুস্তফা গুরবাল | আব্দুল হক এতচিয়ালি মুকরান গুরারি |
লাহলু বিন ব্রাহাম মাহদি আবিদ শরিফ |
অ্যাঙ্গোলা | এলদের মার্তিন্স দে কারভালিয়ো | জেরসোন এমিলিয়ানো দোস সান্তোস | |
বতসোয়ানা | জশুয়া বোন্দো | ||
বুর্কিনা ফাসো | সেইদু তিয়ামা | ||
বুরুন্ডি | পাসিফিকে এনদাবিহাওয়েনিমানা | ||
ক্যামেরুন | ব্লেজ ইয়ুভেন এনগোয়া | এনগেগুয়ে এলভিস গায় নুপুয়ে কারিন আতেজাম্বং ফোমো |
|
চাদ | ইসা ইয়াইয়া | ||
কোমোরোস | সুলাইমান আল মাদিন | ||
জিবুতি | লিবান আবু রাজাক আহমদ | ||
মিশর | মাহমুদ আল বান্না আমিন ওমর |
তাহসিন আবু আল সাদাত আবু আল রিগাল মাহমুদ আহমদ হুসাম তাহা |
মাহমুদ আশুর |
ইথিওপিয়া | বামলাক তেসেমা ওয়েসা | ||
গাম্বিয়া | বাকারি গাসামা | ||
গিনি | সিদিবে সিদিকি | ||
ঘানা | দানিয়েল নি লারেয়া | ||
গুয়াতেমালা | মারিও এস্কোবার | ||
কেনিয়া | পিটার ওয়াওয়েরু | গিলবার্ট চেরুইয়ত | |
লেসোথো | সুরু ফাতসোয়ানে | ||
লিবিয়া | আত্তিয়া আম সাইদ | ||
মাদাগাস্কার | অঁদোফেত্রা রাকোতোজাওনা | লিওনেল আন্দ্রিয়ানান্তেনাইনা | |
মালি | বুবু ত্রাওরে | ||
মৌরিতানিয়া | বেইদা দাহানে | ||
মরিশাস | আহমদ ইমতিহাজ হিরালাল | ||
মরক্কো | রেদুয়ান জিয়াদ | মুস্তফা আকারকাদ লাহসিন আজকাউ জাকারিয়া ব্রিনসি জিরমুমি ফাতিহা |
সামির গাজ্জাজ আদিল জুরাক বুখরা কারবুবি |
মেক্সিকো | ফের্নান্দো গেরেরো | ||
মোজাম্বিক | আর্সেনিও মারিঙ্গুলা | ||
নাইজার | মাহামাদু ইয়াহিয়া | ||
নাইজেরিয়া | সামুয়েল পোয়াদুতাকাম | ||
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | জঁ জ্যাক এনদালা এনগাম্বো | অলিভার সাফারি | |
রুয়ান্ডা | সালিমা মুকানসাঙ্গা | ||
সেনেগাল | মাগেত এন'দিয়ায়ে ইসা সি |
জিব্রিল কামারা আল হাদি মালিক সাম্বা |
|
সেশেলস | বের্নার কামিল | জেমস ফ্রেদ্রিক এমিল | |
দক্ষিণ আফ্রিকা | ভিক্তোর গোমেস | জাখেলে থুসি সিওয়েলা | |
সুদান | ইব্রাহিম আব্দুল্লাহ মুহাম্মদ | ||
তিউনিসিয়া | সাদুক সালমি | হাসানি খলিল আনোয়ার হামিলা |
হাইতাম গুইরাত |
উগান্ডা | ডিক ওকেলো | ||
জাম্বিয়া | জানি সিকাজোয়ে |
মূলত এই আসরের চূড়ান্ত পর্বের ড্রটি ২০২১ সালের ২৫শে জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা ২০২১ সালের ১৭ই আগস্ট তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[1][24][25] ড্রয়ের পূর্বে ২৪টি দলকে ৬টি করে ৪টি পাত্রে বিভক্ত করা হয়েছিল।
|
|
|
|
আফ্রিকা কাপ অব নেশন্সের এই আসরটি ১৬ থেকে ২৪টি দলে সম্প্রসারিত হওয়ার সাথে সাথে ক্যামেরুনের পাঁচটি শহর জুড়ে কমপক্ষে ছয়টি মাঠে আয়োজন করা হবে বলে আশা করা হয়েছিল।[26] ম্যাচ আয়োজনের জন্য নির্বাচিত ছয়টি স্টেডিয়াম হলো রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়াম ও স্তাদ আহমাদু আহিজো, দুয়ালার জাপোমা স্টেডিয়াম, লিম্বের লিম্বে স্টেডিয়াম, বাফুসামের কুয়েকং স্টেডিয়াম এবং গারুয়ার রুমদে আজিয়া স্টেডিয়াম।[27] ইয়াউন্দের নবনির্মিত ৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ওলেম্বে স্টেডিয়ামে এই আসরের উদ্বোধনী এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।[28]
দুয়ালা | ইয়াউন্দে | |||
---|---|---|---|---|
জাপোমা স্টেডিয়াম | ওলেম্বে স্টেডিয়াম | স্তাদ আহমাদু আহিজো | ||
ধারণক্ষমতা: ৫০,০০০ | ধারণক্ষমতা: ৬০,০০০ | ধারণক্ষমতা: ৪২,৫০০০ | ||
গারুয়া | বাফুসাম | লিম্বে | ||
