মহালয়া (চলচ্চিত্র)

২০১৯ সালের বাংলা ভাষায় ভারতীয় চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মহালয়া (চলচ্চিত্র)

মহালয়া ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সৌমিক সেন পরিচালিত এবং নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত একটি বাংলা চলচ্চিত্র। ছবিটি ১৯৭৬ সালে হওয়া একটি দুর্ঘটনা বর্ণনা করে, যা আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল যেটি সে সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বর্ণনা করতেন এবং পঙ্কজ মল্লিক পরিচালনা করতেন। ১৯৭৬ সালে মহালয়ার সকালের অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় আনা হয়েছিল মহানায়ক উত্তমকুমারকে, এবং সে ঘটনার পরিপ্রেক্ষিত ও তার ফলাফল নিয়ে রচিত হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। শুভশীষ মুখোপাধ্যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন এবং উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত[১][২]

দ্রুত তথ্য মহালয়া, পরিচালক ...
মহালয়া
Thumb
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসৌমিক সেন
প্রযোজকনিধাস ক্রিয়েশন
চিত্রনাট্যকারসৌমিক সেন
শ্রেষ্ঠাংশেশুভাশিষ মুখোপাধ্যায়
জিশু সেনগুপ্ত
শুভময় চ্যাটার্জী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সুরকারদেবজ্যোতি মিশ্র
চিত্রগ্রাহকমৃন্ময় নন্দী
সম্পাদকনীলাদ্রি রায়
প্রযোজনা
কোম্পানি
নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড
পরিবেশকএসভিএফ
মুক্তি
  •  মার্চ ২০১৯ (2019-03-01) (ভারত)
স্থিতিকাল১০৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
বন্ধ

ছবিটি ২০১৯ সালের ১লা মার্চ থিয়েটারে মুক্তি পেয়েছিল।

অভিনয়

মুক্তি

ছবিটির অফিশিয়াল ট্রেইলার নিডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস ৯ ই ফেব্রুয়ারি ২০১৯ এ প্রকাশ করে। [৩] পয়েলা মার্চ ২০১৯ সালে ছবিটি থিয়েটারে মুক্তি পায়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.