শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রূপগঞ্জ উপজেলা

নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রূপগঞ্জ উপজেলাmap
Remove ads

রূপগঞ্জ উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

দ্রুত তথ্য রূপগঞ্জ, দেশ ...
Remove ads
Thumb
মুড়াপাড়া রাজবাড়ি, রুপগঞ্জ
Remove ads

অবস্থান ও আয়তন

রূপগঞ্জ উপজেলার অবস্থান ২৩.৭৯৩১° উত্তর ৯০.৫১৬৭° পূর্ব / 23.7931; 90.5167। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষ্যার নদীর তীরে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলানরসিংদী জেলার পলাশ উপজেলা, দক্ষিণে সোনারগাঁও উপজেলা, পূর্বে আড়াইহাজার উপজেলানরসিংদী সদর উপজেলা, পশ্চিমে ঢাকার ডেমরা থানা, খিলগাঁও থানা, বাড্ডা থানাখিলক্ষেত থানা। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।

Remove ads

ইতিহাস

রূপগঞ্জ নামের সঠিক ইতিহাস পাওয়া যায় না। অনুসন্ধানে ভিন্নি ভিন্ন মত পাওয়া গেছে। কথিত আছে রূপবাবু নামে এ এলাকায় একজন প্রভাবশালী তালুকদার ছিলেন যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে।

এলাকা সংক্রান্ত তথ্য

আয়তন২৩৪.৭৬ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের সংখ্যা০৭ টি
পৌরসভার সংখ্যা০২টি
গ্রামের সংখ্যা২২২টি
মৌজার সংখ্যা১৪৫টি
মোট ভূমির পরিমান২,৭৫,৩৩৩ একর
ভোটার সংখ্যা২,৭৪,৭০৭ জন

পুরুষ-১,৩৮,২০৯জন

মহিলা-১,৩৬,৪৯৮ জন

ইউনিয়ন সংখ্যা

  1. ভোলাব ইউনিয়ন
  2. মুড়াপাড়া ইউনিয়ন
  3. ভুলতা ইউনিয়ন
  4. গোলাকান্দাইল ইউনিয়ন
  5. দাউদপুর ইউনিয়ন
  6. রূপগঞ্জ ইউনিয়ন
  7. কায়েতপাড়া ইউনিয়ন
  8. কাঞ্চন পৌরসভা
  9. তারাব পৌরসভা

উপজেলার দর্শনীয় স্থান

  1. রাসেল পার্ক রূপগঞ্জ
  2. জিন্দা পার্ক
  3. মুড়াপাড়া রাজবাড়ি
  4. চারিতালুক, পাল বাড়ী
  5. সুবর্ণগ্রাম
  6. পন্ড গার্ডেন কুদ্দুস পার্ক
  7. লা-রিভারিয়া রিসোর্ট
  8. শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট
  9. Water Kingdom Park

জনসংখ্যা বিষয়ক তথ্য

জনসংখ্যা৪,০৩,৬২৯ জন
পুরুষ২,১৫,০১৯ জন
মহিলা১,৮৮,৬১০ জন
খানার সংখ্যা৮১,৭৬৪
পরিবার প্রতি গড় লোকসংখ্যা৪.৯৪ জন
জনসংখ্যার ঘনত্ব২,২৯১ জন
পুরুষ ও নারীর অনুপাত১১৪:১০০
মোট ভোটার২,৭৪,৭০৭ জন
পুরুষ ভোটার১,৩৮,২০৯জন
মহিলা ভোটার১,৩৬,৪৯৮ জন

যোগাযোগ

পাকা রাস্তা১৩৮ কি.মি
আধা পাকা রাস্তা৪৪ কি.মি
কাঁচা রাস্তা৪১৯ কি.মি
নদী পথ৪৫ কি.মি
মোট রাস্তা সংখ্যা৩৫৯ টি
মোট ব্রীজ ও কালর্ভাট১৪১টি

শিক্ষা

শিক্ষার হার৯৮%
সরকারী প্রাথমিক বিদ্যালয়৮২টি
মাধ্যমিক বিদ্যালয়২৭টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়০২টি
মহাবিদ্যালয়০৩টি
দাখিল মাদ্রাসা০৮টি
আলীম মাদ্রাসা০৪টি
ফাজিল মাদ্রাসা০৭টি
এবতেদায়ী মাদ্রাসা২৮টি

আরও দেখুন

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads