সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দল

সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দল (আরবি: منتخب الإمارات العربية المتحدة لكرة القدم) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৭২ সালের ১৭ই মার্চ তারিখে, সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সংযুক্ত আরব আমিরাত কাতারকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

দ্রুত তথ্য ডাকনাম, অ্যাসোসিয়েশন ...
সংযুক্ত আরব আমিরাত
Thumb
ডাকনামআল আবিয়াদ (সাদা)
ইয়াল জাইদ (জায়েদের পুত্র)
অ্যাসোসিয়েশনসংযুক্ত আরব আমিরাত
ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচবের্ট ভান মারভেইক
অধিনায়কওয়ালিদ আব্বাস
সর্বাধিক ম্যাচআদনান আল তালইয়ান (১৬১)
শীর্ষ গোলদাতাআলি মাবখুত (৭৯)
মাঠবিভিন্ন
ফিফা কোডUAE
ওয়েবসাইটwww.uaefa.ae
Thumb
Thumb
Thumb
Thumb
প্রথম জার্সি
Thumb
Thumb
Thumb
Thumb
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৪ (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৪০ (নভেম্বর – ডিসেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১৩৮ (জানুয়ারি ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৭৪ ১৮ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২৪ (জানুয়ারি ২০১৫)
সর্বনিম্ন১৪০ (সেপ্টেম্বর ১৯৮১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সংযুক্ত আরব আমিরাত ১–০ কাতার 
(রিয়াদ, সৌদি আরব; ১৭ মার্চ ১৯৭২)
বৃহত্তম জয়
 ব্রুনাই ০–১২ সংযুক্ত আরব আমিরাত 
(বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই; ১৪ এপ্রিল ২০০১)
বৃহত্তম পরাজয়
 সংযুক্ত আরব আমিরাত ০–৮ ব্রাজিল 
(আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১২ নভেম্বর ২০০৫)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (১৯৯০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯০)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১০ (১৯৮০-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৯৬)
বন্ধ

আল আবিয়াদ নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বের্ট ভান মারভেইক এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন শাবাব আল-আহলির রক্ষণভাগের খেলোয়াড় ওয়ালিদ আব্বাস

সংযুক্ত আরব আমিরাত এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরাত এপর্যন্ত ১০ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৬ এএফসি এশিয়ান কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সৌদি আরবের সাথে ০–০ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

আদনান আল তালইয়ান, ইসমাইল মাতার, জুহাইর বাখিত, আলি মাবখুত এবং আহমদ খলিলের মতো খেলোয়াড়গণ সংযুক্ত আরব আমিরাতের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪০তম) অর্জন করে এবং ২০১২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৩৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৪তম (যা তারা ২০১৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬২অপরিবর্তিত  আলবেনিয়া১৩৮২.৬৯
৬৩অপরিবর্তিত  ইরাক১৩৬৫.৯৮
৬৪অপরিবর্তিত  সংযুক্ত আরব আমিরাত১৩৬৪.৪৬
৬৫অপরিবর্তিত  উত্তর মেসিডোনিয়া১৩৬২.১৭
৬৬অপরিবর্তিত  দক্ষিণ আফ্রিকা১৩৫৭.০৮
বন্ধ
বিশ্ব ফুটবল এলো রেটিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৭২বৃদ্ধি  নিউজিল্যান্ড১৫২৬
৭৩বৃদ্ধি ১৯  লুক্সেমবুর্গ১৫২০
৭৪বৃদ্ধি ১৮  সংযুক্ত আরব আমিরাত১৫১৭
৭৫হ্রাস ১০  জর্ডান১৫১৩
৭৬বৃদ্ধি ১৮  বিষুবীয় গিনি১৫০৭
বন্ধ

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

আরও তথ্য ফিফা বিশ্বকাপ, বাছাইপর্ব ...
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৯০গ্রুপ পর্ব২৪তম১১১৬
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি১৯
ফ্রান্স ১৯৯৮১২১৬১৩
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১৪৩১২০
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০১৬১৯২৪
ব্রাজিল ২০১৪১৪১৬
রাশিয়া ২০১৮১৮৩৭১৭
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব১/২১১১৯৭৪৩২০৩৫১৬৫১১২
বন্ধ

ফিফা আরব কাপ

আরও তথ্য ফিফা আরব কাপ, সাল ...
ফিফা আরব কাপ
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগো
লেবানন ১৯৬৩অংশগ্রহণ করেনি
কুয়েত ১৯৬৪
ইরাক ১৯৬৬
সৌদি আরব ১৯৮৫
জর্ডান ১৯৮৮
সিরিয়া ১৯৯২
কাতার ১৯৯৮তৃতীয় স্থান নির্ধারণী৪র্থ
কুয়েত ২০০২অংশগ্রহণ করেনি
000 ২০০৯বাতিল
সৌদি আরব ২০১২অংশগ্রহণ করেনি
কাতার ২০২১অনির্ধারিত
মোটতৃতীয় স্থান নির্ধারণী১/৯
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.