হেলমান্দ নদী

আফগানিস্তানের নদী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হেলমান্দ নদী

হেলমান্দ নদী (হেলমেন্দ, অথবা হেলমুন্দ, হিরমান্দ; পুশতু / ফার্সি : هیرمند / هلمند  ; গ্রীক : Ἐτύμανδρος (এটেমন্ড্রোস); লাতিন : Erymandrus) আফগানিস্তানের দীর্ঘতম নদী এবং এন্ডোরিয়িক সিস্তান অববাহিকার সর্ববৃৃৃহৎ জলাধার।[] অনেকে একে প্রাচীন ঋগ্বেদে বর্ণিত সরস্বতী নদী হিসেবে দাবি করে থাকেন।

দ্রুত তথ্য হেলমান্দ নদী, প্রাকৃতিক বৈশিষ্ট্য ...
হেলমান্দ নদী
Thumb
হেলমান্দ নদীর মানচিত্র
Thumb
মানচিত্রে হেলমান্দ নদীর অবস্থান
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
  অবস্থানহিন্দু কুশ পর্বতমালা
মোহনা 
  অবস্থান
লেক হামুন
দৈর্ঘ্য১,১৫০ কিমি (৭১০ মা)
অববাহিকার আকারসিস্টান বেসিন
অববাহিকার বৈশিষ্ট্য
উপনদী 
  বামেআরঘান্দাব নদী
  ডানেখাশ নদী
ছাগায় নদী
বন্ধ

ব্যুৎপত্তি

হেলমান্দ নামটি অবেস্তা ভাষার হাটুমান্ট শব্দ থেকে এসেছে। হেলমান্দ শব্দের আক্ষরিক অর্থ বাঁধ দেওয়া হয়েছে বা বাঁধ আছে এমন। এই অর্থ হেলমান্দ নদী এবং তার চারপাশের সেচ অঞ্চলকে বোঝায়।[] এই নামটি গ্রীক এবং লাতিন ভাষায় পূর্বের ইরানি *রাহা (সিএফ)-এর মিশ্রণরূপে ছিল। পরে সিথিয়ান শব্দ রাহাভোলগা নদী থেকে নামটি বর্তমান নামে রূপান্তরিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নামানুসারে নদীটির নামকরণ করা হয়েছে।

ভূগোল

হেলমান্দ নদী ১,১৫০ কিমি (৭১০ মা) পর্যন্ত প্রসারিত। এটি হিন্দু কুশের পাহাড়ে উঠেছিল, প্রায় ৮০ কিমি (৫০ মা) পশ্চিমে কাবুল ( ৩৪°৩৪′ উত্তর ৬৮°৩৩′ পূর্ব ), এর ক্ষণস্থায়ী উত্তর উনাই স্বাগতম পাস, হাজারাত পূর্ব প্রোক্সিমিটিসে, বেহসুদে, ময়দানে ওয়ার্ড, পশ্চিম দিকে দাইকুণ্ডি এবং উরুজগান প্রবাহিত। এটা মরুভূমির মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিম অতিক্রম দাশটি মার্গো, এর সিস্টান জলা ও হামুন-ই-হেলমান্দ প্রায় হ্রদ অঞ্চল জাবল আফগান-ইরানি সীমান্ত (এ ৩১°৯′ উত্তর ৬১°৩৩′ পূর্ব)।

বেশ কয়েকটি জলবিদ্যুৎ বাঁধগুলো হেলমান্দ নদীর কাজাকাইসহ আফগানিস্তানের কয়েকটি নদীর উপর কৃত্রিম জলাধার তৈরি করেছে। হেলমান্দ নদীর প্রধান উপনদী আরঘন্দব নদী (এ সঙ্গমস্থলে ৩১°২৭′ উত্তর ৬৪°২৩′ পূর্ব যা একটি প্রধান আছে) বাঁধ উত্তর কান্দাহারের। নদীর বেশিরভাগ দৈর্ঘ্যের জন্য নদী তুলনামূলকভাবে লবণমুক্ত থাকে, বেশিরভাগ নদীর মতো নয় সমুদ্রের কাছে কোনও প্রবাহ নেই। হেলমান্দ এবং আরঘন্দব ভ্যালি কর্তৃপক্ষ পরিচালিত এই নদীটি সেচের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যদিও খনিজ লবণের এক ধরনের ফলে ফসলের জল সরবরাহে এর উপযোগ হ্রাস পেয়েছে।

হেলমান্দ প্রদেশের সীমানা একসময় সাকস্তানের রাজ্য হিসাবে পরিচিত ছিল। [তথ্যসূত্র প্রয়োজন]

ইতিহাস

হেলমান্দ উপত্যকা অঞ্চলের নামে উল্লেখ করা হয় আবেস্তার (ফারগার্দ ১:১৩) যেমন আর্য হাতুমন্ত, প্রথম কেন্দ্রে এক দেশ পার্সি বিশ্বাস ক্ষেত্র থাকে যেগুলো এখন আফগানিস্তান হয় । তবে, খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শেষ এবং প্রথম সহস্রাব্দের প্রথম দিকে, হেলমান্দ ও কাবুল উপত্যকায় জরথাস্ট্রিয়ান হিন্দু ও বৌদ্ধদের অগ্রগতির ফলে পার্থিয়ানরা এটিকে হোয়াইট ইন্ডিয়া বলে উল্লেখ করেছিল। [][][][] জুনবিল রাজবংশ প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়ে হেলমান্দকে শাসন করেছিল। [তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.