Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সৌদি আরবের বাদশাহ হলেন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান। তিনি সৌদি রাজতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। বাদশাহকে খাদেমুল হারামাইন শরিফাইন (خادم الحرمين الشريفين) বলা হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দে হিজ ম্যাজেস্টি সম্বোধনকে এই সম্বোধন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এই উপাধি দ্বারা মসজিদুল হারাম ও মসজিদে নববীর উপর সৌদি আরবের তত্ত্বাবধান বোঝানো হয়।
সৌদি আরবের বাদশাহ | |
---|---|
ملك المملكة العربية السعودية | |
দায়িত্ব | |
সালমান বিন আবদুল আজিজ ২৩ জানুয়ারি ২০১৫ থেকে | |
বিস্তারিত | |
আপাত উত্তরাধিকারী | মুহাম্মদ বিন সালমান |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | আবদুল আজিজ ইবনে সৌদ |
গঠন | ২২ সেপ্টেম্বর ১৯৩২ |
বাসভবন | রাজপ্রাসাদ, রিয়াদ[1] |
আবদুল আজিজ ইবনে সৌদ রিয়াদে তার পরিবারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে ১৯০২ সালে বর্তমান সৌদি আরব জয় করা শুরু করেন। তিনি প্রথমে ১৯২২ সালে নজদ জয় করেন এবং এরপর ১৯২৫ সালে হেজাজ জয় করেন। এর ফলে তিনি নজদের সুলতান থেকে হেজাজ ও নজদের বাদশাহ এবং ১৯৩২ সালে সৌদি আরবের বাদশাহ হন।
বাদশাহ আবদুল আজিজের মৃত্যুর পর থেকে তার ছেলেরা সৌদি আরব শাসনের দায়িত্ব পালন করছেন। সৌদি সিংহাসনের উপর তার সন্তানদের প্রাথমিক অধিকার বলে ধরে নেয়া হয়। এ দিক থেকে সৌদি রাজতন্ত্রের সাথে পাশ্চাত্য রাজতন্ত্রের পার্থক্য রয়েছে। পাশ্চাত্য রাজতন্ত্রে স্পষ্ট নির্দিষ্ট রাজপরিবার ও উত্তরাধিকারের ক্রম ঠিক করা থাকে।
সৌদি আরব ইসলামি আইন দ্বারা শাসিত হয় এবং একটি ইসলামি রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে অনেক মুসলিম উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজত্বকে ইসলামে অনুমোদিত না বলে বিবেচনা করেন।[2]
সৌদি আরবের বাদশাহ রাজ পরিবার আল সৌদের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন। যুবরাজ উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। ফয়সাল বিন আবদুল আজিজের পর থেকে বাদশাহরা দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হিসেবে যুবরাজের উত্তরসুরি নিয়োগ দিয়েছেন।
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
আবদুল আজিজ
|
৭৬) | ২৬ নভেম্বর ১৮৭৬ – ৯ নভেম্বর ১৯৫৩ (বয়স২২ সেপ্টেম্বর ১৯৩২ | ৯ নভেম্বর ১৯৫৩ | দ্বিতীয় সৌদি রাষ্ট্রের শেষ শাসক আবদুর রহমান বিন ফয়সালের সন্তান এবং সৌদি আরবের প্রথম বাদশাহ | আল সৌদ | |
সৌদ
|
৬৭) | ১২ জানুয়ারি ১৯০২ – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ (বয়স৯ নভেম্বর ১৯৫৩ | ২ নভেম্বর ১৯৬৪ (অপসারণ) |
ইবনে সৌদ ও ওয়াদাহ বিনতে মুহাম্মাদ বিন আকাবের সন্তান | আল সৌদ | |
ফয়সাল
|
৬৮) | ১৪ এপ্রিল ১৯০৬ – ২৫ মার্চ ১৯৭৫ (বয়স২ নভেম্বর ১৯৬৪ | ২৫ মার্চ ১৯৭৫ (নিহত) |
ইবনে সৌদ ও তারফা বিনতে আবদুল্লাহ বিন আবদুল আতিফ আল শাইখের সন্তান | আল সৌদ | |
খালিদ
|
৬৯) | ১৩ ফেব্রুয়ারি ১৯১৩ – ১৩ জুন ১৯৮২ (বয়স২৫ মার্চ ১৯৭৫ | ১৩ জুন ১৯৮২ | ইবনে সৌদ ও আল জাওহারা বিনতে মুসাইদ আল জুলুউয়ির সন্তান | আল সৌদ | |
ফাহাদ
|
৮৪) | ১৬ মার্চ ১৯২১ – ১ আগস্ট ২০০৫ (বয়স১৩ জুন ১৯৮২ | ১ আগস্ট ২০০৫ | ইবনে সৌদ ও হাসা বিনতে আহমেদ আল সুদাইরির সন্তান | আল সৌদ | |
আবদুল্লাহ
|
৯০) | ১ আগস্ট ১৯২৪ – ২৩ জানুয়ারি ২০১৫ (বয়স১ আগস্ট ২০০৫ | ২৩ জানুয়ারি ২০১৫ | ইবনে সৌদ ও ফাহদা বিনতে আসি আল শুরাইমের সন্তান | আল সৌদ | |
সালমান
|
৩১ ডিসেম্বর ১৯৩৫ | ২৩ জানুয়ারি ২০১৫ | বর্তমান | ইবনে সৌদ ও হাসা বিনতে আহমেদ আল সুদাইরির সন্তান | আল সৌদ |
রাজকীয় পতাকায় সবুজ জমিনের উপর সাদা কালিতে তলোয়ার অঙ্কিত ও সুলুস লিপিতে শাহাদাহ্ لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার রাসুল) লেখা রয়েছে। এর নিচের ডান কোণে সোনালি কালিতে সৌদি আরবের জাতীয় প্রতীক অঙ্কিত রয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.