Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতে একটি সরকারি মালিকানাধীন এন্টারপ্রাইজকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বলা হয়। এই কোম্পানিগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে ভারত সরকারের অথবা একসাথে অনেক রাজ্য বা আঞ্চলিক সরকারের মধ্যে মালিকানাধীন । একটি পিএসইউতে কোম্পানির স্টক সরকার কর্তৃক মালিকানাধীন। পিএসইউগুলিকে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারটেকিংস (সিপিএসইউ, সিপিএসই) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যা সম্পূর্ণ বা আংশিকভাবে ভারত সরকার বা রাজ্য স্তরের পাবলিক সেক্টর এন্টারটেকিং (এসএলপিএসইউ, এসএলপিএসই) যা সম্পূর্ণ বা আংশিকভাবে রাজ্য বা আঞ্চলিক সরকারের মালিকানাধীন।[১]
নাম | Net Profit (In ₹ crore) | অর্থবছর |
---|---|---|
ভারতের গ্যাস কর্তৃপক্ষ | ৪৯,৪২২ | ২০২০ |
হিন্দুস্তান পেট্রোলিয়াম | ৩১,০০৬ | ২০২০ |
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন | ২০,৫৬৫ | ২০২১ |
ভারত সঞ্চার নিগম লিমিটেড | ১৫,৪৯৯ | ২০২০ |
এনটিপিসি লিমিটেড | ১৪,২৮৫ | ২০২১ |
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন | 13,445[৩] | ২০১৯-২০ |
কোল ইন্ডিয়া | ১২,৭০৫ | ২০২১ |
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া | 9,939 | ২০১৯-২০ |
ভারত পেট্রোলিয়াম | 7,132 | ২০১৯-২০ |
পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন | ৫,৬৫৫ | ২০২০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.