Loading AI tools
আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৪ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ (ইংরেজি: 2014 ICC Women's World Twenty20) মহিলাদের চতুর্থ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা, একটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট যা বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।[1][2] ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক এই আসরের স্বাগতিক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।[3] প্রথমবারের মত এই প্রতিযোগিতায় ৮টি দলের পরিবর্তে ১০টি দল খেলে। এ টুর্নামেন্ট আয়োজনের ফলে দ্বিতীয়বারের মতো এশিয়ার কোন দেশে আইসিসি মহিলা টুয়েন্টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তারিখ | ১৬ মার্চ – ৬ এপ্রিল |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক-আউট |
আয়োজক | বাংলাদেশ |
বিজয়ী | অস্ট্রেলিয়া (৩য় শিরোপা) |
রানার-আপ | ইংল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ২৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অ্যানিয়া শ্রাবসোল |
সর্বাধিক রান সংগ্রহকারী | মেগ ল্যানিং (২৫৭) |
সর্বাধিক উইকেটধারী | অ্যানিয়া শ্রাবসোল (১৩) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | iccworldtwenty20.com |
এই প্রথমবারের মত ১০টি দল টুর্ণামেন্টে অংশ নেয়। ২০১২ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ থেকে শীর্ষ ৬টি দল ও স্বাগতিক হিসাবে বাংলাদেশ সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি ৩টি দল ২০১৩ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব খেলে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।
|
|
|
২০১৪ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০তে মোট ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুশীলন ম্যাচগুলি সাভারের বিকেএসপির মাঠে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের সবগুলি ম্যাচ সিলেটের সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ | |
---|---|
ঢাকা | সিলেট |
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম | সিলেট বিভাগীয় স্টেডিয়াম |
স্থানাঙ্ক:২৩°৪৮′২৪.৯৫″ উত্তর ৯০°২১′৪৮.৮৭″ পূর্ব | স্থানাঙ্ক:২৪°৫৫′১৪.৮১″ উত্তর ৯১°৫২′০৭.১৫″ পূর্ব |
ধারণক্ষমতা: ২৬,০০০ | ধারণক্ষমতা: ১৩,৫০০[4] |
সর্বমোট ১০টি প্রস্তুতিমূলক খেলা ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হয়।[5]
ব |
||
ব |
||
লিডিয়া গ্রীনওয়ে ৩৪ (৩৭) সুমাইয়া সিদ্দিকী ৩/১৪ (৪ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
দল | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | ৪ | ৩ | ১ | ০ | +২.২০৫ | ৬ |
দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩ | ১ | ০ | +১.৬০৬ | ৬ |
নিউজিল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | +১.২৭৫ | ৬ |
পাকিস্তান | ৪ | ১ | ৩ | ০ | -২.২৮৮ | ২ |
আয়ারল্যান্ড | ৪ | ০ | ৪ | ০ | -২.৭৫০ | ০ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
যশোদা মেন্ডিস ২১ (১৭) শনেল ডালি ৪/১৫ (৪ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | অস্ট্রেলিয়া | ১৪০/৫ (২০ ওভার) | ||||||
বি২ | ওয়েস্ট ইন্ডিজ | ১৩২/৪ (২০ ওভার) | ||||||
এ১ | অস্ট্রেলিয়া | ১০৬/৪ (১৫.১ ওভার) | ||||||
বি১ | ইংল্যান্ড | ১০৫/৮ (২০ ওভার) | ||||||
বি১ | ইংল্যান্ড | ১০২/১ (১৬.৫ ওভার) | ||||||
এ২ | দক্ষিণ আফ্রিকা | ১০১ (১৯.৫ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.