রিচার্ড কাউচ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রিচার্ড কাউচ (১৮১৭ — ১৯০৫) একজন ব্রিটিশ ভারতীয় বিচারক। তিনি কলকাতা উচ্চ আদালতের দ্বিতীয় প্রধান বিচারপতি নিযুক্ত হন।
কর্মজীবন
১৮৬৬ সালে বোম্বে উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিযুক্ত হন স্যার কাউচ। চার বছর সেই পদে কাজ করার পরে তিনি কলকাতায় আসেন ও কলিকাতা হাইকোর্টের প্রদান বিচারপতি নিযুক্ত হন স্যার বার্নেস পিককের পরে। ১৮৭০ থেকে ১৮৭৫ সাল অব্দি তিনি কলিকাতা হাইকোর্টে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পরে ১৮৮১ সালে প্রিভি কাউন্সিলে নির্বাচিত হন তিনি।[১]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.