উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাদিম সুলেইমান পাশা (উসমানীয় তুর্কি: خادم سلیمان پاشا; তুর্কি: Hadım Süleyman Paşa; আনু. ১৪৬৭ – সেপ্টেম্বর ১৫৪৭) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের একজন রাজ্যপাল এবং সামরিক কমান্ডার। তিনি ১৫২৫-১৫৩৫ এবং ১৫৩৭- ১৫৩৮ সালে অটোমান মিশর এর গভর্নর এবং ১৫৪১ থেকে ১৫৪৪ সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১] সে ছিলে হাঙ্গেরিয়ান নপুংসক।[২] তুর্কি ভাষায় তার উপাধি হাদিম মানে নপুংসক (খোজা)।
সুলেইমান | |
---|---|
![]() | |
৩১তম উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম | |
কাজের মেয়াদ এপ্রিল ১৫৪১ – ২৮ নভেম্বর ১৫৪৪ | |
সার্বভৌম শাসক | প্রথম সুলাইমান |
পূর্বসূরী | লুৎফি পাশা |
উত্তরসূরী | রুস্তম পাশা |
মিশরের উসমানীয় গভর্নর | |
কাজের মেয়াদ ১৫৩৭ – ১৫৩৮ | |
পূর্বসূরী | দিভানি হুসরেভ পাশা |
উত্তরসূরী | দাউদ পাশা |
কাজের মেয়াদ ১৫২৫ – ১৫৩৫ | |
পূর্বসূরী | গুজালসে কাশিম পাশা |
উত্তরসূরী | দিভানি হুসরেভ পাশা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৪৬৭ |
মৃত্যু | সেপ্টেম্বর ১৫৪৭ (বয়স ৭৯–৮০) মালকারা, উসমানীয় সাম্রাজ্য |
জাতীয়তা | অটোমান |
সন্তান | পুরষত্বহীন তাই কোন সন্তান নেই টেমপ্লেট:Explain |
ধর্ম | খ্রিস্টান, ধর্মান্তরিত ইসলাম |
জাতিতত্ত্ব | হাঙ্গেরিয়ান |
অটোমান সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট সুলেইমান পাশাকে মিশরের গভর্নর হিসাবে আদেশ করেছিলেন ভারত মহাসাগরে নৌ অভিযান পরিচালনা করতে, যেখানে তিনি ১৫৩৮ সালে আদিন এবং দিউ দূর্গ (পর্তুগিজ ভারতের) দখলের নেতৃত্ব দিয়েছিলেন।[২] সুলেইমান পাশা মিশরের গভর্নর হয়েও তাঁর দীর্ঘ-কালীন উত্তরসূরি, দাউদ পাশা (১৫৩৮-১৫৪৯) এর একজন উপকারী ব্যক্তি ছিলেন, রুস্তম পাশা যাকে তিনি তার প্রতিদ্বন্দ্বী এবং সহকর্মী সত্ত্বেও এই ভূমিকার জন্য বিজয়ী করেছিলেন।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.