শ্রেষ্ঠ হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার হল মার্কিন চলচ্চিত্রশিল্পের সেরা হাস্যরসাত্মক চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বার্ষিক ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার। ২০০৬ সালের ৯ই জানুয়ারি ১১তম ক্রিটিকস চয়েস পুরস্কার অনুষ্ঠানে প্রথম এই বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
প্রদানের কারণ | শ্রেষ্ঠ হাস্যরসাত্মক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
অবস্থান | লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
পুরস্কারদাতা | ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্জিন (২০০৫) |
বর্তমানে আধৃত | গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি (২০২২) |
ওয়েবসাইট | www.criticschoice.com |
দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্জিন (২০০৫) এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। ডেভিড ও. রাসেল এই বিভাগে সর্বাধিক দুইবার পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী চলচ্চিত্র হল গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি (২০২২)।
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্রসমূহের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর | চলচ্চিত্র | পরিচালক | সূত্র. |
---|---|---|---|
২০০৫ | দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্জিন | জুড অ্যাপাটো | [১] |
কিস কিস ব্যাং ব্যাং | শেন ব্ল্যাক | ||
মিসেস হেন্ডারসন প্রেজেন্টস | স্টিফেন ফ্রিয়ার্স | ||
দ্য প্রডিউসার্স | সুজান স্ট্রম্যান | ||
ওয়েডিং ক্র্যাশার্স | ডেভিড ডবকিন | ||
২০০৬ | বোরাত | ল্যারি চার্লস | [২] |
দ্য ডেভল ওয়্যারস প্রাডা | ডেভিড ফ্যাঙ্কেল | ||
ফর ইওর কনসিডারেশন | ক্রিস্টোফার গেস্ট | ||
লিটল মিস সানশাইন | জোনাথন ডেটন ও ভ্যালেরি ফ্যারিস | ||
থ্যাংক ইউ ফর স্মোকিং | জেসন রাইটম্যান | ||
২০০৭ | জুনো | জেসন রাইটম্যান | [৩] |
ড্যান ইন রিয়্যাল লাইফ | পিটার হেজেস | ||
হেয়ারস্প্রে | অ্যাডাম শ্যাঙ্কম্যান | ||
নকড আপ | জুড অ্যাপাটো | ||
সুপারব্যাড | গ্রেগ মট্টোলা | ||
২০০৮ | ট্রপিক থান্ডার | বেন স্টিলার | [৪] |
বার্ন আফটার রিডিং | জোয়েল ও ইথান কোয়েন | ||
ফরগেটিং সারা মার্শাল | নিকোলাস স্টোলার | ||
রোল মডেলস | ডেভিড ওয়েন | ||
ভিকি ক্রিস্তিনা বার্সেলোনা | উডি অ্যালেন | ||
২০০৯ | দ্য হ্যাংওভার | টড ফিলিপস | [৫] |
(৫০০) ডেজ অব সামার | মার্ক ওয়েব | ||
ইট্স কমপ্লিকেটেড | ন্যান্সি মেয়ার্স | ||
দ্য প্রপোজাল | অ্যান ফ্লেচার | ||
জম্বিল্যান্ড | রুবেন ফ্লাইশার |
বছর | চলচ্চিত্র | পরিচালক | সূত্র. |
---|---|---|---|
২০১০ | ইজি এ | উইল গ্লুক | [৬][৭] |
সাইরাস | জে ডুপ্লাস ও মার্ক ডুপ্লাস | ||
ডেট নাইট | শন লেভি | ||
গেট হিম টু দ্য গ্রিক | নিকোলাস স্টোলার | ||
আই লাভ ইউ ফিলিপ মরিস | গ্লেন ফিকারা ও জন রেকা | ||
দি আদার গাইজ | অ্যাডাম ম্যাকি | ||
২০১১ | ব্রাইডসমেইডস | পল ফাইগ | [৮][৯] |
ক্রেজি, স্টুপিড, লাভ | গ্লেন ফিকারা ও জন রেকা | ||
হরিবল বসেস | সেথ গর্ডন | ||
মিডনাইট ইন প্যারিস | উডি অ্যালেন | ||
দ্য মাপেটস | জেমস ববিন | ||
২০১২ | সিলভার লাইনিংস প্লেবুক | ডেভিড ও. রাসেল | [১০][১১] |
টুয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট | ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার | ||
