শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সাজিদুল ইসলাম

বাংলাদেশী ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

সাজিদুল ইসলাম (জন্ম: ১৮ জানুয়ারি ১৯৮৮) হলেন রংপুরে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বা-হাতি ব্যাটসম্যান ও বা-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে দলে খেলে থাকেন। তিনি ২০০৩/০৪ মৌসুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে এবং ২০০৬/০৭ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমির হয়ে খেলেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
Remove ads
Remove ads

ঘরোয়া জীবন

তিনি ২০০৫/০৬ মৌসুমে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট দল বরিশাল বিভাগের হয়ে খেলেন। প্রথম দুই মৌসুমে তিনি ৪ টি প্রথম-শ্রেণীর উইকেট নেন, তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ঢাকা বিভাগের বিপক্ষে যেখানে তিনি ৬১ রানে ৫ উইকেট নেন। ২০১২-১৩ মৌসুমে সালে সাজিদ রংপুর বিভাগ ক্রিকেট দলে খেলেন ও মৌসুমে মোট ২৪টি উইকেট নেন। পাশাপাশি ২০১৩ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট রয়্যালসের হয়ে খেলে থাকেন।

আন্তর্জাতিক জীবন

২০০৭ সালের ডিসেম্বরে, বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরকালে সৈয়দ রাসেল আঘাত পেলে সাজিদ তার বদলি খেলোয়াড় হিসাবে দলে ডাক পান।[] ২০০৮ সালের ৪ জানুয়ারী তার টেস্ট অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি ৭১ রানে ২ উইকেট নেন, যার মধ্যে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় বলে উইকেট নেওয়ার কৃতিত্বও ছিল। ২০১৩ সালে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে তিনি টেস্টে প্রত্যাবর্তন করেন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads