Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সহীহ ইবনে খুযাইমা বা সহীহ ইবনে খুজাইমাহ (আরবি: صحيح ابن خزيمة) হলো একটি হাদীস গ্রন্থ। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজায়মাহ (৮৩৭ খ্রিস্টাব্দ/২২৩ হিজরী - ৯৩৩ খ্রিস্টাব্দ/৩১১ হিজরী) এটি রচনা ও সংকলন করেন।[১] হাদীস সংকলনে মাত্র চারটি বই রয়েছে যা 'সহীহ' বা 'সহিহ' শব্দ দিয়ে শুরু হয়েছে আর সহীহ ইবনে খুজাইমা এর মধ্যে একটি। অন্য তিনটি গ্রন্থ হল সহীহ বুখারী, সহীহ মুসলিম ও সহীহ ইবনে হিব্বান।[২]
লেখক | আবু বকর মুহাম্মাদ ইবনে ইসহাক ইবনে খুজাইমাহ |
---|---|
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলন |
মকতাবা শামিলা অনুযায়ী বইটিতে প্রায় তিন হাজার (৩০০০) হাদিস রয়েছে । [৩] তাঁর রচনাটি সাধারণত সহীহ ইবনে খুজাইমাহ নামেই পরিচিত। ইবনে হাজারের মতে বইটির আসল শিরোনাম হল কিতাব আল-সহীহ। [৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.