শংকরচন্দ্র ইউনিয়ন
চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শংকরচন্দ্র ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ১২৮.২০ কিমি২ (৪৯.৫০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৯,৩১৯ জন।[২] ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২২টি ও মৌজার সংখ্যা ১৮টি।
শংকরচন্দ্র ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
শংকরচন্দ্র ইউনিয়ন | |
বাংলাদেশে শংকরচন্দ্র ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৬′২২.৩″ উত্তর ৮৮°৫৩′১২.৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
উপজেলা | চুয়াডাঙ্গা সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৬ |
আয়তন | |
• মোট | ১২৮.২০ বর্গকিমি (৪৯.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৯,৩১৯ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গ্রামসমূহ
- যুগিরহুদা
- যাদবপুর
- বহালগাছি
- কিরণগাছী
- নতুন ভান্ডারদহ
- পুরাতন ভান্ডারদহ
- বসুভান্ডারদহ
- ছয়ঘরিয়া
- শংকরচন্দ্র
- ফুলবাড়ী
- শ্রীকোল
- জালশুকা
- মানিকডিহি
- হানুরবাড়াদী
- গাইদঘাট
- কুকিয়াচাঁদপুর
- উকতো
- মাখালডাঙ্গা
- দীননাথপুর
- গাড়াবাড়ীয়া
- জাফরপুর
- ঠাকুরপুর
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.