শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার হল ভারতীয় বলিউড চলচ্চিত্র শিল্পে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছরের ডিসেম্বর মাসে উক্ত বছরের চলচ্চিত্রের জন্য বা জানুয়ারি মাসে এর পূর্ববর্তী বছরের জন্য এই পুরস্কার ঘোষিত হয়। অরিজিৎ সিং সর্বাধিক চারবার এই বিভাগে পুরস্কার লাভ করেন। অন্যদিকে, সোনু নিগম তিনবার এবং সুখবিন্দর সিং, উদিত নারায়ণরাহাত ফতেহ আলী খান দুইবার করে এই পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী সাচেত ট্যান্ডন কবির সিং (২০১৯) চলচ্চিত্রের "বেখেয়ালি" গানের জন্য এই পুরস্কার লাভ করেন।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার, বিবরণ ...
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার
বিবরণশ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার
দেশভারত
পুরস্কারদাতাডায়মন্ড পিকচার্স
প্রথম পুরস্কৃত১৯৯৫
(১৯৯৪-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০১৯
(২০১৯-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতসাচেত ট্যান্ডন
(কবির সিং (২০১৯)-এর "বেখেয়ালি" গানের জন্য)
ওয়েবসাইটscreenindia.com
বন্ধ

বিজয়ী ও মনোনীতদের তালিকা

কুমার শানু এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি ১৯৪২: আ লাভ স্টোরি (১৯৯৪) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এই বিভাগে পুরস্কৃত হন।
হরিহরণ হকীকত (১৯৯৫) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এই বিভাগে পুরস্কৃত হন।
উদিত নারায়ণ রাজা হিন্দুস্তানী (১৯৯৬) ও দেবদাস (২০০২) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এই বিভাগে পুরস্কৃত হন।
অভিজিৎ ভট্টাচার্য ইয়েস বস (১৯৯৭) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এই বিভাগে পুরস্কৃত হন।
সুখবিন্দর সিং দিল সে.. (১৯৯৮) ও তাল (১৯৯৯) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এই বিভাগে পুরস্কৃত হন।
অরিজিৎ সিং আশিকি ২ (২০১৩), সিটিলাইটস (২০১৪), রইসজজ্ঞা জাসুস (২০১৭) এবং রাজি (২০১৮) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে চারবার এই বিভাগে পুরস্কৃত হন।

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর, নেপথ্য কণ্ঠশিল্পী ...
বছর নেপথ্য কণ্ঠশিল্পী চলচ্চিত্র গান সূত্র
১৯৯৪ কুমার শানু ১৯৪২: আ লাভ স্টোরি "এক লাড়কি কো দেখা" [১]
১৯৯৫ হরিহরণ হকীকত "দিল নে দিল সে"
১৯৯৬ উদিত নারায়ণ রাজা হিন্দুস্তানী "আয়ে হো মেরে জিন্দগী মেঁ"
১৯৯৭ অভিজিৎ ভট্টাচার্য ইয়েস বস "ম্যাঁয় কোই অ্যায়সা গীত গাওঁ"
১৯৯৮ সুখবিন্দর সিং দিল সে.. "ছাইয়া ছাইয়া"
১৯৯৯ সুখবিন্দর সিং তাল "রামতা যোগী"
বন্ধ

২০০০-এর দশক

আরও তথ্য বছর, নেপথ্য কণ্ঠশিল্পী ...
বছর নেপথ্য কণ্ঠশিল্পী চলচ্চিত্র গান সূত্র
২০০০ লাকি আলী কাহো না... প্যায়ার হ্যায় "না তুম জানো না হাম" [১]
২০০১ সোনু নিগম দিল চাহতা হ্যায় "তানহাই"
২০০২ উদিত নারায়ণ দেবদাস "ওহ চান্দ জ্যায়সা লাড়কি"
২০০৩ কৈলাস খের ব্যায়সা ভি হোতা হ্যায় পার্ট টু "আল্লা কে বান্দে"
২০০৪ সোনু নিগম ম্যাঁয় হুঁ না "ম্যাঁয় হুঁ না"
২০০৫ সোনু নিগম পহেলি "ধীরে জলনা"
২০০৬ শান ফনা "চান্দ সিফারিশ"
২০০৭ সোহম চক্রবর্তী লাইফ ইন আ... মেট্রো "ইন দিনো"
২০০৮ কৃষ্ণকুমার কুন্নথ বাচনা অ্যায় হাসিনো "খুদা জানে"
২০০৯ রাহাত ফতেহ আলী খান লাভ আজ কাল "আজ দিন ছাড়িয়া" [২]
বন্ধ

২০১০-এর দশক

আরও তথ্য বছর, নেপথ্য কণ্ঠশিল্পী ...
বছর নেপথ্য কণ্ঠশিল্পী চলচ্চিত্র গান সূত্র
২০১০ রাহাত ফতেহ আলী খান ইশ্‌কিয়া "দিল তোহ বাচ্চা হ্যায় জি" [৩]
[৪]
২০১১ মোহিত চৌহান রকস্টার "ফির সে উড় চলা" ও "সাড্ডা হক" [৫]
২০১২ জাভেদ আলী ইশাকজাদে "ইশাকজাদে" [৬]
[৭]
২০১৩ অরিজিৎ সিং আশিকি ২ "তুম হি হো" [৮]
২০১৪ অরিজিৎ সিং সিটিলাইটস "মুসকুরানে" [৯]
২০১৫ পাপন দম লাগা কে হাইশা "মোহ মোহ কে ধাগে" [১০]
২০১৬ অমিত মিশ্র অ্যায় দিল হ্যায় মুশকিল "বুলেয়া" [১১]
২০১৭ অরিজিৎ সিং জাজ্ঞা জাসুস "জালিমা" [১২]
[১৩]
রইস "জালিমা"
২০১৮ অরিজিৎ সিং রাজি "অ্যায় ওয়াতন" [১৪]
২০১৯ সাচেত ট্যান্ডন কবির সিং "বেখেয়ালি" [১৫]
বন্ধ

একাধিকবার বিজয়ী

আরও তথ্য সংখ্যা, বিজয়ী ...
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.