কলকাতা উচ্চ আদালত
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট (ইংরেজি: Calcutta High Court) ভারতের প্রাচীনতম হাইকোর্ট। ১৮৬১ সালের হাইকোর্ট আইন বলে ১৮৬২ সালের ১ জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। সেই সময় এই হাইকোর্টের নাম ছিল হাই কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের অধিকারক্ষেত্রের অন্তর্গত। আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ আছে। কলকাতা শহরের সাম্মানিক নাগরিক শেরিফের ঐতিহ্যবাহী দপ্তরটি এই আদালতের ভেতরে অবস্থিত।
কলকাতা উচ্চ আদালত | |
---|---|
কলকাতা হাইকোর্ট | |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই ১৮৬২ |
অধিক্ষেত্র | ভারত |
অবস্থান | ৩, এসপ্ল্যানেড রো (ওয়েস্ট), বিনয়-বাদল-দীনেশ বাগ, কলকাতা ৭০০০০১, ভারত |
স্থানাঙ্ক | ২২.৫৬০৭৭৭° উত্তর ৮৮.৩৫২৪৫৮° পূর্ব |
প্রণয়ন পদ্ধতি | রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ |
অনুমোদনকর্তা | ভারতের সংবিধান |
রায় পুনর্বিচারের আবেদন স্থান | ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় |
বিচারকের মেয়াদ | ৬২ বছর বয়স পর্যন্ত |
পদের সংখ্যা | ৩২ |
তথ্যক্ষেত্র | calcuttahighcourt.nic.in |
সম্প্রতি | টি. এস. শিবজ্ঞানম |
হইতে | ১১ই মে ২০২৩ |
হাইকোর্ট ভবনটি ইউরোপীয় গঠনশৈলীর গথিক স্থাপত্যবিশিষ্ট বেলজিয়ামের ইপ্রেস ক্লথ হলের আদলে নির্মিত। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধে ক্লথ হল ক্ষতিগ্রস্ত হলে সেটি পুনর্নির্মাণের জন্য ওই শহরের মেয়র কলকাতা থেকে এক সেট প্ল্যান চেয়ে পাঠিয়েছিলেন।[1] ১৮৬৪ সালের মার্চ মাসে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। নির্মাণকার্য শেষ হতে সময় লেগেছিল আট বছর। এই ভবনে একটি ১৮০ ফুট উঁচু টাওয়ার আছে। হাইকোর্ট ভবনের নকশাটি বেশ জটিল। এই প্রসঙ্গে রথীন মিত্র লিখেছেন:[1]
একটা চতুষ্কোণীর চারধারে অবস্থিত একটি আয়তাকার স্থাপত্য। ভেতরে অনেকগুলি বিচার কক্ষ, অন্যান্য ঘর। ছাদের সঙ্গে লোহার একটি সুন্দর গম্বুজ আছে, যা ভেতরের গরম হাওয়া টেনে বের করে নিয়ে বাহিরে পাঠিয়ে দিতে পারে। বাড়ির ভেতরের বাতাস হয়ে যায় নির্মল ঠান্ডা। চারিদিকে সুন্দর বাগান, ফোয়ারা।
পরবর্তী পর্যায়ে স্থান সঙ্কুলান না হওয়ায় ১৯১০ খ্রিস্টাব্দে উত্তর দিকে নতুন করে এর সংলগ্ন আরও একটি ভবন নির্মাণ করা হয় এবং পরবর্তী ১৯৭০ খ্রিস্টাব্দে দক্ষিণ দিকে হাইকোর্ট ভবনের বর্তমান স্থাপত্যের সঙ্গে সমতা রেখে আর একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। চতুর্ভুজাকার এই হাইকোর্ট ভবন দৈর্ঘ্যে ৪২০ ফুট এবং প্রস্থে ৩০০ ফুট।
১৮৬২ সালে স্যার বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন। হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক ছিলেন শম্ভুনাথ পণ্ডিত। হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন রমেশ চন্দ্র মিত্র এবং প্রথম পূর্ণ মেয়াদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণিভূষণ চক্রবর্তী। হাইকোর্টের দীর্ঘতম মেয়াদের প্রধান বিচারপতি ছিলেন শংকরপ্রসাদ মিত্র। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।[2][3]
# | প্রধান বিচারপতি | সময়কাল |
---|---|---|
1 | স্যার বার্নেস পিকক | ১৮৬২–১৮৭০ |
2 | রিচার্ড কাউচ | ১৮৭০–১৮৭৫ |
3 | রিচার্ড গার্থ | 1875–1886 |
4 | Sir উইলিয়াম কমর পেথিরেম | 1886–1896 |
5 | Sir ফ্রান্সিস উইলিয়াম ম্যাকলিন | 1896–1909 |
6 | Sir লরেন্স হিউজ জেনকিন্স | 1909–1915 |
7 | Sir তারাকিশোর চৌধুরী | 1915–1915 |
8 | Sir ল্যান্সলট স্যান্ডারসন | 1915–1926 |
9 | Sir জর্জ ক্লজ র্যাঙ্কিন | 1926–1934 |
10 | Sir হ্যারল্ড ডার্বিশায়ার | 1934–1946 |
11 | Sir Arthur Trevor Harries | 1946–1952 |
স্বাধীনোত্তর সময়কাল | ||
1 | ফণিভূষণ চক্রবর্তী | 1952–1958 |
2 | কুলদাচরণ দাশগুপ্ত | 1958–1959 |
3 | সুরজিৎচন্দ্র লাহিড়ী | 1959–1961 |
4 | হিমাংশু কুমার বোস | 1961–1966 |
5 | দীপ নারায়ণ সিনহা | 1966–1970 |
6 | প্রশান্তবিহারী মুখোপাধ্যায় | 1970–1972 |
7 | শঙ্কর প্রসাদ মিত্র | 1972–1979 |
8 | অমরেন্দ্র নাথ সেন | 1979–1981 |
9 | শম্ভু চন্দ্র ঘোষ | 1981–1983 |
10 | সমরেন্দ্র চন্দ্র দেব | January 1983 – February 1983 |
11 | সতীশ চন্দ্র | 1983–1986 |
12 | অনিল কুমার সেন | September 1986 – October 1986 |
13 | Shri চিত্ততোষ মুখার্জী | 1 November 1986 – 1 November 1987 |
14 | Shri Debi Singh Tewatia | 1 November 1987 – 1988 |
15 | Shri Prabodh Dinkarrao Desai | 1988–1991 |
16 | Shri Nagendra Prasad Singh | 4 February 1992 – 14 June 1992 |
17 | Shri Anandamoy Bhattacharjee | 1992–1994 |
18 | Shri Krishna Chandra Agarwal | 1994–1996 |
19 | V. N. Khare | 2 February 1996 – 20 March 1997 |
20 | Shri Prabha Shankar Mishra | 1997–1998 |
21 | Shri অশোক কুমার মাথুর | 22 December 1999 – 6 June 2004 |
22 | Shri V. S. Sirpurkar | 20 March 2005 – 11 January 2007 |
23 | Shri Surinder Singh Nijjar | 8 March 2007 – 16 November 2009 |
24 | Shri Mohit Shantilal Shah | 24 December 2009 – 25 June 2010 |
25 | Shri Jai Narayan Patel | 2010 – 4 October 2012 |
- | Shri Kalyan Jyoti Sengupta (acting) | 5 October 2012 – 30 October 2012 |
26 | Shri অরুন কুমার মিশ্র | 14 December 2012 – 6 July 2014 |
27 | Shri মঞ্জুলা চেল্লুর | 5 August 2014 – 21 August 2016 |
- | Shri গিরীশ চন্দ্র গুপ্ত (acting) | 22 August 2016 – 20 September 2016 |
28 | Shri গিরীশ চন্দ্র গুপ্ত | 21 September 2016 – 30 November 2016 |
- | Shri নিশিতা নির্মল মাহাত্রে (acting) | 1 December 2016 – 20 September 2017 |
- | Shri রাকেশ তেওয়ারী (acting) | 20 September 2017 – 24 October 2017 |
- | Shri জ্যোতির্ময় ভট্টাচার্য (acting) | 25 October 2017 – 30 April 2018 |
29 | জ্যোতির্ময় ভট্টাচার্য | 1 May 2018 – 24 September 2018 |
- | Shri দেবাশিষ করগুপ্ত (acting) | 25 September 2018 – 29 October 2018 |
30 | Shri দেবাশিষ করগুপ্ত | 30 October 2018 – 31 December 2018 |
- | Shri বিশ্বনাথ সমাদ্দার (acting) | 1 January 2019 — 3 April 2019 |
31 | Shri Thottathil B. Radhakrishnan | 4 April 2019 — ২৮শে এপ্রিল ২০২১ |
রাজেশ বিন্দাল | ২৯শে এপ্রিল ২০২১- বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.