রাইপুর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
রাইপুর হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি জনগণনা শহর ও থানা। এই শহরটি খাতড়া মহকুমার রাইপুর সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। জনগণনা প্রতিবেদনে এই শহরটিকে রাইপুর নামে অভিহিত করা হয়েছে।
রাইপুর | |
---|---|
জনগণনা নগর | |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′০০.০″ উত্তর ৮৬°৫৭′০০.০″ পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,২৮০ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী, সাঁওতালি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২২১৩৪ (গড় রাইপুর) |
দূরভাষ কোড | +৯১ ৩২৪৩ |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | রাইপুর |
ওয়েবসাইট | raipurdevelopmentblock |
২০১১ সালে ভারতের জনগণনা অনুসারে রাইপুর বাজারের মোট জনসংখ্যা ৬২৮০ জন, যার মধ্যে ৩২৩২ জন পুরুষ ও ৩০৪৮ জন নারী৷ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৪৩ জন৷ শহরটিতে অনুর্দ্ধ ৬ বছর বয়সী শিশু ৬২২ জন, যা সমগ্র জনসংখ্যার ৯.৯০%৷ ৬ বৎসরোর্দ্ধ জনসংখ্যার মধ্যে ৮৩.৬৭% তথা ৪৭৩৪ জন সাক্ষর৷[1]
২৫২ বর্গকিলোমিটারের অধিক ক্ষেত্রবিশিষ্ট বিস্তৃত ও ১,০৫,৮২৬ জন জনসংখ্যাবিশিষ্ট রাইপুর সমষ্টি উন্নয়ন ব্লকটি রাইপুর থানার অন্তর্গত৷[2]
রাইপুর বাজার শহরটি পুরুলিয়া জেলার ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যন্ত বিস্তৃত ৪নং রাজ্য সড়ক এবং পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম পর্যন্ত বিস্তৃত ৯ নং রাজ্য সড়কের ওপর অবস্থিত৷[3]
রাইপুর গ্রামীণ হাসপাতাল এই ব্লকের কেন্দ্রীয় হাসপাতাল। এছাড়া এই ব্লকের ডুমুরতোড়, ফুলকুসমা ও মোটগোদায় তিনটি স্বাস্থ্যকেন্দ্র এবং মোট ৩৩টি শাখাকেন্দ্র রয়েছে।[4]