Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুহাদ্দিস হলেন সেই ব্যক্তি যিনি হাদিস শাস্ত্র এর বর্ণনা ও এ বিষয়ে জ্ঞান রাখেন। এভাবে তিনি হাদিসের অনেক বর্ণনা এবং বর্ণনাকারীদের অবস্থার সাথে পরিচিত।[1] মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন, সিহাহ সিত্তার ছয় জন লেখক- বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজি ও ইবনে মাজাহ। এছাড়াও শামস উদ্দিন আল-যাহাবি, আল-হাকিম আল-নিশাপুরি ইবনে কাছির আল-দামেশকি, আবু বকর ইবনে আবি সাইথামা, আল-দিনুরি, আল-সাখাভি, দারেকুতনি, ইবনে হাজর আসকালানী, জালালুদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ রেজা খান বেরলভী এবং ইবনে জুযরি।[2] সমসাময়িকদের মধ্যে আছেন যুফরুদ্দিন বিহারি, নঈম উদ্দিন মুরাদাবাদী, আমজাদ আলী আজমী, ইমাম আলবানী, শুয়াইব আরনাউত, আবু ইসহাক আল-হুওয়াইনি এবং মুস্তফা আল-আদাভী।[3][4][5][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.