রুমদে আজিয়া স্টেডিয়াম | কুয়েকং স্টেডিয়াম | লিম্বে স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৩০,০০০ | ধারণক্ষমতা: ২০,০০০ | ধারণক্ষমতা: ২০,০০০ | ||
করোনাভাইরাস মহামারীর কারণে খেলোয়াড়দের বোঝা হ্রাস করার জন্য এবং একটি দলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে, দলের আকার ২৩ (আফ্রিকা কাপ অব নেশন্সের পূর্ববর্তী আসরগুলোতে ব্যবহৃত) থেকে বাড়িয়ে ২৮-এ করা হয়।[29] প্রত্যেক দল (যেখানে অবশ্যই তিনজন গোলরক্ষক অন্তর্ভুক্ত থাকতে হবে) এই আসরের উদ্বোধনী ম্যাচের পূর্বে তাদের চূড়ান্ত দল জমা দিতে হয়েছিল।
২০২১ সালে, ক্যাফ এই আসরের চূড়ান্ত পর্বের সময়সূচী ঘোষণা করেছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। অতঃপর উত্তীর্ণ দলগুলো কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনালে অংশগ্রহণ করেছে।
নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় পশ্চিম আফ্রিকার সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+১)।
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:[7]
টীকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ক্যামেরুন (H) | ৩ | ২ | ১ | ০ | ৭ | ৩ | +৪ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | বুর্কিনা ফাসো | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪[lower-alpha 1] | |
৩ | কাবু ভের্দি | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪[lower-alpha 1] | |
৪ | ইথিওপিয়া | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সেনেগাল | ৩ | ১ | ২ | ০ | ১ | ০ | +১ | ৫ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | গিনি | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪[lower-alpha 1] | |
৩ | মালাউই | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪[lower-alpha 1] | |
৪ | জিম্বাবুয়ে | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মরক্কো | ৩ | ২ | ১ | ০ | ৫ | ২ | +৩ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | গ্যাবন | ৩ | ১ | ২ | ০ | ৪ | ৩ | +১ | ৫ | |
৩ | কোমোরোস | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৫ | −২ | ৩ | |
৪ | ঘানা | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | −১ | ১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | নাইজেরিয়া | ৩ | ৩ | ০ | ০ | ৬ | ১ | +৫ | ৯ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | মিশর | ৩ | ২ | ০ | ১ | ২ | ১ | +১ | ৬ | |
৩ | সুদান | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ | |
৪ | গিনি-বিসাউ | ৩ | ০ | ১ | ২ | ০ | ৩ | −৩ | ১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কোত দিভোয়ার | ৩ | ২ | ১ | ০ | ৬ | ৩ | +৩ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | বিষুবীয় গিনি | ৩ | ২ | ০ | ১ | ২ | ১ | +১ | ৬ | |
৩ | সিয়েরা লিওন | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ | |
৪ | আলজেরিয়া | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মালি | ৭ | ২ | ১ | ৪ | ১ | ০ | +১ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | গাম্বিয়া | ৩ | ২ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৭ | |
৩ | তিউনিসিয়া | ৩ | ১ | ০ | ২ | ৪ | ২ | +২ | ৩ | |
