স্বাতীলেখা সেনগুপ্ত (২২ মে ১৯৫০ - ১৬ জুন ২০২১ [১] ) ছিলেন একজন বিখ্যাত এবং কিংবদন্তি ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।[২] ভারতীয় থিয়েটারে অভিনয়ে তার অবদানের জন্য তিনি সংগীত নাটক অকাডেমি পুরস্কার পেয়েছেন। তার সহজ সরল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ব্যাপক।

দ্রুত তথ্য স্বাতীলেখা সেনগুপ্ত, জন্ম ...
স্বাতীলেখা সেনগুপ্ত
Thumb
স্বাতীলেখা
জন্ম(১৯৫০-০৫-২২)২২ মে ১৯৫০
মৃত্যু১৬ জুন ২০২১(2021-06-16) (বয়স ৭১)
জাতীয়তাভারতীয়
পেশানাট্যব্যক্তিত্ব
দাম্পত্য সঙ্গীরুদ্রপ্রসাদ সেনগুপ্ত
সন্তানসোহিনী সেনগুপ্ত
বন্ধ

কাজ

১৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগদান করেন। নান্দীকারে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।[৩]

১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে বাইরে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল।

চলচ্চিত্রসমূহ

আরও তথ্য বৎসর, চলচ্চিত্র ...
বৎসরচলচ্চিত্রভূমিকাপরিচালক
২০২১ধর্মযুদ্ধআম্মিরাজ চক্রবর্তী
২০২১বেলা শুরুআরতি সরকারনন্দিতা রায়

শিবপ্রসাদ মুখোপাধ্যায়

২০১৯বরফশুভমের মাসুদীপ চক্রবর্তী
২০১৫বেলাশেষেআরতি মজুমদারনন্দিতা রায়

শিবপ্রসাদ মুখোপাধ্যায়

১৯৮৫ঘরে বাইরেবিমলাসত্যজিৎ রায়
বন্ধ

পুরস্কার

  • ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার[৪]
  • পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার
  • পশ্চিমবঙ্গ নাট্য অকাডেমি পুরস্কার।

জীবনাবসান

স্বাতীলেখা দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ২৫ দিন ধরে আই সি ইউ তে চিকিৎসা চলছিল। ২০২১ খ্রিস্টাব্দের ১৬ই জুন বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.