শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মিঠু মুখার্জি (অভিনেত্রী)

বাংলা অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

মিঠু মুখার্জী (ইংরেজি: Mithu Mukherjee) হলেন হিন্দি ও বাঙালি সিনেমাতে অভিনয় করেছেন এমন একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী।[][][][] ১৯৭২ সালে তিনি চিত্তো বোসের পরিচালিত বাঙালি চলচ্চিত্র "শেষ পর্ব " -[][][] এ আত্মপ্রকাশ করেন ।দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ(১৯৭৩)-য় মর্জিনার ভূমিকা পালন করার পর তিনি নিশিকন্যা (১৯৭৩), মৌচাক (১৯৭৫), স্বয়ংসিদ্ধা (১৯৭৫),,হোটেল স্নো ফক্স (১৯৭৬), ভাগ্যচক্র (১৯৮০) এবং সন্ধি (১৯৮০)-র মতো বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। দুলাল গুহের খান দোস্ত (১৯৭৬)-র মাধ্যমে তার বলিউডের অভিষেক ঘটে। বক্স অফিসে তার দুজনে (১৯৮৪) ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হলে, তিনি ছয় বছর অবসর যাপন করেন [] এবং চন্দ্র বারোটের বাণিজ্যিকভাবে সফল নাট্য চলচ্চিত্র আশ্রিতা (১৯৯০)-র মাধ্যমে [] রূপালি পর্দায় ফিরে আসেন।

দ্রুত তথ্য মিঠু মুখার্জি, জন্ম ...
Remove ads
Remove ads

কর্মজীবন

মুখার্জি ১৯৭২ সালে চিত্ত বোস পরিচালিত বাংলাশেষ পর্ব নির্মিত বাংলা ছবিতে আত্মপ্রকাশ করেন। এরপর দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লা ছবিতে তীক্ষ্ণবুদ্ধি মর্জিনার চরিত্রে অভিনয় করে মিঠু তারকাখ্যাতি অর্জন করেন।এরপর তিনি আশুতোষ মুখার্জির নিশিকন্যা (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করেন।[১০]

১৯৭৫ সালে মৌচাক ও স্বয়ংসিদ্ধার মত প্রশংসনীয় দুটি বক্স অফিস হিট ছবিতে তিনি অভিনয় করেন। রঞ্জিত মল্লিক-এর বিপরীতে উভয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। [১১] দুলাল গুহর খান দোস্ত চলচ্চিত্র দিয়ে তিনি বলিউডে প্রবেশ করেন। [১২] কিন্তু এরপর তিনি বাসু চ্যাটার্জী-র চলচ্চিত্রেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। ১৯৭৭ সালে তিনি সফেদ ঝুট চলচ্চিত্রে অভিনয় করেন।[১৩] ১৯৯০ সালে তিনি চন্দ্র বারোতের আশ্রিতা চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রত্যাবর্তন করেন। [১৪][১৫]

Remove ads

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য সন, ছবি ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads