Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৮ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ এইচ পর্বের খেলা ২০১৮ সালের ১৯ থেকে ২৮ জুন অনুষ্ঠিত হবে।[1] এই গ্রুপে অংশগ্রহণ করছে পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া এবং জাপান। পয়েন্ট তালিকায় প্রথম দুই দল পরবর্তী ১৬ দলের পর্বে অগ্রসর হবে।[2]
ড্র অবস্থান | দল | পট | কনফেডারেশন | বাছাইয়ের পদ্ধতি |
যোগ্যতা অর্জনের তারিখ |
বিশ্বকাপে সর্বমোট অংশগ্রহণ |
সর্বশেষ অংশগ্রহণ |
সর্বোচ্চ সাফল্য |
ফিফা র্যাঙ্কিং | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
অক্টোবর ২০১৭[টীকা 1] | জুন ২০১৮ | |||||||||
এইচ১ | পোল্যান্ড | ১ | উয়েফা | উয়েফা গ্রুপ ই এর চ্যাম্পিয়ন | ৮ অক্টোবর, ২০১৭ | ৮ম | ২০০৬ | তৃতীয় অবস্থান (১৯৭৪, ১৯৮২) | ৬ | ৮ |
এইচ২ | সেনেগাল | ৩ | ক্যাফ | ক্যাফ তৃতীয় পর্বে গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন | ১০ নভেম্বর, ২০১৭ | ২য় | ২০০২ | কোয়ার্টার ফাইনাল (২০০২) | ৩২ | ২৭ |
এইচ৩ | কলম্বিয়া | ২ | কনমেবল | কনমেবল রাউন্ড রবিন পর্বে চতুর্থ অবস্থান | ১০ অক্টোবর, ২০১৭ | ৬ষ্ঠ | ২০১৪ | কোয়ার্টার ফাইনাল (২০১৪) | ১৩ | ১৬ |
এইচ৪ | জাপান | ৪ | এএফসি | এএফসি তৃতীয় পর্বে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন | ৩১ আগস্ট, ২০১৭ | ৬ষ্ঠ | ২০১৪ | ১৬ দলের পর্ব (২০০২, ২০১০) | ৪৪ | ৬১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কলম্বিয়া | ৩ | ২ | ০ | ১ | ৫ | ২ | +৩ | ৬ | নকআউট পর্বে উন্নীত |
২ | জাপান | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | ০ | ৪[lower-alpha 1] | |
৩ | সেনেগাল | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | ০ | ৪[lower-alpha 1] | |
৪ | পোল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ২ | ৫ | −৩ | ৩ |
১৬ দলের পর্বে:
খেলার সময়সূচী স্থানীয় সময় অনুযায়ী দেয়া হয়েছে।[1]
এই দুই দলের পূর্বে ৩ বার দেখা হয়েছে, যার মধ্যে সম্প্রতি ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয়, যেখানে কলম্বিয়া ৪–১ জয়লাভ করে।[3]
এই বিজয়ের মাধ্যমে জাপান ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম এএফসি অঞ্চলের দল হিসেবে কনমেবল অঞ্চলের দলের বিরুদ্ধে জয়লাভ করে। জাপানের জন্য, বিশ্বকাপে কনমেবল অঞ্চলের বিরুদ্ধে জয় এক ঐতিহাসিক জয়।
কলম্বিয়া[5]
|
জাপান[5]
|
|
|
Man of the Match:
Assistant referees:[5]
|
সেনেগাল[12]
|
কলম্বিয়া[12]
|
|
|
Man of the Match:
Assistant referees:[12]
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.