বাংলাদেশ সুপার কাপ

বাংলাদেশী ক্লাব ফুটবল প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সুপার কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সবচেয়ে বড় বাজেট সম্পন্ন টুর্নামেন্ট। এটি মূলত দ্বি-বার্ষিক টুর্নামেন্ট ছিলো। যা শুরু হয় ২০০৯ সালে। তবে ২০১৩ এর পরে এর আর কোনো আসর হয় নি।

দ্রুত তথ্য প্রতিষ্ঠিত, অঞ্চল ...
সুপার কাপ
প্রতিষ্ঠিত২০০৯; ১৬ বছর আগে (2009)
অঞ্চলবাংলাদেশ
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নমোহামেডান
(২য় শিরোপা)
সবচেয়ে সফল দলমোহামেডান স্পোর্টিং ক্লাব
(২টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকবাংলাদেশ টেলিভিশন
ওয়েবসাইটbffonline.com
২০১৩ বাংলাদেশ সুপার কাপ
বন্ধ

ইতিহাস

১১ মার্চ ২০০৯ সালে প্রথম সুপার কাপ শুরু হয়।[]প্রথম আসরের ফাইনালে মোহামেডান ঢাকা আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।যার প্রাইজমানি ছিলো প্রায় $১৫০,০০০।বলা হয়ে থেকে যা ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি।ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার মানুষের সামনে হয়[] ২০১১ আসরে ফাইনালে ঢাকা মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী[] ২০১৩ তে ঢাকা মোহামেডান শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে নিজেদের ২য় শিরোপা লাভ করে।[] তবে তারপর এই প্রতিযোগিতার আর কোনো আসর হয় নি।

বিজয়ী দল

ক্লাবগুলোর পরিসংখ্যান

আরও তথ্য দল, বিজয়ী ...
দল বিজয়ী রানার্স-আপ জয়ী বছর রানার্স-আপ বছর
মোহামেডান স্পোর্টিং ক্লাব২০০৯, ২০১৩২০১১
ঢাকা আবাহনী২০১১২০০৯
শেখ রাসেল ক্রীড়া চক্র২০১৩
বন্ধ

স্পন্সরশীপ

আরো দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.