কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হলো পশ্চিমবঙ্গের আসানসোল মহানগরীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[][] এই বিশ্ববিদ্যালয়টি কবি কাজী নজরুল ইসলামের নামে নামাঙ্কিত। ২০১২ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার মোট ২১টি সরকারি ও বেসরকারি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ।[] বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অনুরাধা মুখোপাধ্যায়।[]

দ্রুত তথ্য নীতিবাক্য, বাংলায় নীতিবাক্য ...
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
Thumb
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের লোগো
নীতিবাক্যVidyayā'mritamașnute (সংস্কৃত)
বাংলায় নীতিবাক্য
জ্ঞান প্রদান অমরত্ব
ধরনপাবলিক রাজ্য গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৬ আগস্ট ২০১২; ১২ বছর আগে (2012-08-16)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাজেট₹১৬.৪৫ কোটি (২০২২-২৩)
আচার্যরাজ্যপাল, পশ্চিমবঙ্গ
উপাচার্যরবিউল ইসলাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০৫ (২০২২)[]
শিক্ষার্থী২,০৯৪ (২০২২)[]
স্নাতক১৪০ (২০২২)[]
স্নাতকোত্তর১,৬৮৫ (২০২২)[]
২৬৯ (২০২২)[]
অবস্থান, ,
ভারত

২৩°৪১′৪১″ উত্তর ৮৬°৫৯′৪২″ পূর্ব
শিক্ষাঙ্গননগর (১৫.৬ একর)
স্বীকৃতিন্যাক[]
সংক্ষিপ্ত নামকেএনইউ
ওয়েবসাইটwww.knu.ac.in
Thumb
বন্ধ

খনি ও ধাতুবিদ্যা বিদ্যালয়

২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি খনি, খনিজ ও ধাতুবিদ্যার শিক্ষাকেন্দ্র খোলার অনুমতি দেন ও ৭ একর জমি প্রদান করেন বিদ্যালয়টির জন্য। এই বিদ্যালয় থেকে বিটেক, এমটেক, ডিপ্লোমা ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।[]

Thumb
পুরনো অস্থায়ী ক্যাম্পাসের ফটক

গ্রন্থাগার

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিদ্যাচর্চা ভবনের নিচতলায় একটি সুবিধাজনক স্থানে অবস্থিত। বইগুলি ডিউই দশমিক শ্রেণিবিভাগ অনুসারে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সব বই বারকোড যুক্ত করা হয়। অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে। বইয়ের সংগ্রহে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিশুদ্ধ বিজ্ঞান, শিল্পকলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ভাষা ইত্যাদির বিস্তৃত বিষয়ের নথি অন্তর্ভুক্ত রয়েছে।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ২০ হাজারের বেশি বইয়ের মূল্যবান সংগ্রহ রয়েছে।[১০]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.