মাই নেম ইজ সুলতান (বাংলা: আমার নাম সুলতান) হচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রাজনৈতিক-মারপিট চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক ও প্রযোজনা করেছে বনলতা বাণীচিত্র। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, সাহারা ও মিশা সওদাগর। এছাড়াও আহমেদ শরীফ, প্রবীর মিত্র, রেহানা জলি, শিবা শানু ও ডনসহ প্রমূখ অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন।[১] মাই নেম ইজ সুলতান ২০১২ সালে ২০ আগস্ট মুক্তি পায়।[২]
মাই নেম ইজ সুলতান | |
---|---|
পরিচালক | এফ আই মানিক |
প্রযোজক | বনলতা বনীচিত্র |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | বনলতা বনীচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
অভিনয়
- শাকিব খান - আবির/সুলতান
- সাহারা - কাজল
- মিশা সওদাগর - মির্জা আবির
- আহমেদ শরীফ - আসাদ চৌধুরী, কাজলের বাবা
- রীনা খান - কাজলের ফুফু
- প্রবীর মিত্র - আবিরের বাবা
- রেহানা জলি - আবিরের মা
- শিবা শানু - ইসমাইল
- ডন - সাজ্জাদ
- ইলিয়াস কোবরা
- গাঙ্গুয়া - পুলিশ কর্মকর্তা
- চিকন আলী - আবিরের বন্ধু
- শামীম আহমেদ
- কাজী হায়াৎ - একজন ডাক্তার (বিশেষ উপস্থিতি)
সঙ্গীত
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.