Loading AI tools
কোন ব্যক্তির জন্মদিন উদযাপনে প্রচলিত একটি গান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হ্যাপি বার্থডে টু ইউ কোন ব্যক্তির জন্মদিন উদযাপনে প্রচলিত একটি গান। এ গানটি সংক্ষেপে হ্যাপি বার্থডে নামে বহুল প্রচলিত। ১৯৯৮ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসের তথ্য মোতাবেক জানা যায়, ফর হি’জ এ জোলি গুড ফেলো গানের পর এ গানটি ইংরেজি ভাষায় সর্বাধিক স্বীকৃত গানরূপে বিবেচিত হয়ে আসছে। বিশ্বব্যাপী কমপক্ষে ১৮টি ভাষায় এ গানের কথা অনূদিত হয়েছে।[১], p. 17
"হ্যাপি বার্থডে টু ইউ" | |
হ্যাপি বার্থডে গানের সাথে ইংরেজদের প্রথায় মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। | |
গীতিকার | প্যাটি হিল মিলড্রেড জে. হিল |
---|---|
প্রকাশকাল | ১৮৯৩ |
ভাষা | ইংরেজি |
ধরন | লোকগীতি |
গুড মর্নিং টু অল শিরোনামীয় গান থেকে হ্যাপি বার্থডে টু ইউ গানে সুর আরোপ হয়েছে। ১৮৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বোন - প্যাটি হিল ও মিলড্রেড জে হিল এ গানটিতে সুরটি প্রয়োগ করেছিলেন।[২][৩] কিন্তু দাবী করা হয় যে, বোনদ্বয় সুরটি নিজেরাই তৈরি করেছিলেন।[৪] বিংশ শতাব্দীতেও সুরটি হ্যাপি বার্থ ডে টু ইউ গানের চেয়ে অধিক পরিচিতি পায়। মিলড্রেড গানের সুর করেন ও প্যাটি গানের কথাগুলো লিখেন। প্যাটি কেনটাকি’র লুইসভিল এলাকার লুইসভিল এক্সপারিমেন্টাল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ছিলেন ও বিভিন্ন ধরনের শিক্ষাপদ্ধতির প্রচলন ঘটিয়েছিলেন।[৫] এ কিন্ডারগার্টেনটিতে আধুনিক শিক্ষা পদ্ধতির জন্য পরিচিত ছিল। ১৮৯৩ সালে শিকাগো বিশ্ব মেলায় দুই বোনসহ কিন্ডারগার্টেনকে সম্মানিত করা হয়েছিল।[৬] তবে হিল তাঁর বোনের জন্যেই অধিক পরিচিতি পেয়েছেন। অন্যদিকে মিলড্রেড পিয়ানোবাদক ও সুরকার ছিলেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.