২০১৯ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভূত চতুর্দশী একটি ভারতীয় বাংলা অ্যাডভেঞ্চার ভৌতিক চলচ্চিত্র যার পরিচালক হলেন সাবির মল্লিক। ছবিটি ১৭ মে ২০১৯ তারিখে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় প্রকাশিত হয়।[১]
ভূত চতুর্দশী | |
---|---|
ভূত চতুর্দশী | |
পরিচালক | সাবির মল্লিক |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
শ্রেষ্ঠাংশে | আরিয়ান ভৌমিক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১৭ মে ২০১৯ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কলকাতার তরুণ রণো সিনেমা বানাতে আগ্রহী গ্রামীণ অঞ্চলে। তার প্রেমিকা শ্রেয়া, বন্ধু পৃথা ও দেবুকে নিয়ে রণো শহর থেকে দূরে চলে যায়। পৌঁছয় বোলপুরের কাছে অজয় নদের ধারে এক সাঁওতালি গ্রামে। ভূত চতুর্দশীর দিন তারা তথ্যচিত্র বানাতে ঢোকে এক পরিত্যক্ত পোড়ো বাড়িতে। যা গ্রামের মানুষের কাছে লক্ষীবাড়ী নামে পরিচিত। এখানে লক্ষী নাম্নী এক মেয়েকে সূদূর অতীতে ডাইনী বলে পুড়িয়ে মারা হয়েছিল। গ্রামের লোকেদের বারণ না শুনে তারা সেখানে আশ্রয় নেয়। বাড়িটির ভেতর একের পর এক অলৌকিক ও ভূতুড়ে ঘটনা ঘটতে থাকে।[২][৩][৪][৫][৬][৭]
Seamless Wikipedia browsing. On steroids.