সুলেমান দিয়াবাত

নাইজেরীয় ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সুলেমান দিয়াবাত (ফরাসি: Souleymane Diabate; জন্ম: ২৩ মার্চ ১৯৯১) হলেন একজন মালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, জন্ম ...
সুলেমান দিয়াবাত
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-03-23) ২৩ মার্চ ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান মালি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা মোহামেডান
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৪ কান থো (৩৫)
২০১৫ লং আন ২৪ (১৪)
২০১৯– ঢাকা মোহামেডান ৬২ (৪৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৩৮, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
বন্ধ

প্রারম্ভিক জীবন

সুলেমান দিয়াবাত ১৯৯১ সালের ২৩শে মার্চ তারিখে মালিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

দিয়াবাত ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভিয়েতনামি কান থো এবং ২০১৫ সালে লং আনের হয়ে খেলেছেন।[][] তিনি ২০১৭–১৮ মৌসুমে আসমের হয়ে খেলেছেন। ২০১৯ সালের মে মাসে, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

ব্যক্তিগত জীবন

দিয়াবাত তার প্রেমিকা ত্রক লিনহের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়েছেন। প্রথমে তিনি দ্বিধায় থাকলেও পরিচিত হওয়ার পর তারা প্রেমে পড়ে যান। ২০১৫ সালে, দিয়াবাত ত্রক লিনহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.