মহালয়া (চলচ্চিত্র)
২০১৯ সালের বাংলা ভাষায় ভারতীয় চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মহালয়া ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সৌমিক সেন পরিচালিত এবং নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত একটি বাংলা চলচ্চিত্র। ছবিটি ১৯৭৬ সালে হওয়া একটি দুর্ঘটনা বর্ণনা করে, যা আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল যেটি সে সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বর্ণনা করতেন এবং পঙ্কজ মল্লিক পরিচালনা করতেন। ১৯৭৬ সালে মহালয়ার সকালের অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় আনা হয়েছিল মহানায়ক উত্তমকুমারকে, এবং সে ঘটনার পরিপ্রেক্ষিত ও তার ফলাফল নিয়ে রচিত হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। শুভশীষ মুখোপাধ্যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন এবং উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।[১][২]
মহালয়া | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সৌমিক সেন |
প্রযোজক | নিধাস ক্রিয়েশন |
চিত্রনাট্যকার | সৌমিক সেন |
শ্রেষ্ঠাংশে | শুভাশিষ মুখোপাধ্যায় জিশু সেনগুপ্ত শুভময় চ্যাটার্জী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
চিত্রগ্রাহক | মৃন্ময় নন্দী |
সম্পাদক | নীলাদ্রি রায় |
প্রযোজনা কোম্পানি | নিদাস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড |
পরিবেশক | এসভিএফ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ছবিটি ২০১৯ সালের ১লা মার্চ থিয়েটারে মুক্তি পেয়েছিল।
অভিনয়
- বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চরিত্রে শুভাশিষ মুখোপাধ্যায়
- উত্তম কুমার চরিত্রে যীশু সেনগুপ্ত
- হেমন্ত মুখোপাধ্যায় চরিত্রে সপ্তর্ষি রায়
- শশী সিনহা চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- শুভময় চ্যাটার্জী চরিত্রে পঙ্কজ মল্লিক
- পরিতোষ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা এবং ভারত সরকারের প্রাক্তন যুগ্ম সচিব-এর চরিত্রে কাঞ্চন মল্লিক
- হ্যারল্ড স্টিভেনসন, প্রাক্তন মহাপরিচালক, আকাশবাণী, কলকাতা-এর চরিত্রে জয়ন্ত কৃপলানী
- অনিল বাগচী চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়
- বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্ত্রী রামারাণী দেবী চরিত্রে সুদীপা বসু
- পঙ্কজ মল্লিকের কন্যা হিসাবে দেবলিনা কুমার
মুক্তি
ছবিটির অফিশিয়াল ট্রেইলার নিডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস ৯ ই ফেব্রুয়ারি ২০১৯ এ প্রকাশ করে। [৩] পয়েলা মার্চ ২০১৯ সালে ছবিটি থিয়েটারে মুক্তি পায়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.