২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ একটি ক্রিকেট প্রতিযোগিতা, যা আগস্ট ২০১৯ এ স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়।[] এটি ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক (ওডিআই) খেলার সূচী অনুযায়ী একটি ত্রি-দেশীয় সিরিজ।[] সবগুলো খেলাই হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ প্রতিযোগিতার অংশ,[] যা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাছাইপর্বের একটি কাঠামোর অংশ।[][] ওমান ও স্কটল্যান্ড উভয়দলের সমান সংখ্যক জয় নিয়ে পয়েন্টের বিচারে সমতা হয়ে যায়, ফলে নেট রান রেট এর বিচারে স্কটল্যান্ড সিরিজে জয় লাভ করে।

দ্রুত তথ্য ২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ, তারিখ ...
২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ
২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর অংশ
তারিখ১৪–২১ আগস্ট ২০১৯
স্থানস্কটল্যান্ড
ফলাফল স্কটল্যান্ড সিরিজ জয় লাভ করে
দলসমূহ
 ওমান  পাপুয়া নিউগিনি  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ আসাদ ভালা কাইল কোয়েতজার
সর্বাধিক রান
আকিব ইলিয়াস (২১০) টনি উরা (১৩৪) কাইল কোয়েতজার (২১৪)
সর্বাধিক উইকেট
খাওয়ার আলী (৯) নোসাইনা পোকানা (৬)
আসাদ ভালা (৬)
হামজা তাহির (১০)
বন্ধ

সূচীর প্রথম খেলায় ওমান, পাপুয়া নিউ গিনিকে ৪ উইকেটে হারিয়ে ওডিআইয়ে তাদের প্রথম জয় তুলে নেয়।[] আয়োজক স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় খেলায়ও ওমান বিজয়ী হয়।[] পরের খেলায় স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেট হারিয়ে,[] অধিনায়ক কাইল কোয়েতজার ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে জয়ী হয়।[] চতুর্থ খেলায় স্কটল্যান্ড ওমানকে ৮৫ রানে পরাজিত করে।[১০] স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার ৫ম খেলাটি স্থানীয় ক্যান্সার চ্যারিটির ফান্ড প্রবৃদ্ধির জন্য ব্যবহার করা হয়,[১১] এবং স্কটল্যান্ড ম্যাচটি ৩৮ রানে জিতে সিরিজে তাদের তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ চলে আসে।.[১২] ৬ষ্ঠ ও শেষ ম্যাচটিতে ওমান জয় লাভ করলেও নেট রান রেট এর কারণে স্কটল্যান্ডের পিছে পড়ে যায়।

দলীয় সদস্য

আরও তথ্য ওমান, পাপুয়া নিউগিনি ...
 ওমান[১৩]  পাপুয়া নিউগিনি[১৪]  স্কটল্যান্ড[১৫]
বন্ধ

পয়েন্ট টেবিল

আরও তথ্য অব, দল ...
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 স্কটল্যান্ড (H) +০.৫৫৬
 ওমান −০.২৩৪
 পাপুয়া নিউগিনি −০.৩২৯
বন্ধ
২১ আগস্ট ২০১৯ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ক্রিকইনফো
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই করা দলগুলির মধ্যে ফলাফল;
(H) স্বাগতিক।

সময়সূচী

১ম ওডিআই

১৪ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২২৯/৮ (৫০ ওভার)
 ওমান
২৩৪/৬ (৪৯.১ ওভার)
টনি উরা ৫৪ (৬৩)
জিশান মাকসুদ ৩/৩৫ (১০ ওভার)
সন্দীপ গোদ ৬৭* (৭২)
চার্লস আমিনি ২/৪৯ (১০ ওভার)
ওমান ৪ উইকেটে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: আলেক্স ডাউডলস (স্কটল্যান্ড) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দীপ গোদ (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জয় ওদেদ্রা (ওমান) ও গাউদি টকা (পাপুয়া নিউগিনি) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

১৫ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৮ (৪৪.৪ ওভার)
 ওমান
১৬৯/২ (৪৫.১ ওভার)
খাওয়ার আলী ৭৯* (১৪০)
আদ্রিয়ান নেইল ১/২৪ (৯.১ ওভার)
ওমান ৮ উইকেটে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: রোল্যান্ড ব্লাক (আয়ারল্যান্ড) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: খাওয়ার আলী (ওমান)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আদ্রিয়ান নেইল (স্কটল্যান্ড) ও আমির কালিম (ওমান) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

১৭ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২০৫/৯ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২০৭/৭ (৪৮.৫ ওভার)
টনি উরা ৪৬ (৪৭)
হামজা তাহির ৪/৩৭ (১০ ওভার)
কাইল কোয়েতজার ৯৬ (১২৩)
নোসাইনা পোকানা ৩/২৫ (৭.৫ ওভার)
স্কটল্যান্ড ৩ উইকেটে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: রোনাল্ড ব্লাক (আয়ারল্যান্ড) ও আলান হ্যাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইল কোয়েতজার (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গ্যাভিন মেইনহামজা তাহির (স্কটল্যান্ড) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।

৪র্থ ওডিআই

১৮ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২২৩/৭ (৫০ ওভার)
 ওমান
১৩৮ (৩৮.২ ওভার)
রিচি বেরিংটন ৬৮ (৮৭)
খাওয়ার আলী ২/৩৫ (৯ ওভার)
আকিব ইলিয়াস ৪৫ (৫৮)
হামজা তাহির ৫/৩৮ (৯.২ ওভার)
স্কটল্যান্ড ৮৫ রানে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: অ্যালান হেগো (স্কটল্যান্ড) এবং রলি ব্লাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামজা তাহির (স্কটল্যান্ড)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অজয় লালচেতা (ওমান) তার ওডিআই অভিষেক হয়।
  • ক্যালাম ম্যাকলিওড (স্কটল্যান্ড) একদিনের আন্তর্জাতিকে ২,০০০ রানের মাইলফলক স্পর্শ করে।[১৬]
  • হামজা তাহির (স্কটল্যান্ড) তার ক্যারিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেট লাভ করে।[১৭]

৫ম ওডিআই

২০ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৪২/৭ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২০৪/৯ (৫০ ওভার)
রিচি বেরিংটন ৮১ (৬৪)
আসাদ ভালা ২/৩৯ (৯ ওভার)
আসাদ ভালা ৪৮ (৯০)
মার্ক ওয়াট ২/৪৩ (১০ ওভার)
স্কটল্যান্ড ৩৮ রানে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: রোল্যান্ড ব্লাক (আয়ারল্যান্ড) ও অ্যালেক্স ডাউডলস (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচি বেরিংটন (স্কটল্যান্ড)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্স ডাউডলস (স্কটল্যান্ড) তার ২৫০তম আন্তর্জাতিক খেলায় আম্পায়ারিং করেন।[১৮]

৬ষ্ঠ ওডিআই

২১ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২০৬/৯ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২০৭/৬ (৪৭.৪ ওভার)
টনি উরা ৩৪ (৩৯)
জয় ওদেদ্রা ৪/৩৪ (১০ ওভার)
আকিব ইলিয়াস ৬৩ (৭৬)
চার্লস আমিনি ৩/৩৯ (১০ ওভার)
ওমান ৪ উইকেটে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: আলেক্স ডউডলস (স্কটল্যান্ড) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আকিব ইলিয়াস (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.