উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রাচীন গ্রিক হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটা ভাষা যা বিস্তারনের সময় আনুমানিক খ্রিস্টপূর্ব ৯ম-৬ষ্ঠ শতাব্দী মধ্যে (অতি পরিচিত আর্কইক গ্রিস), আনুমানিক খ্রিস্টপূর্ব ৪র্থ-৫ম শতাব্দী মধ্যে (ক্লাসিক্যাল) এবং আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী-৬ষ্ঠ খ্রিষ্টাব্দ (হেলেনিস্টিক যুগ) পর্যন্ত প্রাচীন গ্রিস এবং ধ্রুপদি সভ্যতার কথ্য ভাষা ছিল। হেলেনিস্টিক পর্যায়ের ভাষা অতি পরিচিত ছিল কোইন (সাধারণ) বা বাইবেলের গ্রিক হিসাবে, যখন শেষের দিকে সময়ের মধ্যযুগীয় গ্রিকের ভাষা সাথে তেমন কোন পার্থক্য ছিল না। কোইন গ্ৰিককে তার নিজস্ব একটা পৃথক ঐতিহাসিক পর্যায় হিসেবে গণ্য করা হয়, যদিও তার প্রাথমিক গঠন অনেকটা ক্লাসিক্যালের মনে হয়। কোইন যুগের পূর্বে, ক্লাসিক গ্রিক এবং তার পূর্ব যুগে বিভিন্ন আঞ্চলিক উপভাষায় অন্তর্ভুক্ত ছিল।
প্রাচীন গ্রিক | |
---|---|
Ἑλληνική Hellēnikḗ | |
অঞ্চল | পূর্ব ভূমধ্যসাগরীয় |
যুগ | খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী অনুযায়ী কোইন গ্রিক বিকশিত
|
ইন্দো-ইউরোপীয়
| |
গ্রিক বর্ণমালা | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | grc |
আইএসও ৬৩৯-৩ | grc |
![]() হোমেরিক গ্রিসের মানচিত্র | |
প্রত্যয়িত প্রাচীন গ্রিকের মধ্য দিয়ে প্রত্ন-ইন্দো ইউরোপীয় থেকে শব্দ পরিবর্তনের বিবরণের জন্য প্রত্ন-গ্রিক দেখুন।
উভয়ৌষ্ঠ্য | দন্ত্য | পশ্চাত্তালব্য | গলা | ||
---|---|---|---|---|---|
নাসিক্য | m | n | (ŋ) | ||
স্পর্শ | ধ্বনিত | b | d | ɡ | |
স্বরহীন | p | t | k | ||
aspirated | pʰ | tʰ | kʰ | ||
ঊষ্ম | s | h | |||
কম্পনজাত | r | ||||
Lateral | l |
Seamless Wikipedia browsing. On steroids.