সোনামুখী

পশ্চিমবঙ্গের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সোনামুখীmap

সোনামুখী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

দ্রুত তথ্য সোনামুখী, দেশ ...
সোনামুখী
শহর
Thumb
সোনামুখী
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৩° উত্তর ৮৭.৪২° পূর্ব / 23.3; 87.42
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া
নামকরণের কারণস্বর্ণময়ী দেবী।
সরকার
  ধরনpublic
উচ্চতা৬৬ মিটার (২১৭ ফুট)
জনসংখ্যা (২০০১)
  মোট২৭,৩৪৮
ভাষা
  অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
বন্ধ
Thumb
সোনামুখী বাবুপাড়া রাসতলা

সোনামুখীতে মোট ১০ টি অঞ্চল আছে।

সোনামুখী তে বর্তমান ওয়ার্ড এর সংখ্যা হলো ১৫ টি। সোনামুখী হলো একটি পৌর এলাকা ও বাঁকুড়ার তিনটি পুরসভার মধ্যে অন্যতম। সোনামুখী তে একটি সরকারি কলেজ, দুইটি বেসরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক ট্রেনিং কলেজ, একটি সরকারি আইটিআই (ITI) কলেজ আছে। এই শহরের বি. জে. হাই স্কুল ( উ:মা:) পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে বেশ কয়েকবার ভালো ফলাফল অর্জন করেছে। সোনামুখী রেল স্টেশন হলো দ: পূ: রেল জোনের আদ্রা বিভাগের অধীনে একটি স্টেশন। এটি ব্রড গেজ বাঁকুড়া - মশাগ্রাম লোকাল ট্রেন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। সোনামুখী বিখ্যাত তার কালী ও কার্তিক পূজার জন্যে। বৃহৎ আকারের কালী ও কার্তিক প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা এক অন্যতম আকর্ষণ। এই শহরের ওপর দিয়ে ৮ নং রাজ্য সড়ক বয়ে গেছে যা বর্ধমানের সাথে বাঁকুড়া ( বেলিয়াতোর ) এর যোগাযোগ রাখে। এছাড়াও এখান থেকে দুর্গাপুর - আসানসোল শিল্পনগরী যাতায়াতের জন্যে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা আছে।

ভৌগোলিক পরিচয়

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৩° উত্তর ৮৭.৪২° পূর্ব / 23.3; 87.42[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৬৬ মিটার (২১৬ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে সোনামুখী শহরের জনসংখ্যা হল ২৭,৩৪৮ জন।[] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৬৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে সোনামুখী এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।

ইতিহাস

সোনামুখী বাঁকুড়া জেলার প্রাচীন জনপদের একটি। স্বর্ণমুখী দেবীর মন্দির থেকে নামকরণ হয় সোনামুখীর। বহু প্রাচীন মন্দির, কুসুমকুমারী দেবী ও হরনাথ ঠাকুর এর জন্মস্থান সোনামুখী একটি দ্রষ্টব্য স্থান হিসেবে পরিগণিত হয়। এখানে পুরোনো কালী ও কার্তিক পুজার প্রচলন আছে। বর্গী আক্রমণ থেকে বাঁচতে শক্তিরূপ কালীপূজার আরাধনা হয়েছিল।[]


তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.