সামারা
রাশিয়ার শহর, ভোলগা নদীর তীরে সামারা ওবলাস্তে অবস্থিত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাশিয়ার শহর, ভোলগা নদীর তীরে সামারা ওবলাস্তে অবস্থিত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সামারা (রুশ: Сама́ра), যা ১৯৩৫-১৯৯১ সময়কালে কুইবিশেভ Куйбышев) নামে পরিচিত ছিল, পশ্চিম রাশিয়ার সামারা ওবলাস্তের (প্রশাসনিক অঞ্চল) দক্ষিণ-মধ্য অংশে অবস্থিত একটি নগরী ও আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র। শহরটিকে ১৫৮৬ সালে ভোলগার বাণিজ্যপথ সুরক্ষিত করার উদ্দেশ্যে একটি দুর্গশহর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। শীঘ্রই এটি একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এবং এটিকে আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্রের মর্যাদা দেওয়া হয়।
সামারা Самара | |
---|---|
শহর[1] | |
লুয়া ত্রুটি: ।সামারার অবস্থান | |
স্থানাঙ্ক: ৫৩°১২′১০″ উত্তর ৫০°০৮′২৭″ পূর্ব | |
দেশ | রাশিয়া |
ফেডারেল বিষয় | Samara Oblast[2] |
প্রতিষ্ঠাকাল | 1586[3] |
শহর অবস্থা | 1688[4] |
সরকার | |
• শাসক | Samara City Council[5] |
• মেয়র[6] | Elena Lapushkina[6] |
আয়তন[7] | |
• মোট | ৫৪১.৩৮২ বর্গকিমি (২০৯.০২৯ বর্গমাইল) |
উচ্চতা | ১০০ মিটার (৩০০ ফুট) |
জনসংখ্যা (২০১০ আদমশুমারি)[8] | |
• মোট | ১১,৬৪,৬৮৫ |
• আনুমানিক (2018)[9] | ১১,৬৩,৩৯৯ (−০.১%) |
• ক্রম | ২০১০ এ 6th |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
প্রশাসনিক অবস্থা | |
• অধীনস্ত | city of oblast significance of Samara[2] |
• রাজধানী | সামারা অব্ল্যাস্ট[2], Volzhsky District[1] |
পৌরসভা অবস্থা | |
• শহুরে জেলা | Samara Urban Okrug[10] |
• রাজধানী | Samara Urban Okrug[10], Volzhsky Municipal District[11] |
সময় অঞ্চল | সামারা সময় [12] (ইউটিসি+4) |
ডাক কোড[13] | 443XXX |
ডায়ালিং কোড | +৭ 846[14] |
যমজ শহর | স্টারা জাগোরা, স্টুটগার্ট, কাপার, পালের্মো, সেন্ট লুইস, কালিনিনগ্রাদ, গোমেল, সমরকন্দ, আকতাউ |
OKTMO আইডি | 36701000001 |
ওয়েবসাইট | city |
১৯৩৫ সালে একজন প্রভাবশালী বলশেভিক নেতা ভালেরিয়ান ভ্লাদিমিরোভিচ কুইবিশেভের নামানুসারে নগরীটির নতুন নাম দেওয়া হয় কুইবিশেভ। ২য় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত ছিল বলে শহরটির কোন ক্ষয়ক্ষতি হয়নি, বরং জার্মানির আক্রমণের প্রেক্ষিতে মস্কোতে অবস্থিত সরকারের বহু কার্যালয় এই শহরটিতে স্থানান্তরিত করা হয়, ফলে শহরটির উত্তরোত্তর উন্নতি ঘটে। যুদ্ধ-পরবর্তী যুগে ভোলগা-উরাল অঞ্চলে খনিজ তেলের সন্ধান পাওয়া গেলে শহরটির উন্নয়ন অব্যাহত থাকে। ১৯৯১ সালে সাম্যবাদী শাসনের অবসানের পর শহরের নাম বদলে আবার সামারা রাখা হয়।
শহরটি ভোলগা নদীর পূর্ব তীরে, ভোলগা ও সামারা নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত।
বর্তমানে সামারা রাশিয়ার বৃহত্তম শিল্পকেন্দ্রিক শহরগুলির একটি। খনিজ তেল পরিশোধন এবং তৈলরাসায়নিক দ্রব্য উৎপাদন এখানকার প্রধান শিল্প (মূলত নোভোকুইবিশেভস্ক উপশহরে)। শহরটি অনেকগুলি তেলপরিবাহী নালিকার আন্তর্জালের কেন্দ্রে অবস্থিত। এখানে অনেক বিশালাকার প্রকৌশলনির্ভর কারখানা আছে, যেখানে পেট্রোলিয়াম শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ, যন্ত্র, বল বিয়ারিং, তার এবং সূক্ষ্ম ও নিখুঁত যান্ত্রিক সরঞ্জাম তৈরি করা হয়। এছাড়া নির্মাণসামগ্রী ও ভোক্তাপণ্যেরও বহু শিল্প শহরটিতে জায়গা করে নিয়েছে। ১৯৫৭ সালে শহর থেকে কয়েক কিলোমিটার উজানে জিগুলিভস্ক লোকালয়ে স্থাপিতি জলবিদ্যুৎ কেন্দ্রটি সামারা শহরের বিদ্যুৎশক্তির মূল উৎস। সামারা শহরকে অনেকগুলি শিল্পকেন্দ্রিক ও আবাসিক শহরতলী ও উপশহর বৃত্তের মত ঘিরে আছে। বৃহত্তর সামারা অঞ্চলটিতে প্রায় ৩০ লক্ষ লোকের বাস। ভোলগার সুবাদে সামারায় জাহাজভিত্তিক নৌপরিবহনের সুব্যবস্থা আছে। এছাড়া এটি রেলপথের মাধ্যমে রাশিয়ার ইউরোপীয় অংশ, সাইবেরিয়া এবং মধ্য এশিয়ার সাথে সংযুক্ত। শহরে সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্র ছাড়াও বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এখানে প্রায় ১২ লক্ষ লোকের বাস। জনসংখ্যার বিচারে এটি রাশিয়ার ৬ষ্ঠ বৃহত্তম শহর।[8] সামারাতে মহাদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয়; এখানকার গ্রীষ্মকালগুলি উত্তপ্ত ও শীতকালগুলি হিমশীতল।
ভোলগা নদীর তীরে সামারা শহরের উপকূলীয় সৈকতটি বহু পর্যটকদের জন্য একটি আকর্ষণস্থল।[15]
এই শহরের প্রধান বিমানবন্দর হচ্ছে শহরের ৪০ কিমি উত্তরে অবস্থিত কুরুমচ আন্তর্জাতিক বিমানবন্দর।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.