রামগঞ্জ উপজেলা
লক্ষ্মীপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লক্ষ্মীপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রামগঞ্জ উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
রামগঞ্জ | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে রামগঞ্জ উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৯′ উত্তর ৯০°৫০′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
আয়তন | |
• মোট | ১৬৯.৩১ বর্গকিমি (৬৫.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৪২,০২৭[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৬৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রামগঞ্জ উপজেলার আয়তন ১৬৯.৩১ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা।[২] উপজেলার উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা ও রায়পুর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পশ্চিমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা।
রামগঞ্জ উপজেলাটি প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এই এলাকায় রাম নামক এক প্রভাবশালী ধর্মীয় নেতা বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত রাম নামক ধর্মীয় নেতার নামানুসারে উপজেলার নামকরণ করা হয়েছে রামগঞ্জ। উপজেলাটি ২৩.০১° এবং ২৩.১১° উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮° এবং ৯০.৫৮° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ থানা গঠন করা হয়।
রামগঞ্জ উপজেলাটি লক্ষ্মীপুর-১ আসন। বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন।
রামগঞ্জে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রায় ৫০ টা সিটবিশিষ্ট।
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৪ লক্ষ্মীপুর-১ | রামগঞ্জ উপজেলা | শূন্য |
Seamless Wikipedia browsing. On steroids.