Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারত সফর করে।[১][২][৩] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৪] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[৫][৬]
২০২১–২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | নিউজিল্যান্ড | ||
তারিখ | ১৭ নভেম্বর ২০২১ – ৭ ডিসেম্বর ২০২১ | ||
অধিনায়ক |
বিরাট কোহলি[টীকা ১] (টেস্ট) রোহিত শর্মা (টি২০আই) |
কেন উইলিয়ামসন[টীকা ২] (টেস্ট) টিম সাউদি[টীকা ৩] (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মায়াঙ্ক আগরওয়াল (২৪২) | টম ল্যাথাম (১৬৩) | |
সর্বাধিক উইকেট | রবিচন্দ্রন অশ্বিন (১৪) | এজাজ প্যাটেল (১৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রবিচন্দ্রন অশ্বিন (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | রোহিত শর্মা (১৫৯) | মার্টিন গাপটিল (১৫২) | |
সর্বাধিক উইকেট |
হর্ষল প্যাটেল (৪) অক্ষর প্যাটেল (৪) |
টিম সাউদি (৪) মিচেল স্যান্টনার (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোহিত শর্মা (ভারত) |
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি টুর্নামেন্ট শেষে ভারতের টি২০আই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দেন।[৭] ২০২১ সালের নভেম্বর মাসে বিসিসিআই রোহিত শর্মাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ভারতের টি২০আই অধিনায়ক হিসেবে ঘোষণা করে।[৮] অজিঙ্কা রাহানেকে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা করা হয়।[৯][১০] টি২০আই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা দেয় যে কেন উইলিয়ামসন টেস্ট ম্যাচের প্রস্তুতির দিকে মনোযোগ দেয়ার জন্য টি২০আই দল থেকে সরে দাঁড়িয়েছেন।[১১] টিম সাউদিকে প্রথম টি২০আই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[১২]
টি২০আই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[১৩] দুই টেস্টের প্রথমটি ড্র হয়।[১৪][১৫] দ্বিতীয় টেস্টে ভারত জয়লাভ করে ও ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।[১৬]
ভারত | নিউজিল্যান্ড | ||
---|---|---|---|
টেস্ট[১৭] | টি২০আই[১৮] | টেস্ট[১৯] | টি২০আই[২০] |
|
অ্যাডাম মিলনাকে চোটের বদলি হিসেবে নিউজিল্যান্ডের টি২০আই দলে রাখা হয়।[২১] কলিন দ্য গ্রন্ডহোম ও ট্রেন্ট বোল্ট বুদ্বুদজনিত ক্লান্তির কারণে নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।[২২] ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হাতে চোট পাওয়ায় ডেভন কনওয়ে নিউজিল্যান্ডের টেস্ট ও টি২০আই দল থেকে ছিটকে যান।[২৩] তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের টেস্ট দলে ড্যারিল মিচেলকে নেয়া হয়।[২৪] প্রথম টি২০আই ম্যাচ শুরুর দিনে কাইল জেমিসন টেস্ট সিরিজের প্রতি মনোযোগ দেয়ার জন্য টি২০আই সিরিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[২৫] লোকেশ রাহুল চোটের কারণে ভারতের টেস্ট দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে সূর্যকুমার যাদবকে দলে নেয়া হয়।[২৬][২৭]
ব |
||
২৫–২৯ নভেম্বর ২০২১ স্কোরকার্ড |
ব |
||
৩–৭ ডিসেম্বর ২০২১ স্কোরকার্ড |
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.