Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শেখ হাসিনা বাংলাদেশের ১০ম ও সাবেক প্রধানমন্ত্রী। হাসিনা কর্তৃক প্রাপ্ত পুরস্কার এবং সম্মানের তালিকা নিম্নরূপ।
২০১১ সালেের ৩০ ডিসেম্বর, বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[১]
বছর | পুরস্কার | সংগঠন | সূত্র |
---|---|---|---|
১৯৯৬-১৯৯৭ | ‘‘Medal of Distinction” পদক | আন্তর্জাতিক লায়ন্স ক্লাব | [২] |
রাষ্ট্রপ্রধান পদক | আন্তর্জাতিক লায়ন্স ক্লাব | [২] | |
১৯৯৭ | নেতাজি স্মৃতি পুরস্কার | ||
১৯৯৮ | ফেলিক্স হুপে-বোয়ানি শান্তি পুরস্কার | ইউনেস্কো | পার্বত্য চট্টগ্রামে ২৫ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের জন্য।[৩][৪] |
মাদার তেরেসা পুরস্কার | [২] | ||
মহাত্মা গান্ধী পুরস্কার | [২] | ||
১৯৯৯ | চেরেস পদক | খাদ্য ও কৃষি সংস্থা | [২][৫][৬][৭] |
২০০৯ | ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার | ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট | [৮][৯][১০] |
সেপ্টেম্বর ২০০৯ | ইন্দিরা গান্ধী সোনার ফলক | এশিয়াটিক সোসাইটি, কলকাতা | [১১] |
৯ এপ্রিল ২০০০ | পার্ল এস. বাক পুরস্কার | রানডলপ ম্যাকন উইমেন্স কলেজ | [২][১২] |
জানুয়ারি ২০১১ | গ্লোবাল ডাইভারসিটি পুরস্কার | [১৩] | |
২০১২ | গ্লোবাল ডাইভারসিটি পুরস্কার | ||
সেপ্টেম্বর ২০১৪ | ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার | ইউনেস্কো | [১৪][১৫] |
২০১৪ | সমুদ্রসীমা জয়ের জন্য সাউথ সাউথ | ||
২০১৫ | চ্যাম্পিয়নস অব দি আর্থ | জাতিসংঘ | [১৬] |
আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার | আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন | [১৭] | |
২০১৬ | জাতিসংঘ প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন | [১৮][১৯] | |
জাতিসংঘ এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড | [১৮][১৯] | ||
২০১৮ | আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড | ইন্টার প্রেস সার্ভিস | রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্ব[২০] |
২০১৮ স্পেশাল ডিসটিংশন এওয়ার্ড ফর লিডারশিপ | |||
মার্চ ২০১৯ | লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট পুরস্কার | ইনস্টিটিউট অব সাউফ এশিয়ান উইমেন | |
২১ সেপ্টেম্বর ২০২১ | জাতিসংঘ ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ | [২১] | |
২০২৪ | 'ভ্যাকসিন হিরো' | গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন | [২২] |
১২ জুন ২০২৪ | গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড | গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন | [২৩] |
২৭ এপ্রিল ২০১৮ | গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড | বাংলাদেশে নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য নেতৃত্বদান | [২৪] |
অবস্থান | তারিখ | বিদ্যালয় | ডিগ্রি | সূত্র |
---|---|---|---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র | ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ | বস্টন বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ল | [২] |
জাপান | ৪ জুলাই ১৯৯৭ | ওয়াসেদা বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ল | [২৫] |
স্কটল্যান্ড | ২৫ অক্টোবর ১৯৯৭ | অ্যবার্টয় বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ফিলসফি | [২] |
ভারত | ২৪ জানুয়ারি ১৯৯৯ | বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব লিটারেচার, হনোরিস কাউজা; দেশিকোত্তম উপাধি | [২][২৬] |
অস্ট্রেলিয়া | ২০ অক্টোবর ১৯৯৯ | অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ল | [২][২৭] |
বাংলাদেশ | ১৮ ডিসেম্বর ১৯৯৯ | ঢাকা বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ল | [২][২৮] |
বেলজিয়াম | ফেব্রুয়ারি ২০০০ | ক্যাথলিক বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব ল | [২৯] |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর ২০০০ | ব্রিজপয়েন্ট বিশ্ববিদ্যালয় | সম্মানসূচক ডক্টর অব হিউম্যান লেটার | বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য[২][২৯] |
রাশিয়া | ২০০৫ | পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি | সম্মানসূচক ডক্টরেট | শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য। |
ভারত | ১২ জানুয়ারি, ২০১২ | ত্রিপুরা বিশ্ববিদ্যালয় | ডক্টর অব লিটারেচার | দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অনন্য অবদান[৩০][৩১][৩২][৩৩][৩৪] |
বাংলাদেশ | ১৬ নভেম্বর ২০১৫ | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | ডক্টর অব দ্য ইউনিভার্সিটি | [৩৫] |
বাংলাদেশ | ২৬ মে ২০১৮ | কাজী নজরুল বিশ্ববিদ্যালয় | ডক্টর অব লিটারেচার | [৩৬] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.