মু-নে-ব্ত্সান-পো

তিব্বত সম্রাট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মু-নে-ব্ত্সান-পো (তিব্বতি: མུ་ནེ་བཙན་པོ་, ওয়াইলি: Mu-ne btsan-po) (রাজত্বকাল ৭৯৭(?) - ৮০৪ (?)) খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের পরবর্তী তিব্বত সম্রাট ছিলেন।

দ্রুত তথ্য মু-নে-ব্ত্সান-পো, পূর্বসূরি ...
মু-নে-ব্ত্সান-পো
তিব্বত সম্রাট
পূর্বসূরিখ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান
উত্তরসূরিখ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান
পূর্ণ নাম
মু-নে-ব্ত্সান-পো
তিব্বতীམུ་ནེ་བཙན་པོ་
ওয়াইলিMu-ne btsan-po
পিতাখ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান
বন্ধ

অভিষেক

তিব্বত সম্রাট খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের মু-ত্রি-ব্ত্সান-পো, মু-নে-ব্ত্সান-পো, মু-তিগ-ব্ত্সান-পো এবং খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান নামক চার পুত্র ছিল। এঁদের মধ্যে বড় মু-ত্রি-ব্ত্সান-পো কম বয়সে মারা যান। খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান ৭৯৭ খ্রিষ্টাব্দে সিংহাসনের উত্তরাধিকার তার দ্বিতীয় পুত্র মু-নে-ব্ত্সান-পোকে দিয়ে যান। [1]

রাজত্ব

মু-নে-ব্ত্সান-পোর রাজত্বের সঠিক সময়কাল সম্বন্ধে ঐতিহাসিক তথ্য যথেষ্ট নয়। কোনো কোনো ঐতিহাসিকদের মতে তার রাজত্ব মাত্র দেড় বছর টিকে ছিল। আবার অনেকে মনে করেন যে তিনি ৭৯৭ খ্রিষ্টাব্দ থেকে ৮০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। [2]

দ্বা ব্ঝেদ গ্রন্থানুসারে মু-নে-ব্ত্সান-পো তার পিতার অন্তিম সংস্কার বোন ধর্মরীতি অনুসারে না করে বৌদ্ধ ধর্মরীতি অনুসারে করেন। [3] তিনি তার রাজত্বে তিনবার সকলের জন্য ভূমি ও সম্পত্তির সমবণ্টনের ব্যর্থ চেষ্টা করেন। [4]:৪৬

মৃত্যু ও উত্তরাধিকার

মু-নে-ব্ত্সান-পোর স্ত্রী সম্রাজ্ঞী ফোয়োংসার সৌন্দর্য্যে ঈর্ষান্বিত সম্রাটের মাতা ত্সেফোংসার নির্দেশে সম্রাট মু-নে-ব্ত্সান-পোকে বিষপান করিয়ে হত্যা করা হয়।[5] মু-নে-ব্ত্সান-পোর কোন সন্তান না থাকায় তার পরবর্তী ভাই মু-তিগ-ব্ত্সান-পো সিংহাসনের উত্তরাধিকারী হন। কিন্তু এক বর্ষীয়ান মন্ত্রীকে হত্যার অভিযোগে মু-তিগ-ব্ত্সান-পোকে ভুটান সীমান্তের নিকটে ল্হোডাক খার্চুতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। [6] এর ফলে ৮০৪ খ্রিষ্টাব্দে মু-নে-ব্ত্সান-পোর কনিষ্ঠ ভ্রাতা খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান তিব্বতের পরবর্তী সম্রাট হন। [4]:৪৮[7][8][9]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.