Loading AI tools
কোম্পানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) ভারতের সরকারি মালিকানাধীন কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি, যার সদর দফতর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত।[2] এটি বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি এবং মহারত্ন মর্যাদায় ভূষিত সরকারি খাতের একটি উদ্যোগ।[4][5]
ধরন | সরকারি খাত |
---|---|
আইএসআইএন | আইএনই৫২২এফ০১০১৪ |
শিল্প | খনন, শোধনাগার |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৫ |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | ভারত |
প্রধান ব্যক্তি | পি এম প্রসাদ (চেয়ারম্যান ও এমডি))[1] |
পণ্যসমূহ | কয়লা |
আয় | ₹১,০২,১৮৫ কোটি (ইউএস$ ১২.৪৯ বিলিয়ন) (২০২০)[2] |
সুদ ও করপূর্ব আয় | ₹২৪,৫৭৫ কোটি (ইউএস$ ৩ বিলিয়ন) (২০২০)[2] |
নীট আয় | ₹১৬,৭০১ কোটি (ইউএস$ ২.০৪ বিলিয়ন) (২০২০)[2] |
মোট সম্পদ | ₹১,৫০,০২১ কোটি (ইউএস$ ১৮.৩৪ বিলিয়ন) (২০২০)[2] |
মোট ইকুইটি | ₹২৫,৯৯৪ কোটি (ইউএস$ ৩.১৮ বিলিয়ন) (২০২০)[2] |
মালিক | ভারত সরকার (৭০.৯৬%) |
কর্মীসংখ্যা | ২৩৭৮০৩(এপ্রিল ২০২৩)[3] |
ওয়েবসাইট | www |
সংস্থাটি ভারতে মোট কয়লা উৎপাদনে প্রায় ৮২%[6] অবদান রাখে। এটি ২০১৬–১৭ সালে ৫৫৪.১৪ মিলিয়ন টন কাঁচা কয়লা উৎপাদন করে,[7] যা ২০১৪–১৫ অর্থবছরের উৎপাদন ৪৯৪.২৪ মিলিয়নের থেকে বেশি[8][6] এবং একই আর্থিক বছরে কয়লা বিক্রয় থেকে ₹৯৯,৪৩৫ কোটি (মার্কিন $১৩ বিলিয়ন)[6] আয় হয়।[8][9] সিআইএল’কে ২০১১ সালের এপ্রিল মাসে ভারত সরকার কেন্দ্র কর্তৃক মহারত্ন মর্যাদায় ভূষিত করা হয়।[10][11][12] ২০১৫ সালের ১৪ ই অক্টোবর অবধি,[13] সিআইএল প্রধানত ভারত কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন[14] এবং কয়লা মন্ত্রকের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করা হয়।[4] ২০১৫ সালের ১৪ ই অক্টোবর অবধি, সিআইএল-এর বাজার মূলধন ₹২.১১ লক্ষ কোটিতে দাঁড়ায় (৩০ বিলিয়ন মার্কিন ডলার) এবং এটি ভারতের ৮ম মূল্যবান সংস্থায় পরিণত হয়।[15][16][17]
বিশ্বব্যাপী এক তৃতীয়াংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী শীর্ষ ২০ টি সংস্থার মধ্যে সিআইএল ৮তম অবস্থানে রয়েছে।[18]
ভারতে কয়লা খনন মূলত একটি বেসরকারী ক্ষেত্র ছিল। ১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে এটি পরিবর্তিত হয়, যখন ভারত সরকার নিজস্ব কয়লা সংস্থা “জাতীয় কয়লা উন্নয়ন কর্পোরেশন” (এনসিডিসি) প্রতিষ্ঠা করে।[19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.