মোরারজী দেসাই

ভারতীয় রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মোরারজী দেসাই

মোরারজী দেশাই (২৯ ফেব্রুয়ারি ১৮৯৬ - ১০ এপ্রিল ১৯৯৬) ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং ৪র্থ প্রধানমন্ত্রী

দ্রুত তথ্য ভারতরত্নমোরারজী দেশাই, ৪র্থ ভারতের প্রধানমন্ত্রী ...
মোরারজী দেশাই
Thumb
৪র্থ ভারতের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ মার্চ ১৯৭৭  ২৮ জুলাই ১৯৭৯
রাষ্ট্রপতিবসপ্পা ধনপ্পা জত্তী (ভারপ্রাপ্ত)
নীলম সঞ্জীব রেড্ডি
পূর্বসূরীইন্দিরা গান্ধী
উত্তরসূরীচৌধুরী চরণ সিং
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১ জুলাই ১৯৭৮  ২৮ জুলাই ১৯৭৯
পূর্বসূরীচৌধুরী চরণ সিং
উত্তরসূরীযশবন্তরাও চবন
ভারতের উপপ্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১৩ মার্চ ১৯৬৭  ১৬ জুলাই ১৯৬৯
প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী
পূর্বসূরীবল্লভভাই প্যাটেল
উত্তরসূরীচৌধুরী চরণ সিং
জগজ্বিবন রাম
ভারতের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৩ মার্চ ১৯৬৭  ১৬ জুলাই ১৯৬৯
প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী
পূর্বসূরীসচীন্দ্র চৌধুরী
উত্তরসূরীইন্দিরা গান্ধী
কাজের মেয়াদ
১৩ মার্চ ১৯৫৮  ২৯ আগস্ট ১৯৬৩
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু
পূর্বসূরীজওহরলাল নেহেরু
উত্তরসূরীটি. টি. কৃষ্ণমাচারী
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৬-০২-২৯)২৯ ফেব্রুয়ারি ১৮৯৬
Bhadeli, বোম্বে প্রদেশ, ব্রিটিশ রাজ (বর্তমান: মহারাষ্ট্র, ভারত)
মৃত্যু১০ এপ্রিল ১৯৯৫(1995-04-10) (বয়স ৯৯)
নতুন দিল্লি, দিল্লি, ভারত
রাজনৈতিক দলজনতা দল (১৯৮৮-১৯৯৫)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৬৯-র পূর্বে)
ভারতীয় জাতীয় কংগ্রেস-সংগঠন (১৯৬৯-১৯৭৭)
জনতা পার্টি (১৯৭৭-১৯৮8)
দাম্পত্য সঙ্গীগুজরাবেন
প্রাক্তন শিক্ষার্থীউইলসন কলেজ
জীবিকাসিভিল সার্ভেন্ট
সমাজসেবা
ধর্মহিন্দু
পুরস্কারভারতরত্ন (১৯৯১)
বন্ধ

ভারতের প্রধানমন্ত্রীত্ব (১৯৭৭ - ১৯৭৯)

ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা তুলে নেন , তারপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । জনতা পার্টি তাতে বিজয়ী হয় এবং মোরারজী দেসাই প্রধানমন্ত্রী হন ।[তথ্যসূত্র প্রয়োজন]

অবসর এবং মৃত্যু

১৯৭৯ সালে রাজ নারায়ন এবং চৌধুরী চরণ সিং জনতা পার্টি থেকে বেরিয়ে যান , এর ফলস্বরূপ মোরারজী দেসাই-কে পদত্যাগ করতে হয় এবং ৮৩ বছর বয়সে রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে হয় । সরকার পতনের কারণ হিসেবে রাজ নারায়ন এবং চৌধুরী চরণ সিং সহ অন্য বামপন্থী সদস্য যেমন মধু লিমায়ে , কৃষান কান্ত এবং জর্জ ফার্নান্দেস দের দাবী ছিল যে জনতা পার্টির কোন সদস্য একযোগে একটি বিকল্প সামাজিক বা রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না । " দ্বৈত সদস্যপদ " উপর এই আক্রমণ বিশেষভাবে জনতা পার্টি সদস্যরা যারা জন সংঘের এবং জন সংঘের মতাদর্শিক পথপ্রদর্শক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন ।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.