বার্নি | রিচার্ড লিংকলেটার | ||
টেড | সেথ ম্যাকফারলেন | ||
দিস ইজ ফোর্টি | জুড অ্যাপাটো | ||
২০১৩ | আমেরিকান হাসল | ডেভিড ও. রাসেল | |
এনাফ সেইড | নিকোল হলোফসেনার | ||
দ্য হিট | পল ফাইগ | ||
দিস ইজ দ্য এন্ড | সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ | ||
দ্য ওয়ে, ওয়ে ব্যাক | ন্যাট ফ্যাক্সন ও জিম র্যাশ | ||
দ্য ওয়ার্ল্ডস এন্ড | এডগার রাইট | ||
২০১৪ | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল | ওয়েস অ্যান্ডারসন | [১২] [১৩] |
টুয়েন্টি টু জাম্প স্ট্রিট | ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার | ||
বার্ডম্যান | আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু | ||
সেন্ট ভিনসেন্ট | থিওডোর মেলফি | ||
টপ ফাইভ | ক্রিস রক | ||
২০১৫ | দ্য বিগ শর্ট | অ্যাডাম ম্যাকি | [১৪][১৫] |
ইনসাইড আউট | পিট ডক্টার | ||
জয় | ডেভিড ও. রাসেল | ||
সিস্টার্স | জেসন মুর | ||
স্পাই | পল ফাইগ | ||
ট্রেইনরেক | জুড অ্যাপাটো | ||
২০১৬ | ডেডপুল | টিম মিলার | [১৬] |
সেন্ট্রাল ইনটেলিজেন্স | রসন মার্শাল থার্বার | ||
ডোন্ট থিংক টোয়াইস | মাইক বার্বিগলিয়া | ||
দ্য এজ অব সেভেনটিন | কেলি ফ্রিমন ক্রেইগ | ||
হেইল, সিজার! | জোয়েল ও ইথান কোয়েন | ||
দ্য নাইস গাইজ | শেন ব্ল্যাক | ||
২০১৭ | দ্য বিগ সিক | মাইকেল শোওয়াল্টার | [১৭] |
দ্য ডিজ্যাস্টার আর্টিস্ট | জেমস ফ্র্যাঙ্কো | ||
গার্লস ট্রিপ | ম্যালকম ডি. লি | ||
আই, টনিয়া | ক্রেইগ গিলেস্পি | ||
লেডি বার্ড | গ্রেটা গারউইগ | ||
২০১৮ | ক্রেজি রিচ এশিয়ান্স | জন এম. চু | [১৮] |
ডেডপুল ২ | ডেভিড লেইচ | ||
দ্য ডেথ অব স্ট্যালিন | আর্মান্দো ইয়ানুচ্চি | ||
দ্য ফেভারিট | ইয়োর্গোস লান্থিমোস | ||
গেম নাইট | জন ফ্রান্সিস ডেলি ও জোনাথন গোল্ডস্টাইন | ||
সরি টু বদার ইউ | বুটস রাইলি | ||
২০১৯ | ডোলেমাইট ইজ মাই নেম | ক্রেইগ ব্রিউয়ার | [১৯] |
বুকস্মার্ট | অলিভিয়া ওয়াইল্ড | ||
দ্য ফেয়ারওয়েল | লুলু ওয়াং | ||
জোজো র্যাবিট | তাইকা ওয়াইতিতি | ||
নাইভস আউট | রিয়ান জনসন |
বছর | চলচ্চিত্র | পরিচালক | সূত্র. |
---|---|---|---|
২০২০ | পাম স্প্রিংস | ম্যাক্স বার্বাকো | [২০][২১] |
অন দ্য রকস | সোফিয়া কোপলা | ||
দ্য কিং অব স্টেটেন আইল্যান্ড | জুড অ্যাপাটো | ||
দ্য প্রম | রায়ান মার্ফি | ||
দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্সন | রাধা ব্ল্যাঙ্ক | ||
বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম | জেসন উলিনার | ||
২০২১ | লিকোরিস পিৎজা | পল টমাস অ্যান্ডারসন | [২২][২৩] |
ডোন্ট লুক আপ | অ্যাডাম ম্যাকি | ||
দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ | ওয়েস অ্যান্ডারসন | ||
ফ্রি গাই | শন লেভি | ||
বার্ব অ্যান্ড স্টার গো টু ভিস্তা দেল মার | জশ গ্রিনবম | ||
২০২২ | গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি | রিয়ান জনসন | [২৪][২৫] |
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স | ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট | ||
ট্রায়াঙ্গল অব স্যাডনেস | রুবেন অস্টলুন্ড | ||
দি আনবেয়ারেবল ওয়েট অব ম্যাসিভ ট্যালেন্ট | টম গোর্মিকান | ||
দ্য ব্যানশিস অব ইনিশেরিন | মার্টিন মাকডনা | ||
ব্রোস | নিকোলাস স্টোলার | ||
Seamless Wikipedia browsing. On steroids.