শেথ বা শিস (হিব্রু: שֵׁת, আধুনিক: Šēt, টিবেরীয়: Šēṯ; আরবি: شِيْث, প্রতিবর্ণীকৃত: Šīṯ; গ্রিক: Σήθ Sḗth; আইপিএ: [ˈʃiːθ]) ছিলেন ইহুদিধর্ম, খ্রিষ্টধর্ম ও ইসলাম অনুসারে আদম ও হাওয়ার তৃতীয় পুত্র এবং কয়িন ও হেবলের ভাই। আদিপুস্তক ৪:২৫[1] অনুযায়ী কয়িন কর্তৃক হেবলের হত্যার পর শেথ জন্মগ্রহণ করেছিলেন এবং হাওয়া বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাঁর মাধ্যমে হেবলের স্থানপূরণ করেছিলেন।
কুলপিতা শেথ | |
---|---|
পবিত্র পূর্বপুরুষ ও পিতৃকুলপতি | |
মৃত্যু | লখনৌ,ফয়যাবাদ,ভারত। |
শ্রদ্ধাজ্ঞাপন | ইহুদিধর্ম খ্রিস্টধর্ম ইসলাম মেন্ডীয়বাদ শেথীয়বাদ |
প্রধান স্মৃতিযুক্ত স্থান | লখনৌ,ফয়যাবাদ, ভারত। |
সন্তান | ইনোশ, আরও ৩২টি পুত্র ও ২৩টি কন্যা |
পিতা-মাতা | আদম ও হাওয়া |
শীস شِيْث শেথ | |
---|---|
সন্তান | ইনোশ, আরও ৩২ পুত্র ও ২৩ কন্যা |
পিতা-মাতা | আদম ও হাওয়া |
শ্রদ্ধাজ্ঞাপন | ইসলাম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম মেন্ডীয়বাদ শেথীয়বাদ |
শিস (שת) শব্দটি মূলত হিব্রু। এর ইংরেজি রূপ Seth, Sheth এবং আরবী রূপ (شيث) অর্থ “আল্লাহর দান”। হযরত আদম (আ.)-এর দ্বিতীয় পুত্র হাবিলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার পাঁচ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। সেজন্য হযরত আদম (আ.) তাকে আল্লাহর দানরূপে গণ্য করে এই নামকরণ করেন।[2]
বাইবেলে শিস
আদি পুস্তক অনুযায়ী, আদম-এর ১৩০ বৎসর বয়সকালে তিনি জন্মগ্রহণ করেন। [3] বাইবেলে শিস-এর জন্ম, সন্তান লাভ ও মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হয়েছে যাহ নিম্নরূপ: “আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শেথ রাখিলেন, (কেননা তিনি কহিলেন), কয়িন কর্তৃক হত হেবলের পরিবর্তে সদাপ্রভু আমাকে আর এক সন্তান দিলেন। পরে শেথেও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনােশ রাখিলেন (বাইবেলের আদি পুস্তক, পৃ. ৬)
আর আদম তাঁর ৯৩০ বয়সে মারা যান। আদি পুস্তক অনুযায়ী শিস ৯১২ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। [4]
বাসস্থান
Encyclopaedia of Islam-এর নিবন্ধকার CL, Huart-এর বর্ণনামতে তিনি জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান। সেখানেই তিনি জন্মগ্রহণ করেন।[5] কিন্তু এই বর্ণনা ইবনে কাসির একেবারেই অমূলক ও ভিত্তিহীন বলেন। কারণ শীছ তার পিতার প্রিয়তম পুত্র ছিলেন। তাই তিনি সর্বদা আদম-এর সান্নিধ্যে থেকে তাঁর খিদমত করেন বলে প্রমাণ পাওয়া যায়। যেমন উত্তর কালের বর্ণনামতে, একবার হযরত আদম-এর অসুখের সময় জান্নাতের তৈল ও যায়তুন ফল খাওয়ার জন্য তাঁর বাসনা জাগে। তিনি স্বীয় পুত্র শীছকে সায়না পর্বতে আল্লাহর নিকট হইতে তা চেয়ে আনবার জন্য প্রেরণ করলেন। সেখানে আল্লাহ তাঁকে বললেন, তােমার পাত্র আগাইয়া ধরো। অতঃপর মুহূর্তের মধ্যে তা আদম-এর কাঙ্ক্ষিত জিনিসে পূর্ণ হয়ে গেল। পরে আদম নিজের শরীরে উক্ত তৈল মালিশ করিলেন এবং কয়েকটি যায়তুন ফল খাইলেন। সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। এই ঘটনাই প্রমাণ করে যে, শীছ স্বীয় পিতা আদম-এর সান্নিধ্যে থাকতেন। আর আদম মক্কা শরীফে বসবাস করেন, সেখানেই ইনতিকাল করেন এবং আবু কুবায়স পর্বতের পাদদেশে তাঁকে দাফন করা হয়।[2]
প্রতি বৎসর তিনি হজ্জ পালন করতেন, তিনি মক্কায় বসবাস করতেন এবং উমরাও পালন করতেন।[6]
বিবাহ
ইবন ইসহাক-এর বর্ণনামতে, স্বীয় ভগ্নী হাযুরার সাথে শীষ-এর বিবাহ হয়। তখনকার নিয়ম ছিল হাওয়া একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন। তাই এক গর্ভের পুত্রের সহিত অন্য গর্ভের কন্যার বিবাহ হত।[7]
বংশতালিকা
মৃত্যু
শেষ জীবনে শীষ রােগাক্রান্ত হয়ে পড়লে তার স্বীয় পুত্র আনূশকে ডেকে তিনি ওসিয়ত করেন। অতঃপর মক্কায়ই ৯১২ বৎসর বয়সে তিনি ইনতিকাল করেন এবং আবু কুবায়স পর্বতের গুহায় স্বীয় পিতা-মাতার পাশেই তাকে দাফন করা হয়।[6] তিনি ইসলামের একজন সম্মানিত নবি।
টীকা
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.