৪ | মৌরিতানিয়া | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৭ | −৭ | ০ |
অব | গ্রুপ | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | এ | কাবু ভের্দি | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | বি | মালাউই | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪ | |
৩ | এফ | তিউনিসিয়া | ৩ | ১ | ০ | ২ | ৪ | ২ | +২ | ৩ | |
৪ | সি | কোমোরোস | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৫ | −২ | ৩ | |
৫ | ই | সিয়েরা লিওন | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ | |
৬ | ডি | সুদান | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ |
নকআউট পর্বে, একটি ম্যাচের ফলাফল যদি পূর্ণ ৯০ মিনিট পর সমতায় থাকে তবে অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়েছে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হয়েছে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।[30]
১৬ দলের পর্ব | কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||||||
২৩ জানুয়ারি – লিম্বে | ||||||||||||||
বুর্কিনা ফাসো (পে.) | ১ (৭) | |||||||||||||
২৯ জানুয়ারি – গারুয়া | ||||||||||||||
গ্যাবন | ১ (৬) | |||||||||||||
বুর্কিনা ফাসো | ১ | |||||||||||||
২৩ জানুয়ারি – গারুয়া | ||||||||||||||
তিউনিসিয়া | ০ | |||||||||||||
নাইজেরিয়া | ০ | |||||||||||||
২ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) | ||||||||||||||
তিউনিসিয়া | ১ | |||||||||||||
বুর্কিনা ফাসো | ১ | |||||||||||||
২৫ জানুয়ারি – বাফুসাম | ||||||||||||||
সেনেগাল | ৩ | |||||||||||||
সেনেগাল | ২ | |||||||||||||
৩০ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) | ||||||||||||||
কাবু ভের্দি | ০ | |||||||||||||
সেনেগাল | ৩ | |||||||||||||
২৬ জানুয়ারি – লিম্বে | ||||||||||||||
বিষুবীয় গিনি | ১ | |||||||||||||
মালি | ০ (৫) | |||||||||||||
৬ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে) | ||||||||||||||
বিষুবীয় গিনি (পে.) | ০ (৬) | |||||||||||||
সেনেগাল (পে.) | ০ (৪) | |||||||||||||
২৪ জানুয়ারি – বাফুসাম | ||||||||||||||
মিশর | ০ (২) | |||||||||||||
গিনি | ০ | |||||||||||||
২৯ জানুয়ারি – দুয়ালা | ||||||||||||||
গাম্বিয়া | ১ | |||||||||||||
গাম্বিয়া | ০ | |||||||||||||
২৪ জানুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে) | ||||||||||||||
ক্যামেরুন | ২ | |||||||||||||
ক্যামেরুন | ২ | |||||||||||||
৩ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে) | ||||||||||||||
কোমোরোস | ১ | |||||||||||||
ক্যামেরুন | ০ (১) | |||||||||||||
২৬ জানুয়ারি – দুয়ালা | ||||||||||||||
মিশর (পে.) | ০ (৩) | তৃতীয় স্থান নির্ধারণী | ||||||||||||
কোত দিভোয়ার | ০ (৪) | |||||||||||||
৩০ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) | ৬ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) | |||||||||||||
মিশর (পে.) | ০ (৫) | |||||||||||||
মিশর (অ.স.প.) | ২ | বুর্কিনা ফাসো | ৩ (৩) | |||||||||||
২৫ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) | ||||||||||||||
মরক্কো | ১ | ক্যামেরুন (পে.) | ৩ (৫) | |||||||||||
মরক্কো | ২ | |||||||||||||
মালাউই | ১ | |||||||||||||
