লস অ্যাঞ্জেলেস বন্দর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লস অ্যাঞ্জেলেস বন্দর ৭,৫০০ একর (৩০০০ হেক্টর) এলাকা ও ৪৩ মাইল (৬৯ কিলোমিটার) উপকূলরেখা নিয়ে গঠিত। বন্দরটির পাশেই রয়েছে পৃথক লং বিচ বন্দর। লস অ্যাঞ্জেলেস বন্দর কেন্দ্রীয় লস অ্যাঞ্জেলেস শহরের থেকে ২০ মাইল দক্ষিণে সান পেড্রো ও ওয়েমলিংটনের সান পেড্রো উপসাগরে অবস্থিত। লস অ্যাঞ্জেলেস শহরের একটি বিভাগ লস এঞ্জেলেসের পোর্ট এলএ কাউন্টি অঞ্চল জুড়ে ৫,১৭,০০০ জন এবং বিশ্বব্যাপী ১.৬ মিলিয়ন জনসংখ্যার জন্য কর্মসংস্থানের সহায়তা দেয়। এই বন্দরের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় ২০% পণ্যসম্ভারের প্রতিনিধিত্ব করে।[3] বন্দর চ্যানেলের গভীরতা ৫৩ ফুট (১৬ মিটার)। বন্দরে ২৭ টি কার্গো টার্মিনাল, ৮৬ টি কন্টেনার ক্রেন, ৮ টি কন্টেইনার টার্মিনাল এবং ১১৩ মাইল (১৮২ কিমি) ডক রেলপথ রয়েছে। এলএ পোর্ট আসবাবপত্র, পাদুকা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল অংশ এবং প্লাস্টিক আমদানি করে। বর্জ্য কাগজ, পোষা প্রাণী এবং পশু খাদ্য, স্ক্র্যাপ ধাতু, কাপড় এবং সয়াবিন রপ্তানি করে বন্দরটি। বন্দরের প্রধান বাণিজ্যিক অংশীদাররা চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভিয়েতনাম।[4][5][6]
লস অ্যাঞ্জেলেস বন্দর | |
---|---|
অবস্থান | |
দেশ | যুক্তরাষ্ট্র |
অবস্থান | সান পেড্রো, লস এঞ্জেলেস |
স্থানাঙ্ক | ৩৩°৪৩′৪৫″ উত্তর ১১৮°১৫′৪৩″ পশ্চিম[1] |
বিস্তারিত | |
চালু | ৯ ডিসেম্বর ১৯০৭ |
পোতাশ্রয়ের আকার | ৩,২০০ একর (১৩ কিমি২) |
জমির আয়তন | ৪,৩০০ একর (১৭ কিমি২) |
আকার | ৭,৫০০ একর (৩০ কিমি২) |
ড্রাফটের গভীরতা | ৫৩ ফু (১৬ মি) |
সভাপতি | ভিলমা মার্টিনেজ |
উপ-সভাপতি | ডেভিড আরিয়ান |
কমিশনার | লুসিয়া মোরেনো-লিনারেস এন্থনি পিরোজজি, জুনিয়র এডওয়ার্ড রেনউইক |
নির্বাহী পরিচালক | জিন সেরোকা লোপেজ, রিকার্ডো (১১ জুন ২০১১) [2] |
পরিসংখ্যান | |
জলযানের আগমন | ২,০৫০ (২০১৬) |
বার্ষিক কার্গো টন | ১৮২.৮ মিলিয়ন মেট্রিক রাজস্ব টন (২০১৬) |
বার্ষিক কন্টেইনারের আয়তন | ৯.৩ মিলিয়ন টিইইউ (২০১৭) |
কার্গো মূল্য | ইউএস$২৭২ বিলিয়ন (২০১৬) |
যাত্রী গমনাগমন | ৬,০১,৫৪১ জন (২০১৬) |
বার্ষিক আয় | ইউএস$৪৫৩ মিলিয়ন (২০১৬) |
আয় | ইউএস$৫৯ মিলিয়ন (২০১৬) |
ওয়েবসাইট portoflosangeles |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.