সি আর রাও
ভারতীয়-আমেরিকান গণিতজ্ঞ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও (ইংরেজি: Calyampudi Radhakrishna Rao) (জন্ম: ১০ই সেপ্টেম্বর ১৯২০ - ২২ আগস্ট ২০২৩) ছিলেন একজন ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ। তিনি বর্তমানে পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাফেলো বিশ্ববিদ্যালয়-এর গবেষণা অধ্যাপক। তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারের মধ্যে "ক্রেমার–রাও সীমা" এবং "রাও–ব্ল্যাকওয়েল উপপাদ্য" উল্লেখযোগ্য। ভারত সরকার ১৯৬৮ ও ২০০১ সালে তাকে যথাক্রমে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রদান করেন।
সি.আর.রাও | |
---|---|
২০১২ সালের এপ্রিল মাসে ভারতীয় পরিসংখ্যান ইন্সিটিউট-এ অধ্যাপক রাও | |
জন্ম | |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র[১] |
মাতৃশিক্ষায়তন | অন্ধ্র বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কিংস কলেজ, ক্যামব্রিজ |
পরিচিতির কারণ | Cramér–Rao bound Rao–Blackwell theorem Orthogonal arrays Score test |
পুরস্কার | পদ্মভূষণ(১৯৬৮) পদ্মবিভূষণ (২০০১) National Medal of Science বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার গাই মেডাল (সিলভার ১৯৬৫, গোল্ড ২০১১) পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কার (২০২৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত এবং পরিসংখ্যান |
প্রতিষ্ঠানসমূহ | ভারতীয় পরিসংখ্যান ইন্সিটিউট ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পেন স্টেট বিশ্ববিদ্যালয় বাফেলো বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় |
অভিসন্দর্ভের শিরোনাম | Statistical Problems of Biological Classifications (১৯৪৮) |
ডক্টরাল উপদেষ্টা | রোনাল্ড ফিশার |
ডক্টরেট শিক্ষার্থী | Radha Laha K. R. Parthasarathy Veeravalli S. Varadarajan S. R. Srinivasa Varadhan |
তিনি ২০১১ সালে "গোল্ড মেডাল গাই" পান। এটা পরিসংখ্যান সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া তাকে সর্বকালের সেরা ১০ ভারতীয় বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত করে।[২]
তিনি ২০০২ সালে বিজ্ঞানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পদক পান।[৩]
মৃত্যু
আরও দেখুন
- ক্রেমার–রাও সীমা
- রাও–ব্ল্যাকওয়েল উপপাদ্য
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.