অব. | দল | গ | খেলা | জ | ড্র | হা | পয়েন্ট | স্বগো | বিগো | গোপা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সেনেগাল | বি | ৭ | ৫ | ২ | ০ | ১৭ | ৯ | ২ | +৭ |
২ | মিশর | ডি | ৭ | ৫ | ০ | ২ | ১৫ | ৪ | ২ | +২ |
৩ | ক্যামেরুন | এ | ৭ | ৫ | ১ | ১ | ১৬ | ১৪ | ৭ | +৭ |
৪ | বুর্কিনা ফাসো | এ | ৭ | ৩ | ১ | ৩ | ১০ | ৯ | ১০ | -১ |
কোয়ার্টার-ফাইনালে বিদায় | ||||||||||
৫ | মরক্কো | সি | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৮ | ৫ | +৩ |
৬ | গাম্বিয়া | এফ | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৪ | ৩ | +১ |
৭ | বিষুবীয় গিনি | ই | ৫ | ২ | ১ | ২ | ৭ | ৩ | ৪ | -১ |
৮ | তিউনিসিয়া | এফ | ৫ | ২ | ০ | ৩ | ৬ | ৫ | ৩ | +২ |
১৬ দলের পর্বে বিদায় | ||||||||||
৯ | নাইজেরিয়া | ডি | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ৬ | ২ | +৪ |
১০ | কোত দিভোয়ার | ই | ৪ | ২ | ২ | ০ | ৮ | ৬ | ৩ | +৩ |
১১ | মালি | এফ | ৪ | ২ | ২ | ০ | ৮ | ৪ | ১ | +৩ |
১২ | গ্যাবন | সি | ৪ | ১ | ৩ | ০ | ৬ | ৫ | ৪ | +১ |
১৩ | মালাউই | বি | ৪ | ১ | ১ | ২ | ৪ | ৩ | ৪ | -১ |
১৪ | গিনি | বি | ৪ | ১ | ১ | ২ | ৪ | ২ | ৩ | -১ |
১৫ | কাবু ভের্দি | এ | ৪ | ১ | ১ | ২ | ৪ | ২ | ৪ | -২ |
১৬ | কোমোরোস | সি | ৪ | ১ | ০ | ৩ | ৩ | ৪ | ৭ | -৩ |
গ্রুপ পর্বে বিদায় | ||||||||||
১৭ | জিম্বাবুয়ে | বি | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৩ | ৪ | -১ |
১৮ | সিয়েরা লিওন | ই | ৩ | ০ | ২ | ১ | ২ | ২ | ৩ | -১ |
১৯ | ঘানা | সি | ৩ | ০ | ১ | ২ | ১ | ৩ | ৫ | -২ |
২০ | সুদান | ডি | ৩ | ০ | ১ | ২ | ১ | ১ | ৪ | -৩ |
২১ | আলজেরিয়া | ই | ৩ | ০ | ১ | ২ | ১ | ১ | ৪ | -৩ |
২২ | গিনি-বিসাউ | ডি | ৩ | ০ | ১ | ২ | ১ | ০ | ৩ | -৩ |
২৩ | ইথিওপিয়া | এ | ৩ | ০ | ১ | ২ | ১ | ২ | ৬ | -৪ |
২৪ | মৌরিতানিয়া | এফ | ৩ | ০ | ০ | ৩ | ০ | ০ | ৭ | -৭ |
আফ্রিকা কাপ অব নেশন্সের এই আসরের সম্প্রচারকের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:[31]
অঞ্চল | সম্প্রচারক | সূত্র |
---|---|---|
আলজেরিয়া | আলজেরীয় টিভি১ | [32] |
ক্যামেরুন | সিআরটিভি | [33] |
ফ্রান্স | বিইন স্পোর্টস | [31] |
জার্মানি | স্পোর্টডিজিটাল | [31] |
ইতালি | ডিসকভারি চ্যানেল | [31] |
যুক্তরাজ্য | বিবিসি স্কাই ইউকে |
[31] |
সাব-সাহারান আফ্রিকা | ক্যানাল+ স্টারটাইমস স্পোর্টস সুপারস্পোর্ট |
[31] |
উত্তর এবং মধ্য পূর্ব আফ্রিকা | বিইন স্পোর্টস | [31] |
এশিয়া-প্যাসিফিক | ||
উত্তর আমেরিকা | ||
দক্ষিণ আমেরিকা | ইএসপিএন | [31] |
মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল | ||
উত্তর ইউরোপ | এনইএনটি গ্রুপ | [31] |
পূর্ব ইউরোপ | স্পোর্ট ক্লুব | [31] |
বিশ্বব্যাপী | ক্যাফ টিভি (ইউটিউব) | [31] |
২০২১ সালের ২৩শে নভেম্বর সালে ক্যাফ টঘু নামে এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল উন্মোচন করেছে। এটি ইংরেজ ফুটবল সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমব্রো তৈরি করেছে।[34]
২০২১ সালের ১৭ই মে তারিখে ইয়াউন্দেতে চলাকালীন একটি অনুষ্ঠানে এই আসরের মাস্কট "মোলা" উন্মোচন করা হয়েছে। সিংহরুপী এই মাস্কটটি ক্যামেরুন দলের ঘরের মাঠে পরিহিত জার্সিটি পরিধান করে। উক্ত জার্সির উপরে এবং নিচে "২০২১" এর পাশাপাশি "ক্যামেরুন" উল্লেখ রয়েছে।[35]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.