উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লি অ্যান রেমিক (ইংরেজি: Lee Ann Remick; ১৪ ডিসেম্বর ১৯৩৫ - ২ জুলাই ১৯৯১)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস (১৯৬২) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৬৬ সালে ব্রডওয়ের ওয়েট আনটিল ডার্ক নাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
লি রেমিক | |
---|---|
Lee Remick | |
জন্ম | লি অ্যান রেমিক ১৪ ডিসেম্বর ১৯৩৫ কুইন্সি, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২ জুলাই ১৯৯১ ৫৫) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৩-১৯৮৯ |
দাম্পত্য সঙ্গী | বিল কলারেন (বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬৮) কিপ গোয়ানস (বি. ১৯৭০; মৃ. ১৯৯১) |
সন্তান | ২ |
রেমিকের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫৭ সালে আ ফেস ইন দ্য ক্রাউড দিয়ে। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অ্যানাটমি অব আ মার্ডার (১৯৫৯), ওয়াইল্ড রিভার (১৯৬০), দ্য ডিটেকটিভ (১৯৬৮), দ্য ওমেন (১৯৭৬) এবং দি ইউরোপিয়ান্স (১৯৭৯)। তিনি ১৯৭৩ সালের টেলিভিশন চলচ্চিত্র দ্য ব্লু নাইট এবং ১৯৭৪ সালের মিনি ধারাবাহিক জেনি: লেডি র্যান্ডলফ চার্চিল-এ অভিনয় করে শ্রেষ্ঠ নাট্য টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। দ্বিতীয় কাজের জন্য তিনি একটি বাফটা টিভি পুরস্কারও অর্জন করেন। ১৯৯১ সালের এপ্রিলে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[২]
Seamless Wikipedia browsing. On steroids.